এই মুহূর্তে




JMB’র মাধ্যমে বাংলার ৭ জেলায় Terror Network তৈরির পরিকল্পনা নিয়েছে ISI

Courtesy - Google




নিজস্ব প্রতিনিধি: প্রতিবেশীর ঘরে আগুন লাগলে কখনই নিজেরা নিরাপদে থাকা যায় না। আগুনের আঁচ এসে পড়ে নিজেদের ঘরেও। সেই আঁচের প্রভাব এখন এপার বাংলাতে(West Bengal) বেশ বিলক্ষণ মিলছে। ওপার বাংলায়(Bangladesh) হাসিনা বিদায়ের পরে যে চূড়ান্ত অরাজকতা চলছে তার জেরে সেখানে পূর্ণ ক্ষমতা উপভোগ করছে পাকিস্তানের গুপ্তচর সংস্থা Inter-Services Intelligence বা ISI। কার্যত এই গুপ্তচর সংস্থাই যে হাসিনা বিদায়ের ব্লুপ্রিন্ট তৈরি করেছিল সেটা এখন অনেকটাই পরিষ্কার। এখন সেই ISI উঠেপড়ে লেগেছে বাংলাদেশের এই অরাজক অশান্ত পরিবেশকে হাতিয়ার করে এপার বাংলায় জঙ্গি নেটওয়ার্ক বা Terror Network ছড়িয়ে দিতে। এই কাজের জন্য তাঁরা মাঠে নামাচ্ছে বাংলাদেশের জঙ্গি সংগঠন জামাত-উল-মুজাহিদিনকে যারা কিনা JMB নামে বেশি পরিচিত এবং বাংলাদেশে হাসিনা বিদায়ের পরে দেশজুড়ে চূড়ান্ত নৃশংসতা চালিয়ে অসংখ্য মানুষের খুনখারাপি ঘটিয়ে চলেছে। এবার ISI সেই JMB-কে দায়িত্ব দিয়েছে বাংলার ৭টি জেলায় Terror Network তৈরি করার। এই ব‌্যাপারে রাজ‌্য পুলিশ(WBP) ও কলকাতা পুলিশের(KP) গোয়েন্দাদের সতর্ক করেছেন কেন্দ্রীয় গোয়েন্দারা।  

আরও পড়ুন, মমতার মাস্টারস্ট্রোক, ভূমিহীন আবাস উপভোক্তারা সর্বাধিক ২ কাঠা করে জমি পাবেন

এপার বাংলায় JMB’র কার্যকলাপ নতুন কিছু নয়। খাগড়াগড়ে বিস্ফোরণের নেপথ্যে ছিল তাঁরাই। সেই ঘটনার পরে রাজ‌্য-সহ দেশের বিভিন্ন জায়গা থেকে গ্রেফতার হতে শুরু করে JMB নেতা ও Link Man-রা। কলকাতা থেকেও গ্রেফতার হয় অনেকে। তারপরেও নানা ঘটনায় সামনে এসেছে যে এই রাজ্যে নিজেদের সংগঠন বাড়াতে চাইছে বাংলাদেশের এই জঙ্গি দলটি। এখন ISI তাদের নির্দেশ দিয়েছে এপার বাংলায় যে সব শিক্ষা প্রতিষ্ঠান সরকারের অনুমোদিত নয় সেই সব শিক্ষা প্রতিষ্ঠানে ঘাঁটি গেড়ে সেখানে সন্ত্রাসবাদের শিকড় ছড়িয়ে দিতে হবে। ISI’র তরফে JMB-কে এটাও বলে দেওয়া হয়েছে যে, প্রথম দফায় মালদা, মুর্শিদাবাদ ও উত্তর দিনাজপুরে এই মডিউল গড়ে তুলতে হবে। দ্বিতীয় দফায় মডিউল গড়ে তুলতে হবে দুই ২৪ পরগনা সহ বীরভূম ও নদিয়ার বুকে। একই সঙ্গে এ রাজ্যে JMB’র পুরনো স্লিপার সেলের যে সব সদস‌্যরা রয়েছেন, যারা এখন সক্রিয় নয়, তাঁদেরও সক্রিয়ে করে তোলার নির্দেশ দেওয়া হয়েছে ISI’র তরফে। সেই নির্দেশের জেরে প্রস্তুতিও নিতে শুরু করেছেন JMB নেতারা। গোটা বিষয়টি রাজ‌্য পুলিশ ও কলকাতা পুলিশের সামনে কেন্দ্রীয় গোয়েন্দারা তুলে ধরার পরে কলকাতা ও সারা রাজ‌্যজুড়ে নতুন করে নজরদারি শুরু করেছেন দুই বাহিনীতেই থাকা Special Task Force বা STF’র গোয়েন্দারা।

আরও পড়ুন, কালীপুজো-দীপাবলিতে সারা রাজ্যে ৪ হাজার কোটির বাজি বিক্রি

কেন্দ্রীয় গোয়েন্দাদের প্রদেয় তথ্য অনুযায়ী ISI’র তরফে JMB-কে বলা হয়েছে প্রথমে ছোট ছোট টিমে গিয়ে সরকারি অনুমোদিত নয়, এমন শিক্ষা প্রতিষ্ঠানগুলির শিক্ষকদের সঙ্গে যোগাযোগ করতে। প্রথমে শিক্ষকদের মগজধোলাই করে, তার পর ছাত্রদের ক্লাস নিতে হবে। ক্রমাগত মগজধোলাইয়ের পর শুরু করতে হবে নিয়োগের প্রক্রিয়া। এর পর নিয়োগ করা সদস‌্যদের প্রশিক্ষণের ব‌্যবস্থা করতে হবে। প্রয়োজনে আগের পদ্ধতিতে সদস‌্যদের পাকিস্তান অথবা পাক অধিগৃহীত কাশ্মীরে নিয়ে গিয়ে প্রশিক্ষণ দেওয়া হবে। এ ছাড়াও পরিবর্তিত পরিস্থিতিতে বাংলাদেশেও তৈরি করা হতে পারে জঙ্গি প্রশিক্ষণ শিবির। শিবিরে ওই নিয়োগ হওয়া সদস‌্যদের হাতে তুলে দেওয়া হবে অস্ত্র। তাদের শেখানো হবে বিস্ফোরক তৈরি ও প্রয়োগের উপায়। এর পর শুরু হবে নাশকতা। একই সঙ্গে স্লিপার সেলের ‘ঘুমন্ত’ সদস‌্যদের সক্রিয় করে তুলতে হবে। প্রয়োজনে টাকাও দিতে হবে তাদের। এভাবে বিশেষ কয়েকটি জায়গায় তৈরি করতে হবে নতুন জঙ্গি মডিউল। বৃদ্ধি করতে হবে জঙ্গি নেটওয়ার্ক। এর আগেও নিজেদের মতো করে এ রাজ্যে বেআইনি শিক্ষা প্রতিষ্ঠান তৈরি করেছিল JMB। এবারেও তারা সেই পথেই হাঁটা দিতে পারে বলেও মনে করা হচ্ছে।




Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

ডিভিসির জন্য ২০ লক্ষ পরিবার জল পাচ্ছে না, অভিযোগ মমতার

টেন্ডার দুর্নীতিতে চলত বড়সড় ষড়যন্ত্র, আরজিকর মামলায় দাবি সিবিআইয়ের!

নজরে ২০২৬-এর বিধানসভা নির্বাচন, তৃণমূলের বিধায়কদের একগুচ্ছ দাওয়াই মমতার

বাংলাদেশে শান্তি সেনা মোতায়েনের দাবি জানানোয় মমতাকে হুমকি মোল্লা ইউনূসের উপদেষ্টার

সপ্তাহের শুরুতেই ব্যাপক সস্তা হল সোনা, বিয়ের মাসে একধাক্কায় কতখানি কমল দাম?

বাংলাদেশ শান্তি সেনা পাঠানোর দাবি মমতার

Advertisement

এক ঝলকে
Advertisement




জেলা ভিত্তিক সংবাদ

দার্জিলিং

কালিম্পং

জলপাইগুড়ি

আলিপুরদুয়ার

কোচবিহার

উত্তর দিনাজপুর

দক্ষিণ দিনাজপুর

মালদা

মুর্শিদাবাদ

নদিয়া

পূর্ব বর্ধমান

বীরভূম

পশ্চিম বর্ধমান

বাঁকুড়া

পুরুলিয়া

ঝাড়গ্রাম

পশ্চিম মেদিনীপুর

হুগলি

উত্তর চব্বিশ পরগনা

দক্ষিণ চব্বিশ পরগনা

হাওড়া

পূর্ব মেদিনীপুর