26ºc, Mist
Monday, 27th March, 2023 8:43 am
নিজস্ব প্রতিনিধি, ঢাকা: মুসলিম প্রধান দেশ হওয়ায় প্রকাশ্য মদ্যপানে বিধি-নিষেধ। কিন্তু তাতে কী? সুরায় বুঁদ হওয়ার নেশায় ভীষণভাবেই আচ্ছন্ন হয়ে পড়েছে বাংলাদেশিরা। অন্তত দেশের একমাত্র রাষ্ট্রায়ত্ত মদ উৎপাদনকারী প্রতিষ্ঠান কেরু অ্যান্ড কোম্পানির মদ বিক্রির হিসেব অন্তত সেই ইঙ্গিতই দিচ্ছে। ২০২১ সালে যেখানে জুলাই থেকে ডিসেম্বরে ১৯২ কোটি ৩৮ লাখ টাকার মদ বিক্রি হয়েছিল সেখানে গত বছর একই সময়ে ২৩২ কোটি ৯৬ লাখ টাকার টাকার বেশি মদ বিক্রি করা হয়েছে। অর্থাৎ আগের বছরের তুলনায় গত বছর মদ বিক্রি বেড়েছে ২১ শতাংশের বেশি।
দেশ স্বাধীন হওয়ার আগে ১৯৩৮ সালে প্রতিষ্ঠিত হয় দর্শনা কেরু অ্যান্ড কোম্পানি লিমিডেট। ওই সংস্থাই দেশে একমাত্র মদ উৎপাদন করে। ইয়েলো লেবেল মল্টেড হুইস্কি, গোল্ড রিবন জিন, ফাইন ব্র্যান্ডি, চেরি ব্র্যান্ডি, ইম্পেরিয়াল হুইস্কি, অরেঞ্জ কুরাকাও, জারিনা ভদকা, রোসা রাম ও ওল্ড রামের মতো সংস্থার নয়টি ব্র্যান্ড রয়েছে। রাজধানী ঢাকা, বাণিজ্য নগরী চট্টগ্রাম ছাড়াও চুয়াডাঙ্গার দর্শনায় সংস্থার নিজস্ব তিনটি বিক্রয় কেন্দ্র রয়েছে।
গত কয়েক বছর ধরেই সংস্থাটির মদ বিক্রি রেকর্ডের পর রেকর্ড গড়ে তুলেছে। বিদেশি মদের আমদানিতে হ্রাস টানার ফলে সুরা প্রেমীরা দেশীয় সংস্থার তৈরি মদের প্রতি ঝুঁকেছেন। ২০২২-২৩ আর্থিক বর্ষের প্রথম ছয় মাসে অর্থাৎ জুলাই থেকে ডিসেম্বর পর্যন্ত মদ বিক্রিতে আয় হয়েছে ২৩২ কোটি ৯৬ লাখ টাকা। ২০২১-২২ অর্থবছরের জুলাই থেকে ডিসেম্বর পর্যন্ত আয় হয়েছিল ১৯২ কোটি ৩৮ লাখ টাকা। অর্থাৎ আগের বছরের তুলনায় এবার ৪০ কোটি ৫৮ লাখ টাকা বেশি আয় হয়েছে।