এই মুহূর্তে




শাহি রিপোর্ট তলব, নজরে কলকাতায় ভাগবতের নিরাপত্তা

Courtesy - Google




নিজস্ব প্রতিনিধি: যে কয়েক জন ‘ভিভিআইপি’র নিরাপত্তা নিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক(Central Home Minister) সর্বদা সজাগ, তাঁদের এক জন হলেন সঙ্ঘপ্রধান(RSS Chief) মোহন ভাগবত(Mohon Bhagawat)। গত মঙ্গলবার রাতে তৃণমূলের(TMC) সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়(Abhishek Banerjee)-সহ তৃণমূলের শীর্ষনেতাদের নয়াদিল্লির কৃষি ভবন থেকে আটক করে নিয়ে যাওয়া হয় দিল্লির মুখার্জিনগর থানায়। সেই খবর ছড়িয়ে পড়ায় পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্তে শুরু হয়েছিল তৃণমূলের বিক্ষোভ। ঘটনাচক্রে, ওই দিন রাতে উত্তর কলকাতায়(Kolkata) রাষ্ট্রীয় স্বয়ংসেবক সঙ্ঘ (আরএসএস) দফতর কেশব ভবনে(Keshab Bhawan) ছিলেন সঙ্ঘপ্রধান ভাগবত। অভিষেক-সহ তৃণমূল নেতৃত্বের ‘হেনস্থা’র প্রতিবাদে স্থানীয় তৃণমূল কর্মীরা কেশব ভবনের সামনে জড়ো হন। দিল্লিতে নেতাদের হেনস্থা ও আটক করার প্রতিবাদে শুরু হয় বিক্ষোভ। দ্রুত স্থানীয় পুলিশ-প্রশাসন এসে পরিস্থিতি সামাল দেয়। সরিয়ে নিয়ে যাওয়া হয় বিক্ষোভরত তৃণমূল কর্মীদের। লালবাজার সূত্রে জানা গিয়েছে, সেই ঘটনা নিয়ে সেদিন রাতেই বিশেষ রিপোর্ট তলব করেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ(Amit Shah)।

মঙ্গলবার কেশব ভবনের সামনে তৃণমূলের কর্মীসমর্থকদের বিক্ষোভের খবর কলকাতায় কর্মরত কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার আধিকারিকদের মারফত পৌঁছে যায় কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকে। তারপরেই কয়েক জন গোয়েন্দা আধিকারিককে পাঠানো হয় কেশব ভবনে। সেখানে গিয়ে তাঁরা পরিস্থিতি প্রসঙ্গে অবগত হন। কেশব ভবনের দায়িত্বে থাকা কর্তাব্যক্তিদের সঙ্গে যেমন কথা হয়, তেমনই ঘটনা প্রসঙ্গে পূর্ণাঙ্গ বিবরণ জানতে রাজ্য প্রশাসনের আধিকারিকদের সঙ্গেও বিষয়টি নিয়ে সংক্ষিপ্ত আলোচনা হয় কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার আধিকারিকদের। এর পর দ্রুত বিষয়টি ফোনেই দিল্লিকে জানানো হয়। তারপরে রাতেই ওই ঘটনা নিয়ে পূর্ণাঙ্গ রিপোর্টও পাঠাতে বলা হয় কলকাতায় কর্মরত কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার আধিকারিকদের। তাঁরাও সেই মতো রিপোর্ট পাঠিয়ে দেন। তবে ওই রিপোর্ট পাওয়ার পর স্বরাষ্ট্র মন্ত্রক থেকে কোনও পদক্ষেপ করা হবে কিনা সে বিষয়ে কলকাতার বিভাগকে কিছু জানানো হয়নি। রিপোর্টে মূলত জানতে চাওয়া হয়েছিল, ভাগবতের নিরাপত্তাজনিত কোনও সমস্যা ওই দিন দেখা দিয়েছিল কিনা!




Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

বড়তলায় পথশিশুকে নির্যাতনের ঘটনায় দোষী রাজীবের ফাঁসির সাজা

বৃহস্পতিবার থেকে টানা ৪ দিনের জন্য বন্ধ মেট্রো পরিষেবা

যোগেশচন্দ্র কলেজে সরস্বতী পূজো বির্তকে শুভেন্দুকে মোক্ষম জবাব মমতার

‘মহাকুম্ভ তো এখন মৃত্যুকুম্ভ হয়ে গিয়েছে’, যোগী প্রশাসনকে খোঁচা মমতার

‘জঙ্গি যোগ প্রমাণিত হলে মুখ্যমন্ত্রিত্ব ছাড়ব’, শুভেন্দুকে চ্যালেঞ্জ মমতার

কেমন চলছে মাধ্যমিক পরীক্ষা? সারপ্রাইজ ভিজিটে ভবানীপুরের স্কুলে হাজির মমতা

Advertisement




এক ঝলকে
Advertisement




জেলা ভিত্তিক সংবাদ

দার্জিলিং

কালিম্পং

জলপাইগুড়ি

আলিপুরদুয়ার

কোচবিহার

উত্তর দিনাজপুর

দক্ষিণ দিনাজপুর

মালদা

মুর্শিদাবাদ

নদিয়া

পূর্ব বর্ধমান

বীরভূম

পশ্চিম বর্ধমান

বাঁকুড়া

পুরুলিয়া

ঝাড়গ্রাম

পশ্চিম মেদিনীপুর

হুগলি

উত্তর চব্বিশ পরগনা

দক্ষিণ চব্বিশ পরগনা

হাওড়া

পূর্ব মেদিনীপুর