এই মুহূর্তে

WEB Ad Valentine 3

WEB Ad_Valentine

WEB Ad_Valentine



দীর্ঘ ৭০ বছর বাদে ছেলেকে ফিরে পেলেন মা



নিজস্ব প্রতিনিধি, ঢাকা: সময়টা খুব একটা কম নয়। প্রায় সাত দশক। অশীতিপর আবদুল কুদ্দুস মুন্সি ধরেই নিয়েছিলেন হারিয়ে যাওয়া পরিজনদের সঙ্গে আর কখনও দেখা হবে না। জীবন সায়াহ্নে এসে এই যন্ত্রণা কুরেকুরে খাচ্ছিল তাঁকে। অলক্ষ্যে হেসেছিলেন ভাগ্যদেবতা।

অবশেষে ফেসবুকের কল্যাণে দীর্ঘ ৭০ বছর বাদে শনিবার সকালে গর্ভধারিণী শতায়ু পার করা মায়ের সঙ্গে দেখা হল তাঁর। সাত দশক বাদে নাড়ি ছেঁড়া ধনকে কাছে পেয়ে কার্যত বাকরুদ্ধ হয়ে যান শতবর্ষী মা মঙ্গলেমা বিবি। ছেলেকে কাছে পেয়ে তিনি বিলাপ করতে থাকেন, ‘কুদ্দুছ তুই একদিন ফিরে আসবি এটা আমি বিশ্বাস করতাম। আল্লার কাছে এই দোয়াই করেছি। আল্লাহ আমার দোয়া কবুল করেছেন।’

আজ থেকে দীর্ঘ সাত দশক আগে আচমকাই পরিজনদের কাছ থেকে বিচ্ছিন্ন হয়ে পড়েছিলেন কুদ্দুস। হারিয়ে যাওয়ার সময় তাঁর বয়স ছিল আট-দশ বছর। এক আত্মীয়ের সঙ্গে নবীনগর থেকে রাজশাহীর বাগমারা থানায় বেড়াতে এসেছিলেন তিনি। সেখানে ছিলেন তিনদিন। থানায় বন্দি থাকতে ভাল লাগছিল না একরত্তি ছেলের। সবার অলক্ষে একদিন হাঁটতে হাঁটতে পৌঁছে যান আত্রাই উপজেলার সিংসাড়া এলাকায়। ছোট কুদ্দুস পথ হারিয়ে ফেলেন তিনি। ওই সময় খৈমুন নামে এক বৃদ্ধার সঙ্গে দেখা হয়। ভিক্ষা করে ঘরে ফিরছিলেন তিনি। তাঁর সাহায্যে ওই গ্রামেরই নিঃসন্তান এক দম্পতির কাছে আশ্রয় জোটে কুদ্দুসের। ৩০ বছরে বয়সে বাগমারা উপজেলার সবেদ মিয়ার মেয়ে নুরুজ্জাহানকে বিয়ে করে শ্বশুরবাড়িতেই বসবাস করতে থাকেন। ৫ মেয়ের জনক হয়েছেন। মেয়েদের বিয়ে দিয়েছেন। তিন ছেলের মধ্যে দুজনকে বিদেশেও পাঠিয়েছেন। এক কথায় স্ত্রী, সন্তান, নাতি-নাতনি নিয়ে কুদ্দুস মিঁয়ার সংসার এখন চাঁদের হাট। কিন্তু বুকে চাপা ছিল স্বজন হারানোর যন্ত্রণা। অবশেষে সেই যন্ত্রণা ঘুচল।

কিভাবে অসাধ্যসাধন হল? সম্প্রতি বারুইপাড়া মোড়ের চায়ের দোকানে বসে নিজের হারিয়ে যাওয়ার গল্প করছিলেন কুদ্দুস মুন্সি। বাবা-মায়ের নাম বলতে পারলেও নিজের বাড়ির ঠিকানা জানাতে পারেননি। তাঁর সেই যন্ত্রণার গল্পই ভিডিয়ো রেকর্ডিং করে গত ১২ এপ্রিল ফেসবুকে পোস্ট করেন স্থানীয় এক যুবক। নিমিষেই তা ভাইরাল হয়ে যায়। ভাইরাল ভিডিওর সূত্র ধরে আবদুল কুদ্দুস মুন্সির ভাগ্নেসহ চার স্বজন গত ২১ সেপ্টেম্বর পৌঁছন বাগমারায়। মা মঙ্গলেমা বিবির সঙ্গে ভিডিও কলে কথা হারিয়ে যাওয়া ছেলের কথা হয়।

দীর্ঘ ৭০ বছর বাদে ছেলেকে দেখলেও চিনতে ভুল হয়নি গর্ভধারিণী মা মঙ্গলেমা বিবির। ভিডিও কলে কথা বলার সময় মা ছেলেকে বলেন- তুই আমার হারিয়ে যাওয়া আবদুল কুদ্দুস। ছোট বেলায় তোর হাত কেটে গিয়েছিল। মায়ের মুখে এ কথা শুনে কুদ্দুস প্রশ্ন করেছিলেন- কোন হাত কেটেছিল? মা জানান- বাম হাতের বুড়ো আঙুল। তখনই তিনি অবাক হয়ে যান। এতো বছর পর মাকে ফিরে পেয়ে আপ্লুত তিনি।

দীর্ঘ ৭০ বছর বাদে গর্ভধারিনীর কাছে ফিরতে পেরে বাঁধভাঙা খুশিতে মেতে উঠেছেন কুদ্দুস মুন্সি। সাংবাদিকদের বলেন, ‘অনেকদিন মা ও বোনদের খোঁজার চেষ্টা করেছি। আমার বিশ্বাস ছিল একদিন আমার মায়ের সন্ধান আমি পাবো। মায়ের বুকে ফিরতে পেরে নিজেকে পৃথিবীর সবচেয়ে সুখী মানুষ মনে হচ্ছে। বাকি জীবনটা মায়ের সঙ্গেই থাকব।’



Published by:

Sundeep

Share Link:

More Releted News:

২০২৪ সালের জানুয়ারির শেষ সপ্তাহে পাকিস্তানে ভোট

সম্পর্ক তলানিতে কানাডার নাগরিকদের ভিসা দেওয়া বন্ধ করল নয়াদিল্লি

কুখ্যাত গ্যাংস্টার সুখা দুনেকে খুনের দায় স্বীকার লরেন্স বিষ্ণোই গ্যাং-এর

হিজাব-বোরখা না পরলেই ১০ বছরের কারাদণ্ড, বিল পাশ ইরানে

কানাডায় নিহত পঞ্জাবের কুখ্যাত গ্যাংস্টার সুখা দুনেকে

স্পেন সফর সেরে দুবাইয়ে পৌঁছলেন মমতা

Advertisement

এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ

দার্জিলিং

কালিম্পং

জলপাইগুড়ি

আলিপুরদুয়ার

কোচবিহার

উত্তর দিনাজপুর

দক্ষিণ দিনাজপুর

মালদা

মুর্শিদাবাদ

নদিয়া

পূর্ব বর্ধমান

বীরভূম

পশ্চিম বর্ধমান

বাঁকুড়া

পুরুলিয়া

ঝাড়গ্রাম

পশ্চিম মেদিনীপুর

হুগলি

উত্তর চব্বিশ পরগনা

দক্ষিণ চব্বিশ পরগনা

হাওড়া

পূর্ব মেদিনীপুর