এই মুহূর্তে




ঘনিয়ে আসছে মহাবিপদ! ১৯৪১ সালের ভয়াবহ স্মৃতি ফেরাবে ২০২৫?  




নিজস্ব প্রতিনিধি:  আবার ফিরে আসছে কালো ইতিহাস। মানুষের শান্তির ঘুম কেড়ে নিতে পারে দুর্বিষহ রাত। হ্যাঁ, সম্প্রতি সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া কিছু পোস্টের মাধ্যমে এমনই তথ্য সামনে এসেছে। দেখা গিয়েছে, ২০২৫ সালের ক্যালেন্ডার পুরোপুরি মিলে যাচ্ছে ১৯৪১ সালের ক্যালেন্ডারের সাথে। সেই ১৯৪১, যে বছর দ্বিতীয় বিশ্বযুদ্ধের রক্তক্ষয়ী অধ্যায় বিশ্বব্যাপী বিস্তৃত হয়েছিল। এই তথ্যই কিছু মানুষের মনে আশঙ্কার ছায়া ফেলেছে। তবে কি ইতিহাস আবারও নিজেকে পুনরাবৃত্তি করতে চলেছে? আর, তারই পরিণতি স্বরূপ ২০২৫ সাল আবারও অশান্তির, যুদ্ধের, ধ্বংসের বার্তা নিয়ে আসছে?

এক্ষেত্রে, প্রথমেই বলা দরকার—হ্যাঁ, তথ্যটি সত্য। ২০২৫ সালের প্রতিটি দিন ও তারিখ ১৯৪১ সালের ক্যালেন্ডারের সাথে সম্পূর্ণ মিলে গেছে। অর্থাৎ, ১ জানুয়ারি থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত প্রতিটি তারিখ, বার পুরোপুরি এক, ঠিক যেমনটা ছিল ১৯৪১ সালে। কিন্তু এই মিল শুধুমাত্র গাণিতিক, বাস্তব জীবনের ঘটনাপ্রবাহের সাথে এর কোনও সরাসরি সম্পর্ক নেই। এটি নিছক গ্রেগরিয়ান ক্যালেন্ডারের একটি স্বাভাবিক নিয়মের ফলাফল, যা নির্দিষ্ট বছর পরপর পুনরাবৃত্তি ঘটায়।

১৯৪১ সালের ইতিহাসের গুরুত্ব

১৯৪১ সাল ইতিহাসে বিশেষভাবে উল্লেখযোগ্য কারণ এই বছরেই ঘটে যায় পিয়ার্ল হারবারের মর্মান্তিক ঘটনা। ৭ ডিসেম্বর, ১৯৪১ সালে জাপানের সামরিক বাহিনী হাওয়াই দ্বীপপুঞ্জের পিয়ার্ল হারবার নৌঘাঁটিতে অতর্কিত হামলা চালায়। এতে ২৪০০-এর বেশি আমেরিকান নাগরিক নিহত হন। এই ঘটনার পরেই যুক্তরাষ্ট্র দ্বিতীয় বিশ্বযুদ্ধে প্রত্যক্ষভাবে জড়িয়ে পড়ে। এর ফলে বিশ্ব রাজনীতির শক্তির ভারসাম্য আমূল বদলে যায় এবং যুদ্ধ আরও ভয়ঙ্কর রূপ ধারণ করে।

১৯৪১ সাল ছিল কূটনৈতিক ব্যর্থতা, আগ্রাসন এবং অশান্তির প্রতীক। আর এই চলতি বছরে রাশিয়া ইউক্রেনের যুদ্ধ, ইরান ইজরায়েলের যুদ্ধ ও পাহেলগাঁও হামলা থেকে উদ্ভুত ভারত পাকিস্তানের যুদ্ধের ভয়ঙ্কর পরিস্থিতির জন্য বেশ কিছু মানুষের মনে ১৯৪১-এর আশঙ্কার সঞ্চার হওয়াটা অস্বাভাবিক নয়।

কিন্তু কী ক্যালেন্ডার মিল মানেই ইতিহাস পুনরাবৃত্তি?

এমনটা একেবারেই নয়। ক্যালেন্ডারে মিল থাকার সাথে ইতিহাসের পুনরাবৃত্তি হওয়ার কোনো সম্পর্কই নেই। এমন ক্যালেন্ডারের পুনরাবৃত্তি বেশ নিয়মিত ঘটনা। ১৯৪১ এবং ২০২৫ এর মাঝে আরও বহু বছর ছিল যা এই একই ধরণের পুনরাবৃত্তি অনুসরণ করেছে, কিন্তু প্রতিটিই কোনও ইতিহাসের পুনরাবৃত্তি ঘটায়নি।

বিশেষজ্ঞদের থেকে প্রাপ্ত তথ্য অনুসারে, ২০২৫ সালে বিশ্ব অবশ্যই কিছু গুরুতর সমস্যার সম্মুখীন—যেমন জলবায়ু পরিবর্তন, ভূ-রাজনৈতিক উত্তেজনা, কৃত্রিম বুদ্ধিমত্তার নীতিমালা—কিন্তু এগুলি সমাধানের পথ আধুনিক, বাস্তবসম্মত এবং মানবচেষ্টার উপর নির্ভরশীল। কোনো অতিপ্রাকৃত পূর্বাভাস বা ক্যালেন্ডার মিল এখানে কার্যকর নয়।

তবু কেন এই ধারণা ছড়িয়ে পড়ছে?

মানুষ তার স্বভাবজনিত কারনে বরাবরই সংকটকালে প্রতীকের আশ্রয় খোঁজে। সামাজিক মাধ্যমে TikTok, Reddit-এর r/decadeology-র মতো প্ল্যাটফর্মে “ইতিহাস ফিরে আসছে” এমন নানা পোস্ট ভাইরাল হচ্ছে। কারণ মানুষ চায় অনিশ্চয়তার মধ্যে কোন মানে খুঁজে পেতে। তাই ক্যালেন্ডারের এই মিল তাই অনেকে ভবিষ্যতের সতর্কবার্তা হিসেবে দেখছে। কিন্তু বাস্তবে ২০২৫ কেমন হবে তা নির্ভর করবে আমাদের বেছে নেওয়া পথের উপর—যেমন: রাজনৈতিক সিদ্ধান্ত, পরিবেশ সচেতনতা, বৈজ্ঞানিক উদ্ভাবন ও বিশ্বনেতাদের বিচক্ষণতার উপর।

তাহলে কি ২০২৫ সত্যিই অভিশপ্ত?

খুব স্পষ্ট ভাষায় বলা যায়—না, মোটেও নয়।

ক্যালেন্ডার মিললেও ইতিহাসের পুনরাবৃত্তি অপরিহার্য নয়। বরং ১৯৪১ সালের স্মৃতি আমাদের শেখায়—উপেক্ষা করলে বিপদ অবশ্যম্ভাবী। তৎপরতা, দূরদর্শিতা ও সাহসিকতা দিয়ে যে কোনও সংকট মোকাবিলা করা সম্ভব। আজকের বিশ্বে জলবায়ু সঙ্কট, যুদ্ধের আশঙ্কা, প্রযুক্তির অপব্যবহার—এই বাস্তব চ্যালেঞ্জগুলির সমাধান আমাদের একত্রিত প্রয়াসের মাধ্যমেই সম্ভব।

তাই নিঃসন্দেহে বলা যেতে পারে, ২০২৫ ও ১৯৪১ সালের ক্যালেন্ডারের মিল নিছক একটি আকর্ষণীয় কাকতালীয় ঘটনা— এটি কোনও ভবিষ্যদ্বাণী নয়। কিন্তু এই মিল থাকায় সাধারণ মানুষ যদি অতীতের ভুল থেকে শিক্ষা নিয়ে বর্তমানের সমস্যা সমাধানে আরও সচেষ্ট হতে পারে—তবে হয়তো এই কাকতালীয় ঘটনাটিরও কিছু উপকারিতা থাকলেও থাকতে পারে। ইতিহাস আমাদের হাতে; আমরা কীভাবে তাকে রচনা করব, সেটিই আসল প্রশ্ন। সুতরাং, অবিলম্বে বলা যেতে পারে যে, আতঙ্ক নয়—প্রস্তুতিই হোক ২০২৫ সালের মূল চাবিকাঠি।




Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

ফাঁকা ট্রেনে মহিলাকে গণধর্ষণের পর ছুঁড়ে ফেলা হল চলন্ত ট্রেনের সামনে, নারকীয় ঘটনা হরিয়ানায়

কালের ন্যায়চক্রে শ্রীরামের পূর্বপুরুষকে হত্যা করার ফলই পেতে হয়েছিল রাবণকে

ডাইনি অপবাদে পূর্ণিয়ায় একই পরিবারের ৫ জনকে জ্যান্ত পুড়িয়ে খুন

পরকীয়ায় বাধা! প্রেমিকের সঙ্গে মিলে প্রতিবন্ধী স্বামীকে গলা টিপে খুন করলেন তিন সন্তানের মা

৮৫৪ কোটি টাকা বেতনে Meta-য় যোগ আইআইটি কানপুরের প্রাক্তনী ত্রিপত বনশলের

আইসিইউতে জনপ্রিয় গায়িকা ফরিদা পারভীন, ইউনূস সরকারের সাহায্য নিতে অস্বীকার

Advertisement




এক ঝলকে
Advertisement




জেলা ভিত্তিক সংবাদ