এই মুহূর্তে

WEB Ad Valentine 3

WEB Ad_Valentine

ভোট ভিক্ষা করতে গিয়ে বিমান বসুর পায়ে হাত দিয়ে প্রণাম তাপস রায়ের

নিজস্ব প্রতিনিধি: ভোট বড় বালাই। সোমবার ভর দুপুরে আলিমুদ্দিনে হঠাৎ হাজির উত্তর কলকাতা লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী তাপস রায়(Tapas Roy)। গাড়ি থেকে নেমে সোজা ঢুকে পড়েন তাপস বাবু বিমান বসুর ঘরে। সেখানে ১০ মিনিটের একান্তে আলোচনা হয় দুজনের মধ্যে। পরে বাইরে বেরিয়ে তাপস রায় সাংবাদিকদের মুখোমুখি হয়ে জানান, রাজনৈতিক সমর্থন চাইতে বর্ষীয়ান ব্যক্তির কাছে তিনি এসেছিলেন। প্রত্যক্ষদর্শীরা জানান, সিপিএমের সদর দফতর আলিমুদ্দিন স্ট্রিটে প্রবেশ করে বিমান বসুর পা ছুঁয়ে আশীর্বাদ নেন তাপস রায়। বিমান বসুর সুস্থতা কামনা করেন তিনি।

সমালোচকরা অবশ্য বলবেন, ভোট পেতে তাপস রায় পা ধরলেন বিমান বসুর। কিন্তু তাতে কিছু আসে যায় না তাপস রায়ের। কারণ এবার তার লড়াইটা সুদীপ বন্দ্যোপাধ্যায়ের(Sudip Bandopadhay) বিরূদ্ধে। ইতিমধ্যেই তাপস রায় সুদীপ বন্দ্যোপাধ্যায়কে কটাক্ষ করে মন্তব্য করেছেন উত্তর কলকাতার তৃণমূল প্রার্থী নাকি ১০০ দিনের কাজে নিযুক্ত কর্মীদের নিয়ে ভোটের প্রচার চালাচ্ছেন। এদিকে আলিমুদ্দিন স্ট্রিটে তাপস রায় পৌঁছে যেতে প্রশ্ন উঠতে শুরু করেছে উত্তর লোকসভা কেন্দ্রে বাম সমর্থিত কংগ্রেস প্রার্থী রয়েছেন প্রদীপ ভট্টাচার্য। তাহলে উত্তর কলকাতার ক্ষেত্রে আলিমুদ্দিন স্ট্রিটের পরবর্তী সিদ্ধান্ত কি হবে? সোমবার দুপুরে ঠিক সোয়া তিনটে নাগাদ আলিমুদ্দিন স্ট্রিটে(Alimuddin Street) প্রবেশ করেন উত্তর কলকাতার বিজেপি প্রার্থী তাপস রায়। তার সঙ্গে ছিলেন উত্তর কলকাতার বিজেপির সাংগঠনিক জেলা সভাপতি তমোঘ্ন ঘোষ-সহ অন্যান্য কর্মীরা। দু’জনের মধ্যে দশ মিনিটের সৌজন্য সাক্ষাৎকার হওয়ার পর একে অপরের সুস্থতা কামনা করেন। বিমানবাবু নাকি তাপস রায়কে আশীর্বাদও করেন। আলিমুদ্দিন স্ট্রিটের বাইরে বেরিয়ে তাপস রায় বলেন বিমান বসু হলেন তার কেন্দ্রের একজন ভোটার। একইসঙ্গে একজন বর্ষীয়ান রাজনীতিবিদ ও নিষ্ঠাবান মানুষ।

সেই কারণেই তিনি এদিন আশীর্বাদ নিতে এসেছেন। পাশাপাশি বিমান বসু বলেন, আমার কাছে তাপস রায় এসেছিলেন। আমি আশীর্বাদ করেছি। তবে বাম সমর্থিত কংগ্রেস প্রার্থী রয়েছে। আমরা সেই প্রার্থীর হয়েই লড়াই করছি। তবে কংগ্রেস ঘরের ছাত্রনেতা তাপস রায় বাম জমানায় মধ্য কলকাতায় সিপিএমের বিরুদ্ধে লড়াইয়ে প্রথম সারিতে ছিলেন বরাবর। কিন্তু সেই তাপস রায়কে দল বদলে লোকসভার প্রার্থী হয়ে আলিমুদ্দিন স্ট্রিটে গিয়ে ভোট ভিক্ষা করতে হল। রাজনৈতিক মহলের মন্তব্য আসলে রাজনীতিতে চিরবন্ধু ও চিরশত্রু হয় না বলে প্রচলন আছে। 

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

রাজ্যপালের বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ, ‘SET’ গঠন লালবাজারের

ডায়মন্ড হারবার ও আনন্দপুর থানার ওসিকে সরিয়ে দিল নির্বাচন কমিশন

তিলজলায় প্রচন্ড গরমে পুকুরে স্নান করতে নেমে ৩ কিশোরের মর্মান্তিক মৃত্যু

শনিবার থেকে উত্তরবঙ্গে এবং রবিবার থেকে দক্ষিণবঙ্গে ঝড় – বৃষ্টি শুরু হবে

সুবীরেশ-কল্যাণময়কে নিয়োগ করেছিলেন রাজ্যপাল, তথ্য পেশ তাঁদের আইনজীবীর

চাকরিহারাদের পাশে দাঁড়িয়ে মোদিকে পাল্টা বিঁধলেন মমতা

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ

দার্জিলিং

কালিম্পং

জলপাইগুড়ি

আলিপুরদুয়ার

কোচবিহার

উত্তর দিনাজপুর

দক্ষিণ দিনাজপুর

মালদা

মুর্শিদাবাদ

নদিয়া

পূর্ব বর্ধমান

বীরভূম

পশ্চিম বর্ধমান

বাঁকুড়া

পুরুলিয়া

ঝাড়গ্রাম

পশ্চিম মেদিনীপুর

হুগলি

উত্তর চব্বিশ পরগনা

দক্ষিণ চব্বিশ পরগনা

হাওড়া

পূর্ব মেদিনীপুর