এই মুহূর্তে

আমেরিকার পর ব্রিটেন, নিষেধাজ্ঞার আওতায় পুতিনের মেয়েরা

আন্তর্জাতিক ডেস্ক:  আমেরিকার পর এবার রুশ প্রেসিডেন্টের মেয়েদের ওপর নিষেধাজ্ঞা জারি করল ব্রিটেন। বুচার ঘটনা প্রকাশ্যে আসতেই ব্রিটেন, আমেরিকা, ইউরোপীয় ইউনিয়ন রুশ অর্থনীতিকে আঘাত করতে একের পর এক নিষেধাজ্ঞা জারি করে। রাশিয়া থেকে আমদানির ওপর নিষেধাজ্ঞা জারি করে। সেই নিষেধাজ্ঞায় এবার নতুন সংযোজন।

শুক্রবার ব্রিটিশ প্রশাসনের তরফে এক বিবৃতিতে নিষেধাজ্ঞার আওতায় পুতিনের দুই মেয়ে কাতেরিনা তিখনোভা ও মারিয়া ভরোন্তসোভার নিয়ে আসা হয়। পাশাপাশি রুশ বিদেশমন্ত্রী সেরগেই লাভরভের মেয়ে সেরগেইভনা ভিনোকুরভার ওপরও নিষেধাজ্ঞা জারি করা হয়। এই নিষেধাজ্ঞার জেরে তাঁরা  ব্রিটেনে প্রবেশ করতে পারবেন না। পাশাপাশি ব্রিটেনে তাঁদের সমস্ত সম্পত্তি বাজেয়াপ্ত করা হবে। এর আগে আমেরিকা একই ভাবে রুশ প্রেসিডেন্টের দুই মেয়ে ও রুশ বিদেশমন্ত্রীর মেয়ের ওপর নিষেধাজ্ঞা জারি করে।

পুতিনের দুই মেয়ে সম্পর্কে বিস্তারিত কোনও তথ্য সেভাবে কোনোদিন প্রকাশ্যে আসেনি। রাশিয়ার বাইরে আদৌ রুশ প্রেসিডেন্টের দুই মেয়ের কোনও সম্পত্তি রয়েছে কি না, সেই বিষয়েও যথেষ্ট সন্দেহ রয়েছে। এই নিষেধাজ্ঞা প্রতীকি নিষেধাজ্ঞা হিসেবে ব্যবহার করতে চাইছে  ব্রিটেন।

পুতিনের দুই মেয়ে। এই দুই মেয়ের আসল নাম কী, তা কেউ জানে না। পুতিনের মেয়েদের একাধিক নাম শোনা যায়। কিন্তু কোন নামটি আসল তা ক্রেমলিনের পক্ষ থেকে নিশ্চিত করা হয়নি। বিভিন্ন সংবাদমাধ্যম দাবি করে, পুতিনের বড় মেয়ের নাম কাতেরিনা তিখনোভা ও ছোট মেয়ের নাম মারিয়া ভরোন্তসোভার।

 প্রসঙ্গত, ২০১৫ সালে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন তাঁর দুই মেয়ের সম্পর্কে একাধিক তথ্য দিয়েছিলেন। তবে সেই সময় তিনি দুই মেয়ের নাম উল্লেখ করেননি। তিনি বলেছিলেন, দুই মেয়ে রাশিয়ার বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা করেছেন। একাধিক বিদেশি ভাষায় তাঁরা সাবলীলভাবে কথা বলে যেতে পারেন। তাঁর বড় মেয়ে নোমেনকো নামের একটি সংস্থার প্রতিষ্ঠাতা। এই সংস্থাটি রাশিয়ার বৃহত্তম বেসরকারি স্বাস্থ্য বিনিয়োগ সংস্থা। ছোট মেয়ের মস্কো স্টেট ইউনিভার্সিটিতে আর্টিফিসিয়াল ইন্টেলিজেন্স ইনস্টিটিউট রয়েছে। ভ্লাদিমির পুতিনের দুই মেয়ের কোনও ছবি এখনও পর্যন্ত প্রকাশ্যে আসেনি।

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

৭০ হাজার সরকারি কর্মীকে বরখাস্ত করবে আর্জেন্টিনার প্রেসিডেন্ট

প্রথমবার ইতালিতে মাইকে বাজবে আজান

বিনে পয়সায় ‘এক্স’ হ্যান্ডেলে মিলবে নীল চিহ্ন, বড় ঘোষণা ইলন মাস্কের

রদবদল ইউক্রেনের নিরাপত্তা পরিষদে,  বরখাস্ত হলেন শীর্ষ কর্মকর্তা

মাইক্রোসফট উইন্ডোজের শীর্ষ পদে মাদ্রাজ আইআইটির প্রাক্তনী

নীল ছবির নায়িকাকে ঘুষের মামলায় ১৫ এপ্রিল শুরু ট্রাম্পের বিচার

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ

দার্জিলিং

কালিম্পং

জলপাইগুড়ি

আলিপুরদুয়ার

কোচবিহার

উত্তর দিনাজপুর

দক্ষিণ দিনাজপুর

মালদা

মুর্শিদাবাদ

নদিয়া

পূর্ব বর্ধমান

বীরভূম

পশ্চিম বর্ধমান

বাঁকুড়া

পুরুলিয়া

ঝাড়গ্রাম

পশ্চিম মেদিনীপুর

হুগলি

উত্তর চব্বিশ পরগনা

দক্ষিণ চব্বিশ পরগনা

হাওড়া

পূর্ব মেদিনীপুর