এই মুহূর্তে




ফের ধর্মীয় রোষ! উত্তরপ্রদেশে ‘ডাণ্ডিয়া’ অনুষ্ঠান থেকে তাড়ানো হল ‘মুসলিম’ সঞ্চালিকাকে




নিজস্ব প্রতিনিধি: কথায় আছে, শিল্পীর কোনও জাতপাত নেই। কিন্তু উত্তরপ্রদেশের ঝাঁসিতে ডাণ্ডিয়া অনুষ্ঠান ছেড়ে দিতে বাধ্য হলেন মুসলিম সঞ্চালিকা। নবরাত্রিতেও চলছে জাফরান সংগঠনের অত্যাচার। জাতপাতের বিচারে এখনও মানুষ ভ্রষ্ট হয়ে রয়েছেন। হিন্দুদের অনুষ্ঠানে মুসলিমরা নিষিদ্ধ, আর মুসলিম অনুষ্ঠানে হিন্দুদের জায়গা নেই, এমন প্রথা যেন কিছু কিছু মানুষ নিজেই তৈরি করে ফেলেছেন। সেই কারণে ভারতবর্ষ ঐক্যবদ্ধ দেশের তকমা দিনে দিনে হারাচ্ছে। হিন্দু-মুসলিম দাঙ্গা দেশ ছেড়ে যাচ্ছে না। এবার আরও একটা ঘটনায় মুখ পুড়ল উত্তরপ্রদেশের। সম্প্রতি উত্তরপ্রদেশের কানপুরে একটি ‘গরবা, ডাণ্ডিয়া’ অনুষ্ঠানে প্রবেশের চেষ্টা করায় একটি মুসলিম যুবককে ব্যপক মারধর করে জাফরান সংগঠনের সদস্যরা। ই মর্মান্তিক ঘটনার দিন কয়েক পরেই এলো আরও একটি মুসলিম বর্বরতার প্রতিচ্ছবি সম্প্রতি উত্তরপ্রদেশের ঝাঁসিতে ডাণ্ডিয়া অনুষ্ঠানে মুসলমান সঞ্চালিকাকে ডাকা হলে এলাকায় ফের অত্যাচার শুরু হয় জাফরান সংগঠনের।

একটি সংবাদ প্রতিবেদন অনুযায়ী, এদিন ঝাঁসির একটি হলে ডাণ্ডিয়ার আয়োজন করা হলে সেখানে সঞ্চালনার জন্যে ডাকা হয়েছিল একজন মুসলিম সঞ্চালিকাকে। তিনি সেখানে পৌঁছনো মাত্রই মুসলিম সঞ্চালিকাকে দেখে অনুষ্ঠানের মাইক বন্ধ করে দেয় হলের মালিক। বিদ্যুৎ কেটে দেওয়া হয়। এবং জানায়, অনুষ্ঠান থেকে সঞ্চালিকাকে না তাড়ানো হলে কিছুতেই ডাণ্ডিয়া অনুষ্ঠান শুরু হবেনা। এ বিষয়ে অনুষ্ঠানের আয়োজক ময়ঙ্ক অনুরাগী জানান যে, অনুষ্ঠানস্থলের মালিক তাঁকে স্পষ্টভাবে বলে দিয়েছিলেন যে, মুসলিম সঞ্চালিকা অনুষ্ঠান হল ছেড়ে না যাওয়া পর্যন্ত তিনি সাউন্ড সিস্টেম এবং বিদ্যুৎ অন করবেন না।

রিপোর্ট অনুযায়ী, এরপর মহিলা মুসলিম সঞ্চালিকা অনুষ্ঠান স্থল থেকে ছেড়ে যাওয়ার পর ডাণ্ডিয়া অনুষ্ঠান শুরু করা হয়। এমনকী ওই সঞ্চালিকার পোস্টার, ব্যানার লাগানো হয়েছিল। এমনকী অনুষ্ঠানের দিন তাঁর নামও ঘোষণা করা হয়েছিল। আয়োজন বলেন, ‘শিল্পীরা কোনও জাত বা ধর্মের হয় না। আমি অতীতে এমন অনেক অনুষ্ঠানের আয়োজন করেছি। আমি ভারতীয় সংস্কৃতির প্রচার করতে চাই। কিন্তু এমন ঘটনার মুখোমুখি কখনওই হতে হয় নি আমার।’ এর আগেও ঝাঁসিতে এমন ডাণ্ডিয়া অনুষ্ঠানে মুসলিম যুবক ঢোকার চেষ্টা করা হলে তাঁর আধার কার্ড দেখে তাঁকে মারধর করা হয়। এই ঘটনা ঘটিয়েছিলেন জাফরান সংগঠন। ইতিমধ্যেই এই ঘটনার তদন্ত করা হচ্ছে এবং মামলা দায়ের করা হয়েছে।

 




Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

Delhi mayor: বিজেপির স্বপ্ন ভেঙে দিল্লির মেয়র হলেন আপের মহেশ খিচি

দূষণ ধোঁয়ায় আঁধার দিল্লিতে বন্ধ করা হল নির্মাণ কার্য, বাস চলাচলেও নিয়ন্ত্রণ

দুই শাবককে বাঁচাতে সিংহীর সঙ্গে লড়ে গেলেন মা চিতা, কুর্নিশ জানাচ্ছে নেট জনতা

প্রেমিকার সঙ্গে ডেটে গিয়ে হাতেনাতে পাকড়াও পঞ্চায়েত প্রধান, উত্তম-মধ্যম দিলেন স্ত্রী

রাস উপলক্ষে সেজে উঠেছে শান্তিপুরের বড় গোস্বামী বাড়ি

এই ফুলেই তুষ্ট দেবসেনাপতি ? জানুন কার্তিকের আশীর্বাদ লাভ করবেন কীভাবে

Advertisement

এক ঝলকে
Advertisement




জেলা ভিত্তিক সংবাদ

দার্জিলিং

কালিম্পং

জলপাইগুড়ি

আলিপুরদুয়ার

কোচবিহার

উত্তর দিনাজপুর

দক্ষিণ দিনাজপুর

মালদা

মুর্শিদাবাদ

নদিয়া

পূর্ব বর্ধমান

বীরভূম

পশ্চিম বর্ধমান

বাঁকুড়া

পুরুলিয়া

ঝাড়গ্রাম

পশ্চিম মেদিনীপুর

হুগলি

উত্তর চব্বিশ পরগনা

দক্ষিণ চব্বিশ পরগনা

হাওড়া

পূর্ব মেদিনীপুর