এই মুহূর্তে




শ্রাবণের প্রথম দিন ঘরের এই দিকে প্রদীপ জ্বালান, বর্ষিত হবে মহাদেবের আশীর্বাদ 

courtesy google




নিজস্ব প্রতিনিধি: কথিত আছে যে শ্রাবণ মাস এক এক অলৌকিক মাস। এই মাস দেবাদিদেব মহাদেবের মাস। মনে করা হয় যদি শ্রাবণ মাসে অন্তর থেকে মহাদেবের পূজা করা যায় তাহলে তাঁর আশীর্বাদ পাওয়া যায়। এমনিতেই শম্ভূ খুশি হন খুব সহজেই। তিনটি বেলপাতা নিবেদনেই তুষ্ট তিনি। শ্রাবণ মাসের চারটি সোমবার তাই মহাদেবের জলাভিষেক করা উচিত প্রত্যেকের। একইসঙ্গে বাস্তুশাস্ত্র অনুসারে শ্রাবণ মাসের এই শুভ দিনগুলিতে প্রদীপ জ্বালানোও অত্যন্ত ভাল বলে বিবেচনা করা হয়। বলা হয় যে এই প্রতিকারটি করলে ঘরে দেবী লক্ষ্মীর আগমন ঘটে।

আসুন জেনে নেই শ্রাবণের প্রথম দিনে ঘরের কোন দিকে প্রদীপ জ্বালানো উচিত

শ্রাবণের প্রথম দিন ভগবান শিবের সামনে অবশ্যই প্রদীপ জ্বালান। এতে সমস্ত আর্থিক সমস্যা দূর হবে। গৃহে শান্তি আসবে।

শ্রাবণের সন্ধ্যায় অথবা শ্রাবণের প্রথম সোমবার বাড়ির উত্তর-পূর্ব কোণে একটি প্রদীপ জ্বালান। বাস্তুশাস্ত্র অনুসারে উত্তর-পূর্ব কোণকে দেব-দেবীর দিক হিসেবে বিবেচনা করা হয়।

এছাড়াও শ্রাবণের প্রথম দিনে বাড়ির প্রধান প্রবেশপথে একটি চতুর্মুখী মাটির প্রদীপ জালানো উচিত। এই একটি কাজের মাধ্যমে আপনি আপনার ঘর থেকে নেতিবাচক শক্তি দূর করতে পারেন।

শ্রাবণ মাসে আপনার রান্নাঘরে অবশ্যই প্রদীপ জ্বালান।  রান্নাঘর হল দেবী অন্নপূর্ণার বাসস্থান। তাই তিনি খুশি মানে মহাদেবও খুশি।  তাই শ্রাবণ মাসে রান্নাঘরে প্রদীপ জ্বালালে ঘরে কখনও দারিদ্র আসে না।

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

জুলাইয়ের তৃতীয় সপ্তাহে লটারিপ্রাপ্তির যোগ রয়েছে কিছু রাশির জাতকদের, তারা কারা?

বর্ষায় ঘুরে আসুন ছত্তিশগড়ে, থাকছে রাজার সঙ্গে ডিনারের অফারও

খেজুরের সঙ্গে কোন খাবারগুলি খেলে বাড়তি সুফল মিলবে?

ইউরিক অ্যাসিডকে বশে রাখতে নজর দিন খাদ্যতালিকায়

ফকির থেকে হবেন রাজা, ফিটকিরির অলৌকিক জাদুতে বদলে যেতে পারে আপনার ভাগ্য

জানেন কী শ্রাবণে জন্মগ্রহণকারীরা সর্বদা শিবের আশীর্বাদ পান?

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ