এই মুহূর্তে

WEB Ad Valentine 3

WEB Ad_Valentine

রাজস্থান ম্যাচে পাওয়ার প্লে-তে অতিরিক্ত রান দেওয়াতেই হার: ধোনি

নিজস্ব প্রতিনিধি: চলতি আইপিএল-এ গত বৃহস্পতিবার চেন্নাই সুপার কিংসকে ৩২ রানে হারতে হয়েছে রাজস্থানের কাছে। এই ম্যাচ হেরেই ফের এক নম্বর স্থান থেকে দু নম্বরে নেমে এসেছে চেন্নাই সুপার কিংস। রাজস্থান ম্যাচে হারের অন্যতম কারণ হিসেবে চেন্নাই অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি মনে করেন পাওয়ার প্লে-তে অতিরিক্ত রান দেওয়াই তাঁর দলের এই ম্যাচে পরাজয়ের অন্যতম কারণ।

চেন্নাই অধিনায়ক আরও বলেন, রাজস্থানের বিপক্ষে এই রান খুব একটা বড় টার্গেট ছিল না। তবে প্রথম ছ ওভারে আমরা সেইভাবে রান তুলতে পারিনি। যেটা আমাদের আরও তোলা দরকার ছিল। উইকেটের অবস্থাও সেই সময় যথেষ্ট ভালো ছিল। তবুও আমাদের ম্যাচটা ৩২ রানে হারতে হল।

চেন্নাই অধিনায়কের মতে, রাজস্থান দল এই প্রথম ছ ওভারেই আমাদের টেক্কা দিয়েছে। সঞ্জুর দুই ওপেনার যশস্বী ও বাটলার দূরন্ত সূচনা করেছে। যশস্বী ৪৩ বলে ৭৭ এবং বাটলারের ২১ বলে ২৭ রান যথেষ্ট তাৎপর্যপূর্ণ। ওঁরা দুজনের জুটিতেই আসে ৮.২ ওভারে আসে ৬৪ রান।

ধোনি আরও বলেন, সেই সময় প্রতিটি অধিনায়কই তাঁর বোলারদের কাছে আশা করেন যে, তাঁরা সঠিক নিশানায় বল করবেন এবং ফিল্ডাররাও বাউন্ডারি লাইনে রান বাঁচানোর পাশাপাশি ক্যাচও মিস করবেন না। তাঁর মতে, যশস্বী এবং জরুল শেষ অবধি দূরন্ত ব্যাটিং করেছে। জুরুল যেভাবে ১৫ বলে ৩৪ রানের ইনিংস খেললো ওইখানেই ম্যাচের ফলাফল নির্ধারণ হয়ে যায়।

আরও জানেত পড়ুন: ব্রিজ ভূষণের বিরুদ্ধে মামলা দায়ের দিল্লি পুলিশের

এরপরই যশস্বীর ব্যাটিং-এর ভূযসী প্রশংসা করেন চেন্নাই অধিনায়ক। ও প্রতিটি বল অত্যন্ত দেখে শুনে শট নিয়েছে তেমনি বোলারদের উচিত ছিল ওঁকে সেইভাবেই বল করা। তবে জুরুলকে রাজস্থানের উচিত আরও আগে নামানো। বিশেষ করে প্রথম ছয় ওভারের মধ্যে।

উল্লেখ্য, এই ম্যাচে ধোনি বল হাতে যাঁর ওপর ভরসা করেছিলেন শ্রীলঙ্কার বোলার পাথিয়ারানা অধিনায়ককে সেইভাবে ভরসা দিতে পারলেন না। মাত্র ৪ ওভার বল করে ৪৮ রান দিয়েছেন এই বোলার।

এই সমন্ধে বলতে গিয়ে মহেন্দ্র সিং ধোনি বলেন, আমি মনে করি পাথিয়ারানা বোলিং কোয়ালিটি অত্যন্ত ভালো। রাজস্থান ম্যাচে বল ও খারাপ করেনি ঠিক কথাই, তবে পাথিয়ারানা রানটা একটু বেশিই দিয়েছে। এটা একটা দিন হতেই পারে।

অন্য দিকে রাজস্থান অধিনায়ক সঞ্জু স্যামসন বলেন, চেন্নাই ম্যাচে আমরা জয় পেয়েছি আমাদের ব্যাটার যশস্বী, জুরুল এব দেবদূত পাড়িকল্লরে দূরন্ত ব্যাটিং-এর জন্যই। সত্যিই আমি আমার ছেলেদর পারফরম্যান্সে অভিভূত। তরুণ ব্যাটার হিসেবে ওঁদের অসাধারণ পারফরম্যান্স আমাকে বাকরুদ্ধ করে দিয়েছে। প্রতিটি ম্যাচের আগে ড্রেসিংরুমে আমি ওঁদের এই বলেই উৎসাহ দিই, যতক্ষণ ক্রিজে থাকবে বিপক্ষকে আক্রমণ, আক্রমণ এবং ক্রমাগত আক্রমণ করে যাও। ওঁরা সেই স্ট্র্যাটেজিতেই ব্যাটিং করছে।

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

দিল্লিকে হারিয়ে প্লেঅফে ওঠার লড়াই জমিয়ে দিল বেঙ্গালুরু

রাজস্থানকে হারিয়ে প্লে অফে যাওয়ার আশা জিইয়ে রাখল চেন্নাই

রাজস্থানকে ১৪১ রানে থামিয়ে দিল চেন্নাই সুপার কিংস

৩ ম্যাচ বাকি থাকতেই সৌদি প্রিমিয়ার লিগ জয় নিশ্চিত নেইমারের দলের

দিল্লির বিরুদ্ধে মরণ-বাঁচনের ম্যাচে নামছে বেঙ্গালুরু

প্লে অফে যাওয়ার লক্ষ্যে রাজস্থানের বিরুদ্ধে জিততে মরিয়া চেন্নাই

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ

দার্জিলিং

কালিম্পং

জলপাইগুড়ি

আলিপুরদুয়ার

কোচবিহার

উত্তর দিনাজপুর

দক্ষিণ দিনাজপুর

মালদা

মুর্শিদাবাদ

নদিয়া

পূর্ব বর্ধমান

বীরভূম

পশ্চিম বর্ধমান

বাঁকুড়া

পুরুলিয়া

ঝাড়গ্রাম

পশ্চিম মেদিনীপুর

হুগলি

উত্তর চব্বিশ পরগনা

দক্ষিণ চব্বিশ পরগনা

হাওড়া

পূর্ব মেদিনীপুর