এই মুহূর্তে

WEB Ad Valentine 3

WEB Ad_Valentine

জন্মদিনে জেনে নিন সুস্মিতা সেনের সম্পর্কে কিছু অজানা তথ্য

নিজস্ব প্রতিনিধি, মুম্বই: ৯০ এর দশকে যে সকল তারকারা বলিউডে নিজেদের প্রতিভার ছাপ রেখেছেন তাদের মধ্যে অন্যতম অভিনেত্রী সুস্মিতা সেন (Shusmita Sen) । তাঁর দক্ষ অভিনয় এবং নৃত্যশৈলীতে মুগ্ধ ছিলেন সিনেমাপ্রেমীরা। শুধুমাত্র বলিউড ছবিতে নয় তামিল এবং বাংলা ছবিতেও দক্ষতার সঙ্গে কাজ করেছেন অভিনেত্রী। তবে তাঁর মুকুটে সেরা পালক বোধয় বিশ্ব সুন্দরীর খেতাব জয়। ১৯৯৪ সালে প্রথম ভারতীয় হিসেবে বিশ্ব সুন্দরীর (Former Miss Universe) খেতাব জয় করে দেশ তথা বাংলাকে গর্বিত করেন সুস্মিতা সেন। শনিবার সেই প্রাক্তন বিশ্ব সুন্দরীর ৪৭ তম জন্মদিন (47th Birthday)।

জন্মদিন উপলক্ষ্যে নিজের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে একটি ছবি পোস্ট করেন প্রাক্তন বিশ্ব সুন্দরী যা মুহূর্তে ভাইরাল হয় নেট দুনিয়ায়। ছবিতে অভিনেত্রীর পরনে ছিল একটি নীল পোশাক এবং এর সঙ্গে চোখে ছিল বড় ফ্রেমের সানগ্লাস। ছবির ক্যাপশনে সুস্মিতা লিখেছেন, “অবশেষে ৪৭। একটি সংখ্যা যা গত ১৩ বছর ধরে আমাকে ধারাবাহিকভাবে অনুসরণ করছে”। এখানেই না থেমে অভিনেত্রী আরও লিখেছেন, “আমি অনেক দিন ধরেই জানি যে আমার জীবনের সবচেয়ে অবিশ্বাস্য বছর আসতে চলেছে এবং আমি তার আগমন ঘোষণা করতে পেরে রোমাঞ্চিত”।

১৯৯৪ সালে প্রথম ভারতীয় হিসেবে বিশ্ব সুন্দরীর খেতাব জয়ের পর ১৯৯৬ সালে দস্তক ছবিতে অভিনয়ের মাধ্যমে বলিউডে ডেবিউ করেন সুস্মিতা সেন। ২৬ বছরের দীর্ঘ কেরিয়ারে তিনি কখনই প্রচারের আলো থেকে সরে জাননি। এমনকি কখনওই তাঁর অনুরাগীদের চমকে দিতেও পিছপা হন না অভিনেত্রী। তবে বলিউডে অভিনেত্রীকে তাঁর সহকর্মী অভিনেতা অভিনেত্রী ও অনুরাগীরা “সুশ’ বলে ডাকলেও অভিনেত্রীর আরও একটি নিক নেম রয়েছে সেটি হল “তিতু”।

১৯৯৪ সালে বিশ্ব সুন্দরীর খেতাব জয়ই সুস্মিতার কেরিয়ারের টারনিং পয়েন্ট হিসেবে স্মরনীয় হয়ে আছে। কিন্তু তাঁর এই খেতাব জয় খুব একটা সহজ ছিল না। প্রতিযোগিতায় অংশ নেওয়ার ঠিক আগের দিন কোন ভাবে সুস্মিতার পাসপোর্ট হারিয়ে যায়। সম্মানীয় এই প্রতিযোগিতার ইভেন্ট কো-অডিনেটরের কাছে বাকি সব প্রতিযোগীর মত সুস্মিতারও পাসপোর্ট রাখা ছিল কিন্তু সেই সময় সেটি খুঁজে পাওয়া যায়নি। পরে পরিস্থিতি সামাল দেয় প্রতিযোগিতার আয়োজকরা। শুধু তাই নয় যে পোশাক পরে এই প্রতিযোগিতায় অংশ নিয়েছিলেন অভিনেত্রী তা কোন ডিজাইনার পোশাক ছিলনা তা ছিল স্থানীয় দরজির দোকানে তৈরি পোশাক।

বিশ্ব সুন্দরীর খেতাব জয় থেকে শুরু করে অভিনেত্রীর ২৫ বছরের দীর্ঘ কেরিয়ারে যেমন রোমহর্ষক তেমনই সুস্মিতার ব্যাক্তিগত জীবনেও রোমাঞ্চ কিছু কম নয়। বলিউডের অন্য অনেক তারকার মত সুস্মিতা সেনেরও একটি পোষ্য রয়েছে। তবে তাঁর এই পোষ্য কোনও কুকুর বা বিড়াল নয় একটি পাইথন।

 

১৯৯৬ সালে বলিউডে ডেবিউ করার পর ১৯৯৯ সালে বিবি নম্বর ১ ছবিতে পার্শ্বচরিত্রে অভিনয় করেন সুস্মিতা। এই ছবির জন্য তিনি ফিল্মফেয়ার ও আইআইএফএ সহ ৪টি পুরষ্কার জয় করেন। শুধু তাই নয় ২০২০ সালে ওটিটি প্ল্যাটফর্মে প্রচারিত আরিয়া সিরিজে অভিনয় করে সেরা অভিনেত্রীর পুরষ্কার পান সুস্মিতা।

তবে অবাক করা বিষয় হল ২৬ বছরের দীর্ঘ কেরিয়ারে ২০০৪ সালে “ম্যায় হু না” ছবিতে প্রথম বার প্রাক্তন সুন্দরীকে সিনেমার পর্দায় শাড়ি পরতে দেখা যায়। শুধু অভিনয় নয় নিজের অবসর সময়ে বই পড়তে এবং কবিতা লিখতেও ভালোবাসেন প্রাক্তন বিশ্ব সুন্দরী।     

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

মনোকিনি পরে সমুদ্রতটে ময়লা কুড়োচ্ছেন মিমি, কেসটা কী?

‘আমি দেশবাসীর জন্যে গাই’, পদ্মভূষণ পেয়ে আনন্দে আপ্লুত ঊষা উত্থুপ

জানেন কী, ৭ মাস ধরে ৭০০ কারিগরের সান্নিধ্যে তৈরি হয় ‘হীরামাণ্ডি’র সেট?

‘জয় শ্রীরাম’র কী মহিমা, যুবককে জড়িয়ে ধরলেন দেব

আমির, রণবীরের পর এবার কংগ্রেসের প্রচারে আল্লু, ভিডিও ঘিরে তোলপাড় নেটমহল

কেটে গেছে ১৫ বছর! বাংলাদেশে হারানো ২ বন্ধুর মিলন ভারতে, আসছে ‘পাশবালিশ’

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ

দার্জিলিং

কালিম্পং

জলপাইগুড়ি

আলিপুরদুয়ার

কোচবিহার

উত্তর দিনাজপুর

দক্ষিণ দিনাজপুর

মালদা

মুর্শিদাবাদ

নদিয়া

পূর্ব বর্ধমান

বীরভূম

পশ্চিম বর্ধমান

বাঁকুড়া

পুরুলিয়া

ঝাড়গ্রাম

পশ্চিম মেদিনীপুর

হুগলি

উত্তর চব্বিশ পরগনা

দক্ষিণ চব্বিশ পরগনা

হাওড়া

পূর্ব মেদিনীপুর