এই মুহূর্তে

WEB Ad Valentine 3

WEB Ad_Valentine

ফের শপথের ডাক, শুক্রে কলকাতায় আসছেন ধূপগুড়ির বিধায়ক

Courtesy - Google

নিজস্ব প্রতিনিধি: আবারও রাজভবনে(Raj Bhawan Kolkata) শপথের সমারোহ(Oath Taking Ceremony) হতে চলেছে। কেননা আগামী ৩০ সেপ্টেম্বর, শনিবার শপথগ্রহণ করানো হতে পারে উত্তরবঙ্গের জলপাইগুড়ি জেলার ধূপগুড়ির নবনির্বাচিত বিধায়ক(Dhupguri TMC MLA) দল নির্মলচন্দ্র রায়ের(Nirmal Chandra Roy)। কেননা সেতা জানিয়েই রাজভবন থেকে চিঠি পাঠানো হয়েছে নির্মলবাবুকে। বৃহস্পতিবার নির্মলচন্দ্র রায়ের কাছে রাজভবনের তরফে শপথগ্রহণের জন্য চিঠি পাঠানো হয়। রাজভবনে এসেই তাঁকে শপথ নিতে বলা হয়েছে। এদিনে সকালে ধূপগুড়িতে চিঠি পৌঁছে গিয়েছে। বিধায়ক বাড়িতে না থাকায় চিঠিটি বিধায়কের হয়ে ‘রিসিভ’ করা হয়েছে। এর পরে পরেই তাঁর সঙ্গে কথা হয় তৃণমূলের পরিষদীয় দলের। পরিষদীয় দল নির্মলচন্দ্র রায়কে কলকাতা চলে আসার নির্দেশ দেয়। শুক্রবার তিনি কলকাতা আসছেন বলে তৃণমূল সূত্রে খবর।

গত ৮ সেপ্টেম্বর ধূপগুড়ি উপনির্বাচনের ফলপ্রকাশ হলেও বিধায়কের শপথ নিয়ে নানা জটিলতা তৈরি হয়। বিধানসভার স্পিকারের সঙ্গে আলোচনা না করে একতরফাভাবে ২৩ সেপ্টেম্বর অর্থাৎ গত শনিবার দিন স্থির করে বিধায়ক নির্মলচন্দ্র রায়ের কাছে চিঠি পাঠানো হয়েছিল রাজভবনের তরফে। যদিও সেই চিঠি অনেকটা দেরিতেই পান ধূপগুড়ির বিধায়ক। ততদিনে শপথের দিন পেরিয়ে গিয়েছে। এর পর বিধানসভায় ধূপগুড়ি বিধানসভা কেন্দ্রে জয়ী বিধায়ক নির্মলচন্দ্র রায়ের শপথগ্রহণের অনুমতি চেয়ে রাজ‌্যপালকে চিঠি দেন স্পিকার বিমান বন্দ্যোপাধ‌্যায়(Biman Banerjee)। কিন্তু ২৪ ঘণ্টা পরও রাজভবন থেকে কোনও উত্তর আসেনি। এর আগে স্পিকারকে এড়িয়ে ডেপুটি স্পিকারকে শপথ গ্রহণের জন‌্য রাজভবন থেকে নির্দেশ দেওয়া হলেও সেই শপথগ্রহণ হয়নি। কারণ, ডেপুটি স্পিকার রাজ‌্যপালের এই স্পিকারকে না জানিয়েই ডেপুটি স্পিকারকে দায়িত্ব দেওয়ার সিদ্ধান্ত মেনে নেননি। ফলে মনে করা হচ্ছিল, চলতি মাসে আর শপথ হবে না।  

কিন্তু বৃহস্পতিবার দুপুরে ফের তাতে পরিবর্তন ঘটল। ৩০ তারিখ অর্থাৎ শনিবার শপথের নতুন দিন স্থির করে রাজভবনের তরফে চিঠি পৌঁছয় ধূপগুড়িতে। সেইমতো পরিষদীয় দলের সঙ্গে আলোচনা করে শুক্রবারই কলকাতায় আসছেন নির্মলচন্দ্র রায়। শনিবার রাজভবনে তাঁর শপথ। আসলে পরিষদীয় দল শপথ নিয়ে ইতি টানতেই আগ্রহী। সেই কারণে রাজভবনে শপথের সিদ্ধান্ত গৃহীত হল বলে মনে করা হচ্ছে। ধূপগুড়িবাসীও অধীর আগ্রহে অপেক্ষা করছেন তাঁদের নির্বাচিত বিধায়ক শপথ নেওয়ার পরে যেন এলাকার উন্নয়নে ঝাঁপিয়ে পড়েন, তা দেখার জন্য।

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

বিজ্ঞাপনে তৃণমূলকে নিশানা, সুকান্তকে শোকজ নির্বাচন কমিশনের

ভোটের দিন হাওড়া, হুগলি ও উত্তর চব্বিশ পরগনাতে ঝড়-বৃষ্টির পূর্বাভাস

৩ মাসের ভোট গেরোয় নতুন নাম নথিভুক্তকরণ বন্ধ স্বাস্থ্যসাথীতে, বিপাকে বহু পরিবার

ভোট বড় দায়, বামেদের মুখে ঝামা ঘষে মমতার লক্ষ্মীর ভান্ডারের পাশে বৃন্দা

শ্লীলতাহানি কাণ্ডে রাজভবনে ৩ কর্মীর বিরুদ্ধে দায়ের এফআইআর

কেন এত সময় লাগছে? মানিকতলা উপনির্বাচন নিয়ে কমিশনকে ভর্ৎসনা সুপ্রিম কোর্টের

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ

দার্জিলিং

কালিম্পং

জলপাইগুড়ি

আলিপুরদুয়ার

কোচবিহার

উত্তর দিনাজপুর

দক্ষিণ দিনাজপুর

মালদা

মুর্শিদাবাদ

নদিয়া

পূর্ব বর্ধমান

বীরভূম

পশ্চিম বর্ধমান

বাঁকুড়া

পুরুলিয়া

ঝাড়গ্রাম

পশ্চিম মেদিনীপুর

হুগলি

উত্তর চব্বিশ পরগনা

দক্ষিণ চব্বিশ পরগনা

হাওড়া

পূর্ব মেদিনীপুর