এই মুহূর্তে

২০২৬ সালে সংখ্যাতত্ত্বের বিচারে সূর্যের আশীর্বাদ পাবেন কারা?

নিজস্ব প্রতিনিধি : ২০২৫ পেরিয়ে এসেছে ২০২৬। জ্যোতিষ অনুযায়ী এটি সূর্যের অর্থাৎ রাজার বছর। গোটা বছর ধরে সকলকে গতিশীল থাকার কথা বলা হচ্ছে। নির্দিষ্ট নিয়ম ও সময় মেনে সমস্ত কাজ করলে এই বছর অত্যন্ত ভালো যাবে বলে জানাচ্ছে জ্যোতিষশাস্ত্র। ২০২৬ সাল হিসেব করে দেখা যাবে যোগ ফল ১। সংখ্যাতত্ত্ব অনুযায়ী এই বছরে সূর্যের আশীর্বাদ পাবেন কয়েক মূলাঙ্কের জাতকরা।  সংখ্যাতত্ত্বের হিসেবে আপনার মূলাঙ্ক কত সেটা জেনে নিতে পারেন।

প্রত্য়েকের জন্ম তারিখের ওপরেই নির্ধারিত হয় তাঁর মূলাঙ্ক। জন্ম তারিখ যোগ করে একক সংখ্যায় এলে যেটা হয়, সেটাই মূলাঙ্ক। কারও জন্ম যদি ২১ জানুয়ারি হয়ে থাকে। তাহলে তার মূলাঙ্ক হবে ২+১=৩। শুধু জন্ম তারিখ যোগ করতে হবে। এবার আসুন দেখে নেওয়া যাক কোন কোন মূলাঙ্কের মানুষ নতুন বছরে সূর্যের আশীর্বাদ পাবেন।

যে সকল জাতক জাতিকাদের মূলাঙ্ক ১, সারা বছর তারা সূর্যদেবের আশীর্বাদ পাবেন। মূলাঙ্ক ১-র অধিপতি সূর্য তাই সারা বছর শুভ ফল ভোগ করবেন এই মূলাঙ্কের জাতকরা। যাদের জন্ম যেকোনও মাসের ১,১০,১৯,২৮ তাঁদের মূলাঙ্ক ১। এদের জন্য বছরটি ফলপ্রসূ হবে। আটকে থাকা কাজ সম্পন্ন হবে এবং ভাগ্য পক্ষে থাকবে। এই বছর, আপনার কঠোর পরিশ্রমের ফল ভোগ করতে পারবেন। উচ্চপদ পেতে পারেন। মূলাঙ্ক ১-র জাতক জাতিকারা বড় চাকরি পেতে পারেন। বড় সুযোগ আসতে পারে। সম্মান বৃদ্ধি পাবে।

যে সকল জাতক জাতিকাদের মূলাঙ্ক ৩, সারা বছর তাঁরাও সূর্যদেবের আশীর্বাদ পাবেন। যাদের জন্ম যেকোনও মাসের ৩,১১,২১,৩০ তাঁদের মূলাঙ্ক ৩। এই বছরে ব্যবসা এবং বড় কাজে উন্নতির সুযোগ আসবে। বৃহস্পতি ও সূর্যের আশীর্বাদেন সম্পদ বাড়বে।চাকরি ক্ষেত্রে উচ্চপদ পাওয়ার সম্ভাবনা রয়েছে। দীর্ঘদিন ধরে পরিকল্পিত কাজ সফল হতে পারে। সূর্যের সঙ্গে বৃহস্পতির আশীর্বাদে আর্থিক লাভের নতুন পথ খুলে যাবে। আত্মবিশ্বাস বৃদ্ধি পাবে। ধর্মীয় ও আধ্যাত্মিক কাজে যুক্ত হবেন। বাবা মায়ের সাহায্যে জীবনে উল্লেখযোগ্য পরিবর্তন আসতে পারে। পরিবারে শান্তি ও সুখ বিরাজ করবে। সকলের চাহিদা পূরণ করতে সক্ষম হবেন।
যে সকল জাতক জাতিকাদের মূলাঙ্ক ১, সারা বছর তারা সূর্যদেবের আশীর্বাদ পাবেন। ৫ মূলাঙ্কের জাতক জাতিকারা ২০২৬ সালে অনেক লাভবান হতে পারেন। এর অধিপতি হলেন গ্রহরাজ বুধ। বুধ ব্যবসা, বাকশক্তি এবং বুদ্ধিমত্তার সঙ্গে যুক্ত। যাদের জন্ম যেকোনও মাসের ৫,১৪,২৩ তাঁদের মূলাঙ্ক ৫। এই বছরে ভ্রমণ, নতুন যোগাযোগ এবং ব্যবসায়িক লাভ হতে পারে। এই মূলাঙ্কের লোকেদের বাকশক্তি উন্নত হবে। সহজেই কাজ করিয়ে নিতে সক্ষম হবেন। এরা সাধারণত মিশুখে হন। প্রফুল্লতা বজায় থাকবে।
Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

রান্না করার সময় পুড়ে গিয়েছে খাবার, রইল গন্ধ দূর করার ঘরোয়া উপায়

আট থেকে আশি পছন্দ সকলের, নলেন গুড়ের উপকারিতা জানলে অবাক হবেন

মাঘ মাসে ভুলেও এই কাজ করবেন না, কী করবেন জানুন

জানুয়ারিতে সুখ-সমৃদ্ধির ইঙ্গিত, এই ৫ জিনিস স্বপ্নে দেখা শুভ

হাঁটা দেখেই বুঝে নিন নারীর স্বভাব ও প্রকৃতি

মৌনী অমাবস্যা থেকে গঙ্গা দশেরা পর্যন্ত ৫টি বিশেষ স্নান, জানুন সময়সূচি

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ