এই মুহূর্তে

WEB Ad Valentine 3

WEB Ad_Valentine

‘কমিশনকে বলব বহরমপুরের ভোট যেন পিছিয়ে দেওয়া হয়’, মন্তব্য কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির

Courtesy - Google

নিজস্ব প্রতিনিধি: উনিশের লোকসভা নির্বাচনে এ রাজ্য থেকে কংগ্রেস যে ২টি আসনে জয়লাভ করেছিল, তার মধ্যে অন্যতম হল মুর্শিদাবাদ জেলার(Murshidabad District) বহরমপুর লোকসভা কেন্দ্র(Baharampur Constituency)। এই কেন্দ্র থেকে ১৯৯৯ সাল থেকে টানা জিতে আসছেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীররঞ্জন চৌধুরী। এবারেও তিনি সেখানে কংগ্রেস প্রার্থী হিসাবে ভোটে লড়াই করছেন। রামনবমীর(Ram Navami) দিন সেই বহরমপুর লোকসভা কেন্দ্রের রেজিনগর বিধানসভা কেন্দ্রের শান্তিপুর এলাকায় গোষ্ঠী সংঘর্ষের ঘটনায় এদিন অর্থাৎ মঙ্গলবার কড়া পদক্ষেপ করল কলকাতা হাইকোর্ট(Calcutta High Court)। এদিন আদালতে কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি টি এস শিবজ্ঞানম(Chief Justice T S Sivagnanam) শুনানিকালে জানান, ‘যেখানে মানুষ ৮ ঘণ্টা শান্তিপূর্ণ ভাবে নিজেদের উৎসব পালন করতে পারেন না, সেখানে এই মুহূর্তে ভোটের প্রয়োজন নেই। এই ঘটনায় কে প্ররোচনা দিল, তা জানা দরকার। রাজ্য এবং কেন্দ্রীয় সংস্থাগুলি চাইলে হলফনামা জমা করতে পারে। আমরা নির্বাচন কমিশনকে বলব যে বহরমপুর লোকসভা কেন্দ্রের নির্বাচন যেন পিছিয়ে দেওয়া হয়।’ যদিও এই মর্মে এখনও কমিশনের তরফে কিছু জানানো হয়নি।

রামনবমীর মিছিলকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে উঠেছিল মুর্শিদাবাদের রেজিনগর এলাকা। অভিযোগ ওঠে, রেজিনগরের শান্তিপুর এলাকা দিয়ে যখন মিছিল যাচ্ছিল, তখন কয়েক জন বাড়ির ছাদ থেকে ইট ছোড়েন। এমনকি, বোমাবাজি করার অভিযোগ ওঠে। পরিস্থিতি সামাল দিতে পুলিশকে র‌্যাফ নামাতে হয়। এই ঘটনায় কয়েক জন আহত হয়েছেন বলেও খবর। সেই ঘটনার জেরে কলকাতা হাইকোর্টে মামলা ঠোকে বঙ্গ বিজেপি। তাঁদের দাবি ছিল এই ঘটনায় NIA-কে তদন্ত করতে দেওয়া হোক। এদিন কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চে এই মামলার শুনানি ছিল। সেই শুনানিতে মামলাকারীর পক্ষের আইনজীবী প্রধান বিচারপতির সামনে রামনবমীতে অশান্তির ঘটনা নিয়ে উদ্বেগ প্রকাশ করেন। শুধু বহরমপুর নয়, রামনবমীর দিন রাজ্যে যে সব জায়গা থেকে অশান্তির ঘটনার অভিযোগ উঠেছিল, সেই সব ঘটনার কথাও আদালতে জানানো হয় মামলাকারীর তরফে।

তখনই বিচারপতি এই অশান্তির ঘটনায় উদ্বেগ প্রকাশ করেন। তার পরই তিনি তাঁর পর্যবেক্ষণে বহরমপুরের ভোট পিছিয়ে দেওয়ার প্রসঙ্গ টানেন। একই সঙ্গে তিনি এই প্রসঙ্গে জানিয়ে দেন, রামনবমীর দিন ঠিক কী ঘটেছিল, তা রিপোর্ট দিয়ে আদালতকে জানাতে হবে রাজ্যকে। আগামী ২৬ এপ্রিল এই মামলার পরবর্তী শুনানি রয়েছে। তিনি এটাও জানিয়েছেন, প্রয়োজনে কেন্দ্র এবং রাজ্যের তদন্তকারী সংস্থাগুলি চাইলে হলফনামা দাখিল করতে পারবে। একই সঙ্গে রামনবমীর দিন মুর্শিদাবাদের বিভিন্ন জায়গায় সে সব অশান্তির ঘটনা ঘটেছে তার যত ভিডিয়ো ফুটেজ পাওয়া যাবে সেগুলিকে সংরক্ষণ করতে হবে বলে এদিন হাইকোর্ট নির্দেশ দিয়েছে। মুর্শিদাবাদ পুলিশ জেলার সুপারকেও আলাদা করে রেজিনগরের ঘটনার রিপোর্ট আদালতে জমা দিতে বলেছেন হাইকোর্টের প্রধান বিচারপতি।

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

রাজ্যপালের বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ, ‘SET’ গঠন লালবাজারের

ডায়মন্ড হারবার ও আনন্দপুর থানার ওসিকে সরিয়ে দিল নির্বাচন কমিশন

তিলজলায় প্রচন্ড গরমে পুকুরে স্নান করতে নেমে ৩ কিশোরের মর্মান্তিক মৃত্যু

শনিবার থেকে উত্তরবঙ্গে এবং রবিবার থেকে দক্ষিণবঙ্গে ঝড় – বৃষ্টি শুরু হবে

সুবীরেশ-কল্যাণময়কে নিয়োগ করেছিলেন রাজ্যপাল, তথ্য পেশ তাঁদের আইনজীবীর

চাকরিহারাদের পাশে দাঁড়িয়ে মোদিকে পাল্টা বিঁধলেন মমতা

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ

দার্জিলিং

কালিম্পং

জলপাইগুড়ি

আলিপুরদুয়ার

কোচবিহার

উত্তর দিনাজপুর

দক্ষিণ দিনাজপুর

মালদা

মুর্শিদাবাদ

নদিয়া

পূর্ব বর্ধমান

বীরভূম

পশ্চিম বর্ধমান

বাঁকুড়া

পুরুলিয়া

ঝাড়গ্রাম

পশ্চিম মেদিনীপুর

হুগলি

উত্তর চব্বিশ পরগনা

দক্ষিণ চব্বিশ পরগনা

হাওড়া

পূর্ব মেদিনীপুর