এই মুহূর্তে




মুক্তিযুদ্ধে একাই খতম করেছিলেন ৬ রাজাকারকে, না ফেরার দেশে বীরাঙ্গনা সখিনা




নিজস্ব প্রতিনিধি, ঢাকা: একাত্তরে মুক্তিযুদ্ধের সময় পাক হানাদার বাহিনীর হাতে বোনের ছেলের মৃত্যু তাঁর বুকে প্রতিশোধের আগুন জ্বালিয়েছিল। প্রাণের প্রিয় ভাগ্নের মর্মান্তিক মৃত্যুর বদলা নিতে অস্ত্র হিসাবে হাতে তুলে নিয়েছিলেন সামান্য দা। আর সেই অস্ত্র দিয়েই একের পর এক মুক্তিযুদ্ধ বিরোধী গদ্দার রাজাকারদের খতম করেছিলেন। মোট পাঁচ রাজাকারকে জাহান্নমের ঠিকানায় পাঠিয়ে মুক্তিযোদ্ধাদের কাছেপাক বাহিনীর বিরুদ্ধে লড়াইয়ের প্রতিভূ হয়ে উঠেছিলেন কিশোরগঞ্জের সখিনা বেগম। বীরঙ্গনা হিসাবেই পরিচিতি পেয়েছিলেন। মঙ্গলবার (১৭ জুন) ভোরে বার্ধক্যজনিত অসুস্থতার কারণে না ফেরার দেশে পাড়ি দিয়েছেন তিনি।

কিশোরগঞ্জের হাওর-অধ্যুষিত নিকলী উপজেলার গুরুই গ্রামে জন্মগ্রহণ করেছিলেন সখিনা বেগম। মুক্তিযুদ্ধের আগেই মারা যান তার স্বামী কিতাব আলী। ১৯৭১ সালে মুক্তিযুদ্ধে সখিনা বেগমের ভাগনে মতিউর রহমান পাক হানাদার বাহিনী ও রাজাকারদের সঙ্গে সম্মুখযুদ্ধে লড়তে গিয়ে শহিদ হন। ভাগনের অকালমৃত্যু সখিনাকে প্রতিশোধপরায়ণ করে তোলে। ওই সময় সখিনা বেগম ‘বসু বাহিনীর’ নেতৃত্বাধীন মুক্তিযোদ্ধাদের ক্যাম্পে রাঁধুনির কাজ করতেন। কাজের ফাঁকে রাজাকারদের গতিবিধির বিভিন্ন খবর সংগ্রহ করে মুক্তিযোদ্ধাদের জানাতেন। একপর্যায়ে তিনি পাকিস্তানি বাহিনীর হাতে ধরা পড়েন। পরে কৌশলে সেখান থেকে পালিয়ে আসেন।

পাক সেনাদের ঘাঁটি থেকে পালিয়ে আসার সময় সেখান থেকে একটি ধারালো দা নিয়ে আসেন। পরে সেই দা দিয়ে নিকলীর ছয় রাজাকারকে কুপিয়ে জাহান্নামে পাঠিয়ে দেন। যে দা দিয়ে হাফ ডজন রাজাকারকে নিকেশ করেছিলেন সখিনা বেগম সেটি বর্তমানে ঢাকার মুক্তিযুদ্ধ জাদুঘরে সংরক্ষিত রয়েছে। গত কয়েক বছর ধরেই শারীরিকভাবে অসুস্থ ছিলেন মুক্তিযুদ্ধের বীরাঙ্গনা। বিছানায় শয্যাশায়ী ছিলেন।। অবশেষে না পেরার দেশে পাড়ি দিলেন। সেই সঙ্গে সমাপ্ত হলো এক অধ্যায়ের।

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

প্রতিদিন আত্মহত্যা করছেন ৮ কৃষক, বিধানসভায় তাস খেলায় মগ্ন মন্ত্রী

WCL 2025 বিতর্কের মধ্যেই পাকিস্তানি রেস্তোরাঁয় হরভজন, ভাইরাল ভিডিও

বর্ষায় একমাসে ৮ মৃত্যু! দ্বারকেশ্বরের জলে উদ্ধার মহিলার মৃতদেহ

জালিয়াতি রুখতে দেশের মধ্যে বাংলায় জমি-বাড়ি রেজিস্ট্রেশনে চালু হচ্ছে ফেস রেকগনিশন

২০ বছর কোমায় থাকা সৌদি রাজকুমারের মৃত্যু

‘এক ফুল দো মালি’, হিমাচলে একই পাত্রীকে বিয়ে করলেন দুই সহোদর

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ