এই মুহূর্তে




কী কাণ্ড! স্ত্রী তালাক দেওয়ায় কষ্টে ৪০ কেজি দুধ দিয়ে স্নান করলেন স্বামী




নিজস্ব প্রতিনিধি, ঢাকা: কী কাণ্ড! স্ত্রী তালাক দেওয়ায় কষ্টে দুধ দিয়ে স্নান করলেন ব্যক্তি, তাও আবার খোলা রাস্তায়। ঘটনাটি ঘটেছে, নাটোরের নলদাঙ্গায় উপজেলার মাধনগর বাজার এলাকায় দুপুর একটা নাগাদ। যেখানে স্ত্রীকে হারানোর যন্ত্রণা সইতে না পেরে ১ মণ (৪০ কেজি) দুধ দিয়ে স্নান করলেন চা দোকানদার শাকিব মণ্ডল (৩২)। কিন্তু স্ত্রী শাকিবকে কেন তালাক দিলেন? বা তিনি এই ঘটনায় দুধ দিয়েই বা স্নান করলেন কেন? স্ত্রীকে হারানোর কষ্টে অনেকেই নানারকম কাণ্ড করে থাকেন, কিন্তু এই অদ্ভুত ঘটনা কেন ঘটালেন শাকিব?

এ বিষয়ে স্থানীয়রা জানিয়েছেন, শাকিব মণ্ডল পূর্ব মাধনগর গ্রামের বাসিন্দা মৃত আলাল মণ্ডলের ছেলে। প্রায় ১৪ বছর আগে তিনি ভালোবেসে আঙুরী নামক এক তরুণীকে বিবাহ করেন। কিন্তু বিয়ে পর থেকেই তাঁদের সংসারে অশান্তি লেগেই থাকতো। অবশেষে পারিবারিক কলহ আর সইতে না পেরে চলতি মাসের ১ তারিখে আঙুরী শাকিবকে তালাক দেন। মুসলিম সম্প্রদায়ের ক্ষেত্রের তিন তালাক মানেই স্বামী-স্ত্রীর ডিভোর্স। সেক্ষেত্রে শাকিবের সঙ্গে আর সংসার করবেন না বলেই তাঁকে তালাক দেন আঙুরী।

আর এতেই ভেঙে পড়েন শাকিব তিনি বলেছেন, আঙুরীকে ভালোবেসে বিবাহ করে ছিলেন তিনি। অনেক স্বপ্ন নিয়ে সংসার সাজিয়ে ছিলেন। কিন্তু কখনও ভাবেননি যে, তাঁর স্ত্রী এভাবে তাঁকে ছেড়ে চলে যাবেন। আচমকাই তাঁকে তালাক দিয়ে দেবেন। তাই কষ্টে তিনি দুধ দিয়ে স্নান করেছেন। পাশাপাশি তিনি যাঁরা অবিবাহিতদের উদ্দেশ্যে বার্তা দিয়েছেন যে, এবার থেকে বিয়ের আগে পাত্রী নয়, পাত্রীর মায়ের সম্পর্কে ভাল করে যাচাই করে নেবেন। না হলে তাঁর মতো পরিণতি হবে। সুতরাং এখানেই স্পষ্ট যে, শাকিব তাঁর শাশুড়িকে নিয়ে বিরক্ত ছিলেন। হয়তো মেয়েকে দিয়ে তাঁর শাশুড়ি নানারকম অত্যাচার করতেন।কিন্তু ঠিক কেন তাঁদের মধ্যে সম্পর্কের বিচ্ছিন্ন হল, তা জানান নি ৩২ বছর বয়সী শাকিব মণ্ডল।

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

তোলা দিতে অস্বীকার করায় ঢাকায় ব্যবসায়ীকে পাথর দিয়ে থেঁতলে খুন করল খালেদার দলের সন্ত্রাসীরা

বিরল শাস্তি! ৬ বছরের শিশুকে ধর্ষণের দায়ে ধর্ষককে পুরুষত্বহীন করার নির্দেশ আদালতের

কী কাণ্ড! ছেলের পরকীয়া ঠেকাতে কাঠমান্ডুগামী বিমানে বোমা হুমকি দিলেন মা

কানওয়ার যাত্রায় স্পষ্ট সম্প্রীতির চিত্র, গঙ্গাজল নিয়ে মহাদেবকে তুষ্ট করতে চললেন দুই মুসলিম যুবক

হাড়হিম ঘটনা! অস্ট্রেলিয়ান চিড়িয়াখানায় সিংহের আক্রমণে হাত হারালেন ৫০ বছর বয়সী মহিলা

ইউনূস সরকারের দাবি মেনে হাসিনাকন্যা পুতুলকে অনির্দিষ্টকালের ছুটিতে পাঠাল বিশ্ব স্বাস্থ্য সংস্থা

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ