এই মুহূর্তে

WEB Ad Valentine 3

WEB Ad_Valentine

এসএসসি’র মামলা থেকে সরে দাঁড়াল আরও এক বেঞ্চ

নিজস্ব প্রতিনিধি: একের পর এক মুখ ফেরানোর পালা। এসএসসি’র(SSC) মামলা থেকে মঙ্গলবার সরে দাঁড়ালো কলকাতা হাইকোর্টের(Calcutta High Court) আরও এক ডিভিশন বেঞ্চ(Division Bench)। এদিন সামনে এসেছে বিচারপতি জয়মাল্য বাগচীর(Justice Joymalya Bagchi) ডিভিশন বেঞ্চও সরে দাঁড়িয়েছে এসএসসি’র মামলা থেকে। এই নিয়ে দুই দিনে এসএসসি’র মামলা থেকে চার চারটি ডিভিশন বেঞ্চ এই মামলার শুনানি থেকে সরিয়ে দাঁড়িয়েছে। কোনও বেঞ্চের তরফে থেকেই কিন্তু সেভাবে কোনও গুরুত্বপূর্ণ কারণ তুলে ধরা হয়নি ওইসব মামলা থেকে সরে আসার জন্য। হয় সময়ের অভাব নতুন ব্যক্তিগত কারণ দেখিয়ে একের পর এক বিচারপতি এসএসসি’র মামলা থেকে সরে যাচ্ছেন। খালি বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের সিঙ্গেল বেঞ্চ এই নিয়ে নিয়মিত ভাবে শুনানি চালিয়ে যাচ্ছে।

সোমবার ছিল এসএসসি’র গ্রুপ-ডি নিয়ে দুর্নীতির অভিযোগে দায়ের হওয়া মামলাটি সহ মোট ১০টি মামলার শুনানির দিন। সেই সব মামলার মধ্যে ছিল এসএসসি’র চার উপদেষ্টার সিবিআই জেরা থেকে অব্যাহতি দেওয়ার মামলাটিও। কিন্তু সোমবার সকালেই কলকাতা হাইকোর্টের বিচারপতি হরিশ ট্যান্ডন জানিয়ে দেন, ব্যক্তিগত কারণের জন্য তিনি ওই সব মামলা থেকে সরে যাচ্ছেন। শুধু তাই নয়, এসএসসি’র সব মামলা থেকে নিজেদের সরে যায় বিচারপতি হরিশ ট্যান্ডন ও বিচারপতি রবীন্দ্র সামন্তের ডিভিশন বেঞ্চ। এরপর কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তব এসএসসি’র চার উপদেষ্টার সিবিআই-য়ের জেরা থেকে রেহাই পাওয়ার মামলাটি বিচারপতি টি এস শিবজ্ঞানমের ডিভিশন বেঞ্চে পাঠান। কিন্তু সেই বেঞ্চও মামলাটি শুনতে অস্বীকার করে। তার জেরে মামলা যায় বিচারপতি সৌমেন সেনের ডিভিশন বেঞ্চে। কিন্তু তিনিও সেই মামলা ফিরিয়ে দেন। এরপর ঠিক হয় মামলার শুনানি হবে মঙ্গলবার বিচারপতি জয়মাল্য বাগচীর ডিভিশন বেঞ্চে।

কিন্তু এদিন সেই মামলা শুনতে অস্বীকার করে দেয় বিচারপতি জয়মাল্য বাগচী এবং বিচারপতি বিভাস পট্টনায়কের ডিভিশন বেঞ্চ। এদিন তাঁরা স্পষ্ট জানিয়ে দেন, এসএসসি’র চার উপদেষ্টার সিবিআই জেরা থেকে রেহাই পাওয়ার আবেদন সংক্রান্ত মামলাটি শুনতে তাঁরা বিন্দুমাত্র আগ্রহী নন। বরঞ্চ ওই ৪ কর্তার আইনজীবীদের বিচারপতি কটাক্ষের সুর হেনেই বলেন, ‘যখন খুশি এলেই হবে না। নিয়ম মেনে কাজ করুন।’ উল্লেখ্য, সোমবার কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় নির্দেশ দিয়েছিলেন, এসএসসির চার কর্তাকে কাল সিবিআই-য়ের কার্যালয়ে হাজিরা দিতেই হবে। সেই দায়িত্ব যাতে যথাযথ ভাবে পালিত হয় তা দেখতে তিনি পুলিশকেও সেই নির্দেশের মধ্যে জুড়ে দেন। তার জেরেই ওই চার কর্তাকে গতকাল সন্ধ্যা ৬টা নাগাদ নিজাম প্যালেসে সিবিআই-য়ের কার্যালয়ে পৌঁছে দেয় পুলিশ। সেখানে তাঁদের প্রায় ৬ ঘন্টা ধরে জিজ্ঞাসাবাদ করা হয়। সেই জেরার রিপোর্ট এদিন যেমন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের সিঙ্গেল বেঞ্চে সিবিআই জমা দিয়েছে তেমনি বিচারপতি এদিন আবারও নির্দেশ দিয়েছেন যে এসএসসি’র মুখ্য উপদেষ্টা শান্তিপ্রসাদকে এদিন দুপুর ৩টের মধ্যে ফের নিজাম প্যালেসে সিবিআই-য়ের কার্যালয়ে হাজিরা দিতে হবে জেরার জন্য।

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

RERA’র নির্দেশে সুদে আসলে ২১ লক্ষ টাকা ফেরত পেলেন বৃদ্ধ দম্পতি

এপ্রিলে মমতার বাংলায় GST আদায় বাড়ল ১৩ শতাংশ

সাতসকালে গেঞ্জি কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ড

রাজ্যপালের বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ, ‘SET’ গঠন লালবাজারের

ডায়মন্ড হারবার ও আনন্দপুর থানার ওসিকে সরিয়ে দিল নির্বাচন কমিশন

তিলজলায় প্রচন্ড গরমে পুকুরে স্নান করতে নেমে ৩ কিশোরের মর্মান্তিক মৃত্যু

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ

দার্জিলিং

কালিম্পং

জলপাইগুড়ি

আলিপুরদুয়ার

কোচবিহার

উত্তর দিনাজপুর

দক্ষিণ দিনাজপুর

মালদা

মুর্শিদাবাদ

নদিয়া

পূর্ব বর্ধমান

বীরভূম

পশ্চিম বর্ধমান

বাঁকুড়া

পুরুলিয়া

ঝাড়গ্রাম

পশ্চিম মেদিনীপুর

হুগলি

উত্তর চব্বিশ পরগনা

দক্ষিণ চব্বিশ পরগনা

হাওড়া

পূর্ব মেদিনীপুর