এই মুহূর্তে




ভূমিকম্পে কাঁপল ফিলিপাইনের মাটি

আন্তর্জাতিক ডেস্ক : ফের ভূমিকম্পে কাঁপল ফিলিপাইনের মাটি। উত্তরাঞ্চলীয় একটি শহরের কাছে বৃহস্পতিবার ৯ অক্টোবর কম্পন অনুভূত হয়। কম্পনের মাত্রা ছিল ৪.৪। এদিকে শহরটিতে লাখো মানুষের বাস। ভূকম্পবিদরা বলছে এমন ভূমিকম্প বারবার হলে অনেক ক্ষয়ক্ষতি  হতে পারে।

এক প্রতিবেদনে বলা হয়েছে যে ফিলিপাইনের স্থানীয় সময় সকাল ১০ঃ৩০ নাগাদ কম্পন অনুভূত হয়। সেই সময় স্বাভাবিকভাবেই অফিসে ছিলেন কর্মচারী। অন্যদিনের মতোই চলছিল স্কুল। আচমকা কম্পন অনুভূত হতে শহরের বহু অফিসের কর্মচারী অফিস ভবন থেকে বেরিয়ে আসেন। ছাত্র ছাত্রীরা স্কুল থেকে বেরিয়ে এলে স্কুল বন্ধ করে দেওয়া হয়।

স্থানীয় বাসিন্দারা টেলিফোনে এক বৈশ্বিক সংবাদ মাধ্যমকে জানিয়েছে মধ্য ফিলিপাইনের ভূমিকম্পে ৭০ জনেরও বেশি লোকের মৃত্যু হয়েছিল ১০ দিন আগেই। মাত্র ১০ দিনের ব্যবধানে এমন ভূমিকম্প ঘটায় আতঙ্কিত সকলেই।  বৃহস্পতিবারে ভূমিকম্পে কোনও ক্ষয়ক্ষতি হয়েছে কিনা তা এখনও পর্যন্ত জানা যায়নি।

ফিলিপাইনের যে শহরটিতে ভূমিকম্প হয়েছে সেটিতে সাড়ে তিন লক্ষেরও বেশি মানুষের বাস। বিল্ডিং অ্যাডমিনিস্ট্রেটর রাল্ফ কাবুয়াগ জানিয়েছেন ক্ষয় ক্ষতির পরিমাণ বোঝার চেষ্টা চালানো হচ্ছে। সরকারি ভূকম্পন অফিস প্রথমে ভূমিকম্পের মাত্রা ৪.৮ বলেছিল এবং “ক্ষয়ক্ষতির আশঙ্কা” করেছিল। পরে জানা যায় কম্পনের মাত্রা ৪.৪। ভূকম্পন দফতর জানিয়েছে যে ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল বাগুইওর কাছে পুগো শহরে।

বাগুইও ফিলিপাইনের অন্যতম শীর্ষ পর্যটন কেন্দ্র। এই শহরটি একটি পর্বতশ্রেণীর চূড়ায় অবস্থিত। ১৯৯০ সালের জুলাই মাসে ৭.৮ মাত্রার এক ভূমিকম্পে বাগুইও এবং এর আশেপাশে প্রায় ১,৬০০ জনের প্রাণহানি ঘটে। ফিলিপাইনে ভূমিকম্প বর্তমানে নিত্যনৈমিত্তিক ব্যাপারে দাঁড়িয়েছে। এই দ্বীপপুঞ্জ প্রশান্ত মহাসাগরীয় "রিং অফ ফায়ার" এর পাশে অবস্থিত। জাপান থেকে দক্ষিণ-পূর্ব এশিয়া এবং প্রশান্ত মহাসাগরীয় অববাহিকা জুড়ে বিস্তৃত এই বলয় তীব্র ভূমিকম্পপ্রবণ। 
Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

সৌদি যুবরাজের জন্য বিশেষ নৈশভোজের আয়োজন ট্রাম্পের, অতিথি এলন মাস্ক-রোনাল্ডো-অ্যাপলের সিইও

মর্মান্তিক! অস্ট্রেলিয়ায় ৮ মাসের গর্ভবতী ভারতীয় মহিলাকে পিষে মারল বিএমডাব্লু গাড়ি

লেবাননে ফিলিস্তিনি শরণার্থী শিবিরে ইজরায়েলি ড্রোন হামলায় নিহত ১৩, আহত বহু

‘বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়’, শেখ হাসিনার মৃত্যুদণ্ড নিয়ে সংযমী প্রতিক্রিয়া চিনের

বিশ্বজুড়ে ফের মুখ থুবড়ে পড়ল ‘এক্স’, চরম সমস্যায় ব্যবহারকারীরা

মোদি সরকারকে জোর ধাক্কা ইরানের, ভারতীয় পর্যটকদের সুবিধা বাতিল

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ