এই মুহূর্তে




ঘরে রাখুন তামার সূর্য, চির মুক্তি মিলবে অভাব থেকে




নিজস্ব প্রতিনিধি: ঘরের মঙ্গলকামনার জন্যে অনেকেই অনেকরকম কাজ করে থাকেন। আবার বাস্তুদোষ কাটানোর জন্যে ঘরের এক এক দিকে এক এক রকম জিনিসপত্র রেখে থাকেন। মনে করে হয়, তাতেই ঘরের সুখ ফিরবে। অর্থ প্রাপ্তি হবে। অর্থাৎ ধনী থেকে দরিদ্র সকলেই ঘর সাজাতে ভালবাসেন। সকলেই চান, ঘরে সর্বদা পজিটিভ এনার্জি বয়ে চলুক।

কিন্তু জানেন কী, ঘরের এক পাশে তামার সূর্য রাখলে দারুণ অর্থপ্রাপ্তি হবে? তবে এটি ঘরে থাকলে কিছু ভুল একেবারেই করা যাবে নি। জ্যোতিষ শাস্ত্র অনুযায়ী, ঘরে তামার সূর্য রাখলে সুখ বজায় থাকবে। নেতিবাচক শক্তি দূর হবে। আসলে বাস্তুশাস্ত্রে তামার সূর্যকে অত্যন্ত গুরুত্ব দেওয়া হয়। কিন্তু সঠিক দিকে এটি রাখতে পারলে ঘরে অর্থের সমৃদ্ধি বাড়বে। বাস্তুশাস্ত্র অনুযায়ী, তামার সূর্য বাড়ির উত্তর দিকে স্থাপন করা উচিত। এটি করলে জীবনে সুখ ও সমৃদ্ধি বাড়বে। তবে ভুল করেও শোবার ঘরে তামার সূর্য রাখবেন না। বাথরুমের কাছেও এটি রাখবেন না। বিশ্বাস করা হয় যে, এই জায়গাগুলোতে এটি রাখলে ঘরে অর্থের সমস্যা বেড়ে যাবে।

পরিবর্তে এটিকে ঘর, পুজোর ঘর, অফিস কিংবা বসার ঘরের দরজায় রাখতে পারেন। এটি করলে ঘরে অক্ষুণ্ণতা বজায় থাকবে। বাস্তুশাস্ত্র অনুসারে, তামার সূর্য পরিষ্কার করার জন্যে বিশেষ যত্ন নিতে হবে। এটি পরিবারের শান্তি ও সুখ নিশ্চিত করে। ঘরে তামার সূর্য স্থাপন করলে সর্বত্র ধন-সম্পদ ও সমৃদ্ধি বিরাজ করে। পাশাপাশি পারিবারিক কলহ থেকে মুক্তি পাওয়া যায়। এবং জীবন সুখের হয়।

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

এই বর্ষায় ঘুরে আসুন টুক করে, রইল সেরা ১০টি গন্তব্যের ঠিকানা

মাছের রাজা ইলিশে রয়েছে একাধিক উপকারিতা, জানেন কী?

হজম নিয়ে জেরবার? ঘরোয়া টোটকায় অ্যাসিডিটি, গ্যাসের সমস্যার সমাধান করুন

মানসিক স্বাস্থ্য ভাল রাখতে চান? নজর রাখুন এই দিকে..

আপনিও কি ফ্যাটি লিভারের সমস্যায় ভুগছেন? জানুন ঘরে বসেই

ঠাকুরঘরে কোন ধরনের মূর্তি রাখবেন, জেনে নিন বিশদে

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ