এই মুহূর্তে

WEB Ad Valentine 3

WEB Ad_Valentine

পাভলভ হাসপাতালের সুপারকে তলব করল স্বাস্থ্য ভবন

নিজস্ব প্রতিনিধি: জমা পড়েছিল গুরুতর অভিযোগ। একাধিক অভিযোগে রীতিমত ধাক্কা খেয়েছে পাভলভ হাসপাতাল (PAVLOV HOSPITAL)। অভিযোগ পাওয়ার পরে হাসপাতাল পরিদর্শন করে গিয়েছিলেন স্বাস্থ্য দফতরের বিশেষ প্রতিনিধি দল। আগেই হাসপাতালকে করা হয়েছিল শোকজ। এবার সরাসরি হাসপাতালের সুপারকে তলব করল স্বাস্থ্য ভবন (SWASTHYA BHAWAN)। হাসপাতালের বেহাল পরিস্থিতি ও দুর্নীতির অভিযোগে স্বাস্থ্য ভবন নিয়েছে কড়া পদক্ষেপ।

উল্লেখ্য, মানসিক সমস্যার চিকিৎসার জন্য রজ্যের প্রথম সারির হাসপাতাল পাভলভে অব্যবস্থার অভিযোগ উঠেছিল। আর সেই অভিযোগে হাসপাতাল সুপারকে শোকজ করেছিল স্বাস্থ্য দফতর। গত এপ্রিল ও মে মাসে দু’ দফায় পাভলভ হাসপাতাল পরিদর্শন হয়। এর পর পরিদর্শনকারী দলের তরফে রিপোর্ট জমা দেওয়া হয় স্বাস্থ্য দফতরে। সেই রিপোর্টে একাধিক গুরুতর অভিযোগ তোলা হয়েছিল। হাসপাতালে অব্যবস্থা-সহ একাধিক বিষয়ে অভিযোগ তোলা হয়েছি। আর সেই অভিযোগের ভিত্তিতে পাভলভ হাসপাতালের সুপার গণেশ প্রসাদকে শোকজ করেছিল স্বাস্থ্য দফতর।

রিপোর্টে উল্লেখ করা হয়েছিল মানসিক চিকিৎসার হাসপাতাল পাভলভে মহিলা আবসিকদের দুটি ঘরে ১৩ জনকে রাখা হয়েছে। অন্ধকার, স্যাঁতস্যাঁতে ঘরে যত্রতত্র ছড়িয়ে ছিটিয়ে রয়েছে নোংরা, ভাঙা লোহা ও ধাতব বস্তু। একাধিক আবাসিকের দেহে রয়েছে ঘা ও ক্ষতচিহ্ন। হাসপাতালের সুপার ও নার্সরা আবাসিকদের দুরবস্থার দিকে নজর দেন না বলেও রিপোর্টে উল্লেখ করা হয়েছে। মানসিক ভারসাম্যহীন আবাসিকদের যে খাবার দেওয়া হয় তার গুণমাণ নিম্নমানের বলেও অভিযোগ। অস্বাস্থ্যকর পরিবেশে অপরিষ্কার পাত্রে খাবার দেওয়া হয় বলে অভিযোগ রয়েছে। অভিযোগ ছিল, ছেঁড়া পোশাকে রাখা হয় রোগীদের।

রিপোর্টে আরও বলা হয়েছিল, কলকাতা পাভলভ হাসপাতালে রোগীদের জন্য ডায়েট চার্ট বলে কিছু নেই। ডায়েট কমিটিরও অস্তিত্ব নেই।  হাসপাতালে মনোরোগ বিশেষজ্ঞ ও মনোবিদদের কাজের কোনও পরিবেশ নেই। হাসপাতালের বহির্বিভাগ ও অন্তর্বিভাগে নিয়মিত রাউন্ডের অভাব রয়েছে। রাউন্ডে আসেন না সুপার, এমনকি ডেপুটি সুপার, নার্সিং ইনচার্জ ফেসিলিটি ম্যানেজার। ইন্টার্নদের নিয়ে কাজ চালানো হচ্ছে।

সম্প্রতি, হাসপাতাল থেকে বেরিয়ে এক রোগী উঠেছিলেন এক রোগী। অসুস্থদের প্রতি উদাসীনতা নিয়েও উঠেছিল অভিযোগ। এরপরেই স্বাস্থ্য ভবন কড়া পদক্ষেপ নেওয়ার সিদ্ধান্ত নেয়। শুধু তাই নয়, প্রকৃত পরিস্থিতি যাচাই করতে হাসপাতালে ২ বার পরিদর্শন করা হয়। পরিদর্শন করেন স্বাস্থ্য দফতরের প্রতিনিধি দল। গত সোমবার করা হয়েছে দ্বিতীয় পরিদর্শন। আগেই হাসপাতালের এই দশার জন্য শোকজ করা হয়েছিল সুপারকে। তারপর মঙ্গলবার স্বাস্থ্য ভবন থেকে তলব করা হয়েছে হাসপাতালের সুপারকে। জানা গিয়েছে বিশেষ বিশেষ প্রশ্ন করে নেওয়া হবে কড়া পদক্ষেপ। উল্লেখ্য, রাজ্য সরকার বিশেষ উদ্যোগ নিয়েছে হাসপাতালের মানোন্নয়নে। রাজ্যের মুখ্যমন্ত্রী (CM) মমতা বন্দ্যোপাধ্যায়ের (MAMATA BANERJEE) বিশেষ নজর রয়েছে স্বাস্থ্য পরিষেবার দিকে।

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

তৃণমূলের নিস্ক্রিয় কর্মীদের সক্রিয় করতে উদ্যোগী সুব্রত বক্সী

১৫ মে’ র পর থেকে দক্ষিণবঙ্গে ঝড়-বৃষ্টির প্রবণতা কমবে, বাড়বে অস্বস্তিকর গরম

‘মুসলিমদের এতো নিচু করার কোনও কারণ নেই’, সংখ্যালঘুদের পাশে মমতা

শ্লীলতাহানি  কাণ্ডে রাজভবনের আরও ৪ কর্মীকে তলব লালবাজারের

‘প্রধানমন্ত্রীর প্রতিনিধি রাজভবনের লাটুসাহেব’, আবারও বোসকে নিশানা মমতার

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ

দার্জিলিং

কালিম্পং

জলপাইগুড়ি

আলিপুরদুয়ার

কোচবিহার

উত্তর দিনাজপুর

দক্ষিণ দিনাজপুর

মালদা

মুর্শিদাবাদ

নদিয়া

পূর্ব বর্ধমান

বীরভূম

পশ্চিম বর্ধমান

বাঁকুড়া

পুরুলিয়া

ঝাড়গ্রাম

পশ্চিম মেদিনীপুর

হুগলি

উত্তর চব্বিশ পরগনা

দক্ষিণ চব্বিশ পরগনা

হাওড়া

পূর্ব মেদিনীপুর