এই মুহূর্তে




গল্প নয় সত্যি! যোগী রাজ্যের ভিখারির মাসিক আয় লক্ষাধিক টাকা, রয়েছে প্যান কার্ড-ও




নিজস্ব প্রতিনিধি: রাস্তাঘাটে চলতে গেলে অনেক ভিখারি চোখে পড়ে, যাঁদের কাজ করার নেই ক্ষমতা, তাই রাস্তাঘাটে ভিক্ষা করে তাঁদের দিন চলে। যদিও এখন ভিখারির নাম নিয়েও চলছে র‍্যাকেট। যাই হোক, এবার আসি আলোচ্য বিষয়ে! প্রথমত জানা দরকার, একটা সাধারণ ভিক্ষুকের দিনের শেষে ঠিক কত টাকা উঠতে পারে, খুব কমপক্ষে ১০০ টাকা বা ৫০ টাকা হয়তো তাও নয়। কিন্তু কোনওদিন শুনেছেন একজন ভিক্ষুকের মাসের গড় আয় ১ লাখ টাকা? হ্যাঁ, কি ভাবছেন গল্প বলছি! না একদমই নয়! সম্প্রতি উত্তরপ্রদেশের রাজধানী লখনউয়ের ভিক্ষুকদের রোজগার প্রকাশ্যে এসেছে। যা রোজগারের দিক থেকে অনেক কর্মসংস্থানকে পেছনে ফেলে দেবে। এমনকী লখনউতে অনেক ভিক্ষুকের কাছে স্মার্টফোন এবং প্যান কার্ডও রয়েছে। সম্প্রতি একটি অভিযানে ভিক্ষুকদের বিষয়ে এমন তথ্য উঠে এসেছে। এতে অনেক ভিক্ষুকের গড় মাসিক আয় দেখা গিয়েছে, প্রতি মাসে ৯০ হাজার থেকে ১ লাখ টাকা, অর্থাৎ বছরের শেষে তাঁদের আয় প্রায় ১২ লাখ টাকা হয়।

যা কিনা বড় বড় সংস্থার কর্মীদেরও হার মানিয়ে দেবে। সমীক্ষা চলাকালীন, নবাবদের শহর লখনউতে ৫৩১২ ভিক্ষুক এমন পাওয়া গিয়েছে, যাঁদের বার্ষিক আয় ১২ লাখ টাকা। এমন অবস্থাতে অনেকেই চাকরি-বাকরি ছেড়ে দিয়ে ভিক্ষুকের পেশায় নেমে পড়েছে। তথ্য অনুসারে, লখনউতে ভিক্ষুকের সংখ্যা ক্রমাগত বাড়ছে, সম্প্রতি এই বিষয়ে সমাজ কল্যাণ দফতর এবং DUDA (জেলা নগর উন্নয়ন সংস্থা) একটি সমীক্ষা চালিয়েছে। এতে ৫৩১২ জন ভিক্ষুক পাওয়া গিয়েছে, যাদের আয় শ্রমজীবী ​​মানুষের চেয়ে অনেক বেশি। শুধু পুরুষ নয়, গর্ভবতী মহিলারাও তাঁদের বাহুতে ছোট বাচ্চাদের নিয়ে ভিক্ষা করে প্রতিদিন উপার্জন করেন প্রায় ৩,০০০ টাকা পর্যন্ত। বৃদ্ধ ও শিশুরাও ৯০০ টাকা থেকে ২ হাজার টাকা পর্যন্ত আয় করে। প্রকল্প আধিকারিক সৌরভ ত্রিপাঠী জানিয়েছেন, তিনি বেশ কয়েকদিন ধরে অনেক এলাকায় অভিযান চালিয়েছেন। কিন্তু ভিক্ষুকের মধ্যে বাধ্য হয়ে ভিক্ষা করছে মাত্র কয়েকজন। ৯০% পেশাদার ভিক্ষুক, যারা হরদোই, বারাবাঙ্কি, সীতাপুর, উন্নাও, রায়বেরেলি ইত্যাদি জেলা থেকে এসেছে।

এসব ভিক্ষুকদের আয়ের কথা জেনে রীতিমতো বিস্মিত ডুডা কর্মকর্তারা। তাঁরা জানিয়েছেন, বারাবাঙ্কির লাখপেদাবাগের বাসিন্দা ভিক্ষুক আমানের কাছে স্মার্টফোন থেকে শুরু করে অন্যান্য জিনিস রয়েছে। তার প্যান কার্ডও তৈরি করা হয়েছে। তবে এখন সবার কার্ড তৈরি করে সরকারি প্রকল্পের সঙ্গে যুক্ত করা হবে। সমীক্ষা অনুসারে, লখনউয়ের লোকেরা প্রতিদিন গড়ে ৬৩ লক্ষ টাকা ভিক্ষুকদের দেয়। লখনউ মিউনিসিপ্যাল ​​কর্পোরেশন, সমাজকল্যাণ দফতর এবং DUDA-র সমীক্ষায়, রাজধানী লখনউতে মোট ৫৩১২ জন ভিক্ষুক পাওয়া গিয়েছে। যাদের আয় প্রতিদিন গড়ে ৩,০০০ টাকা পর্যন্ত। তবে ভিক্ষা উপার্জনে নারীরা পুরুষের চেয়ে এগিয়ে। অন্যদিকে, ১৪ টি রাজ্যে ভিক্ষাবৃত্তির বিরুদ্ধে তৈরি আইনকে চ্যালেঞ্জ করে একটি পিটিশন খারিজ করেছে সুপ্রিম কোর্ট।




Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

প্রকাশ্য রাস্তায় মূত্র বিসর্জন! মাতাল কনস্টেবলের কুকীর্তি ঘিরে নিন্দার ঝড়

অন্ধ্রের মুখ্যমন্ত্রীকে নিয়ে আপত্তিকর পোস্ট, ফের রামগোপাল ভার্মার বিরুদ্ধে মামলা দায়ের

কার্তিক পুজোয় বিরাট ফল… কখন পুজো করবেন, জানুন ব্রহ্ম মুহূর্তের সময়

অভিষেক কন্যাকে কু- মন্তব্য মামলায় সিবিআই তদন্তের ওপর স্থগিতাদেশ সুপ্রিম কোর্টে

বাইক আরোহীকে ৫০০ মিটার টেনেহিঁচড়ে নিয়ে গেল গাড়ি, তার পর…..

দূষণ নিয়ে বাড়ছে উদ্বেগ, আতশবাজি নিষিদ্ধ করার রায়ে কি জানাল সুপ্রিম কোর্ট!

Advertisement

এক ঝলকে
Advertisement




জেলা ভিত্তিক সংবাদ

দার্জিলিং

কালিম্পং

জলপাইগুড়ি

আলিপুরদুয়ার

কোচবিহার

উত্তর দিনাজপুর

দক্ষিণ দিনাজপুর

মালদা

মুর্শিদাবাদ

নদিয়া

পূর্ব বর্ধমান

বীরভূম

পশ্চিম বর্ধমান

বাঁকুড়া

পুরুলিয়া

ঝাড়গ্রাম

পশ্চিম মেদিনীপুর

হুগলি

উত্তর চব্বিশ পরগনা

দক্ষিণ চব্বিশ পরগনা

হাওড়া

পূর্ব মেদিনীপুর