এই মুহূর্তে




ভয়াবহ প্রাকৃতিক দুর্যোগ ফিলিপাইনে, টাইফুনে মৃত্যু অন্তত ৫৮ জনের

নিজস্ব প্রতিনিধি: ফিলিপাইন দ্বীপপুঞ্জের মধ্যাঞ্চলে আঘাত হেনেছে ভয়াবহ ঘূর্ণিঝড় কালমেগি। এর ফলে সৃষ্ট প্রবল বৃষ্টিপাত ও বন্যায় তলিয়ে গিয়েছে বহু এলাকা। ভয়াবহ প্রাকৃতিক তাণ্ডবে অন্তত ৫৮ জন নিহত হয়েছেন। টাইফুনের হাত থেকে বাঁচতে কয়েক লক্ষ মানুষকে আগেই সরিয়ে নেওয়া হয়েছিল, কিন্তু শেষ রক্ষা হল কই।

দেশের সরকারি আধিকারিকরা জানিয়েছেন মঙ্গলবার ভোরের দিকে কালমেগি আঘাত আনতে শুরু করেছিল। বুধবার জোড়ালোভাবে আঘাত হানতে সক্ষম হয় সে।  জানা গিয়েছে কালমেগির প্রভাবে দেশের মধ্যাঞ্চলীয় সেবু দ্বীপের সকল শহর প্লাবিত হয়েছে।

সেদিন বেসামরিক প্রতিরক্ষা বিষয়ক উপ-প্রশাসক নাফাইলিত আলেক্সান্দ্রা জানিয়েছেন এখনও পর্যন্ত ২১ জনের প্রাণহানি হয়েছে। এমন তথ্যও নিশ্চিত করা হয়েছে টাইফুনের তাণ্ডবের প্রাণহানি সংখ্যা বেড়েছে ৫৮ জন। তাদের কাছে আসা তথ্য অনুযায়ী বেশিরভাগ মানুষই জলে ডোবার কারণে মারা গিয়েছেন।

সেবুর তথ্য আধিকারিক রন রামোস বলেন ঝড়ের সম্ভাব্য গতিপথ থেকে প্রায় চার লক্ষ মানুষকে আগেই সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে। কালমেগি আঘাত হানার আগের ২৪ ঘন্টায় প্রাদেশিক রাজধানী সেবুর আশেপাশের এলাকায় ১৮৩ মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।

মঙ্গলবার সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে দেওয়া একটি পোস্টে প্রাদেশিক গভর্নর পামেলা বারিকুয়াত্র বলেছেন, “সেবুর পরিস্থিতি সত্যিই ভয়াবহ। আমরা ভেবেছিলাম বিপদ ডেকে আনবে প্রবল বাতাস। কিন্তু পরে দেখা যায় আসল সমস্যা জল। ২৮ বছর ধরে আমি এখানে রয়েছি, কোনওদিন এর আগে এমন হয়নি।”  

বর্তমানে টাইফুন কালমেগি ফিলিপাইন্স দ্বীপপুঞ্জ অতিক্রম করেছে ওই এলাকায় ঘণ্টায় ১৩০ কিলোমিটার গতিবেগে বাতাস বইছে। দমকা হওয়ার গতি ১৮০ কিলোমিটার পর্যন্ত পৌঁছিয়েছে। ফিলিপাইনের প্রতি বছর গড়ে কমপক্ষে কুড়িটি ঝড় এবং টাইফুন আঘাত হানে।

ব্যবস্থাপনা বিভাগের কর্মকর্তা আলেজান্দ্রো জানিয়েছেন মঙ্গলবার বিকেলের দিকে ত্রাণ তৎপরতায় সহায়তা করার সময় একটি বিমান উত্তর মিন্দানাও দ্বীপে বিধ্বস্ত হয়েছে। দেশটির সামরিক বাহিনীর পূর্ব মিন্দানাও কম্যান্ড এক বিবৃতিতে জানিয়েছে প্রবল ঝড়ের মাঝে ত্রাণ কার্যক্রমে সহায়তা করতে গিয়ে উপকূলীয় শহর বুতুয়ানের পাশে থাকা সুপার হিঊই উড়োজাহাজ বিধ্বস্ত হয়েছে।

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

পাগলামি করতে করতে ক্লান্ত, অনুষ্ঠানে ঘুমিয়ে পড়লেন ট্রাম্প

নামেই হয়েছে যুদ্ধবিরতি চুক্তি, গাজায় ইজরায়েলের হামলায় মৃতের সংখ্যা ছাড়াল ৬৯ হাজার

এক রাতে ইউক্রেনে ৫০৩ বার হামলা চালাল রাশিয়া

ট্রাম্পের বন্দিশালা থেকে ৩১ দিন পর মুক্তি পেলেন ৬৪ বছর বয়সী বাংলাদেশি মাসুমা খান

‘যুদ্ধের জন্য তৈরি’, পাকিস্তানকে হুমকি আফগানিস্তানের তালিবান সরকারের

‘কালমায়েগি’ তাণ্ডবে লণ্ডভণ্ড ফিলিপাইন, এবার ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘ফাং-ওং’

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ