এই মুহূর্তে

WEB Ad Valentine 3

WEB Ad_Valentine

অতলান্তিকে নিখোঁজ ডুবোজাহাজ বিস্ফোরণে ধ্বংস, সলিল সমাধি পাঁচ যাত্রীর

নিজস্ব প্রতিনিধি, ওয়াশিংটন: আশঙ্কাই সত্যি হলো। অতলান্তিক মহাসাগরে নিখোঁজ ডুবোজাহাজ ওশানগেট টাইটান সাবমার্সিবল বিস্ফোরণে ধ্বংস হয়েছে। সেই সঙ্গে সলিল সমাধি ঘটেছে ডুবোজাহাজের আরোহী পাঁচ যাত্রীরই। বৃহস্পতিবার গভীর রাতে এ খবর জানিয়েছে মার্কিন উপকূল রক্ষী বাহিনীর মুখপাত্র রিয়ার অ্যাডমিরাল জন মুগের। ‘টাইটান সাবমার্সিবল’ ধ্বংসের ঘটনায় দুঃখপ্রকাশ করেছেন মার্কিন প্রতিরক্ষা মন্ত্রক পেন্টাগনের প্রেস সচিব ব্রিগেডিয়ার জেনারেল প্যাট্রিক রাইডার। তাঁর কথায়, ‘টাইটান সাবমার্সিবিল ধ্বংস এবং পাঁচ আরোহীর মৃত্যুর খুব সত্যিই দুঃখজনক ঘটনা।’

‘টাইটানিক’ জাহাজের ধ্বংসাবশেষ দেখতে গত রবিবার পাঁচ যাত্রী নিয়ে অতলান্তিকের জলে ডুব দিয়েছিল ওশানগেটের ডুবোজাহাজ টাইটান সাবমার্সিবল। কিন্তু কানাডা উপকূলের কাছে পৌঁছনোর পরেই ডুবোজাহাজটিওর সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। নিখোঁজ ডুবোজাহাজটিতে পাঁচজন আরোহী ছিলেন। তাঁরা হলেন ব্রিটিশ ধনকুবের হামিশ হার্ডিং, পাকিস্তানি ধনকুবের শাহজাদা দাউদ ও তাঁর ছেলে সুলেমান দাউদ, ডুবোজাহাজটির মালিক ওশানগেটের সিইও স্টকটন রাশ এবং পল অঁরি নাজোলে।

ডুবোজাহাজটি নিখোঁজ হওয়ার পরেই জোরদার তল্লাশি অভিযান শুরু হয়। মার্কিন উপকূলরক্ষী বাহিনীর পাশাপাশি কানাডার উপকূল রক্ষী বাহিনী ছাড়াও বেশ কয়েকটি বেসরকারি সংস্থার উদ্ধারকারী দল অতলান্তিকের গভীরে তন্নতন্ন করে তল্লাশি চালায়। এমনকি রোবট এবং সনার যন্ত্রও ব্যবহার করা হয়। বৃহস্পতিবার সন্ধ্যায় মার্কিন উপকূল রক্ষী বাহিনীর পক্ষ থেকে জানানো হয়, টাইটানিক জাহাজের ধ্বংসাবশেষের কাছে বেশ কিছু ধ্বংসাবশেষ মিলেছে। তবে ওই ধ্বংসাবশেষ টাইটান সাবমার্সিবলের কিনা তা নিশ্চিত নয়।

কিন্তু তার কয়েক কয়েক ঘন্টা বাদে মার্কিন উপকূল রক্ষী বাহিনীর পক্ষ থেকে জানানো হয়, অতলান্তিকের গভীরেই বিস্ফোরণে ধ্বংস হয়েছে টাইটান সাবমার্সিবল। ডুবোজাহাজটিতে থাকা পাঁচ আরোহীর মৃত্যু হয়েছে। ‘টাইটান সাবমার্সিবল’ পরিচালনাকারী সংস্থা ওশানগেটের পক্ষ থেকে এক বিবৃতিতেও একই কথা জানানো হয়েছে। সংস্থার বিবৃতিতে বলা হয়েছে, ‘আমরা এখন বিশ্বাস করছি, আমাদরের সংস্থার সিইও স্টকটন রাশ, ব্রিটিশ নাগরিক হামিশ হার্ডিং, পাকিস্তানি নাগরিক শাহজাদা দাউদ ও তাঁর ছেলে সুলেমান দাউদ এবং পল অঁরি নাজোলেকে চিরদিনের জন্য হারিয়েছে। নিহতদের পরিবারকে সমবেদনা জানানোর ভাষা নেই।সত্যিই এটা এক ভীষণ যন্ত্রণার সময়। বিশ্বের বিভিন্ন দেশের যে সমস্ত সংস্থা এবং তাদের কর্মীরা গত কয়েকদিন ধরে উদ্ধারকার্যে নিরলস প্রচেষ্টা চালিয়েছেন তাদের সবার প্রতি আমরা কৃতজ্ঞ।’

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

৮,৮৮৯ কোটি টাকার মদ, নগদ বাজেয়াপ্ত কমিশনের, শীর্ষে মোদির রাজ্য গুজরাত

ফের মাস্ক পরার পরামর্শ, সিঙ্গাপুরে করোনা আক্রান্ত ২৫ হাজারের বেশি

মেক্সিকোয় বন্দুকবাজের হামলা, নিহত মেয়র পদপ্রার্থী সহ ছয় জন

মিলবে আট মাসের বেতন সহ বোনাস, কর্মীদের জন্য নয়া সিদ্ধান্ত  সিঙ্গাপুর এয়ারলাইন্সের

বিলের কপি নিয়ে পালাল পার্লামেন্টের এক সদস্য, হুলুস্থুলুকাণ্ড তাইওয়ানে

ফের ভয়াবহ বন্যার কবলে আফগানিস্তান, নিহত ৫০

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ

দার্জিলিং

কালিম্পং

জলপাইগুড়ি

আলিপুরদুয়ার

কোচবিহার

উত্তর দিনাজপুর

দক্ষিণ দিনাজপুর

মালদা

মুর্শিদাবাদ

নদিয়া

পূর্ব বর্ধমান

বীরভূম

পশ্চিম বর্ধমান

বাঁকুড়া

পুরুলিয়া

ঝাড়গ্রাম

পশ্চিম মেদিনীপুর

হুগলি

উত্তর চব্বিশ পরগনা

দক্ষিণ চব্বিশ পরগনা

হাওড়া

পূর্ব মেদিনীপুর