আন্তর্জাতিক ডেস্ক: অল্পের জন্য বেঁচে গেলেন লিওনেল মেসি এবং তাঁর পরিবার। বিশ্বফুটবলের এই মহাতারকা প্যারিসের যেই হোটেল রয়েছেন সেখানে হয়ে গেল ভয়াবহ ডাকাতি। মুখোশধারী বেশ কয়েকজন ডাকাত রীতিমতো লুঠ-পাট চালিয়ে অনেক গয়না এবং নগদ নিয়ে চম্পট দিল। কেউ কিছু বোঝার আগেই নিমেষে কাজ সেরে ফেলেন ওই ডাকাত দল।
তবে মেসি এবং তাঁর পরিবারের ওপর চড়াও হয়নি ডাকাতরা। খবর অনুযায়ী, আর্জেন্টাইন সুপারস্টার যেই ঘরে ছিলেন তার আশ-পাশের ঘরগুলিতে তান্ডব চালিয়েছে তারা। ফলে বিশ্ব ফুটবলের যুবরাজ এবং তাঁর স্ত্রী ও সন্তানরা অক্ষত রয়েছেন।
প্যারিসের লে রয়্যাল মনেকাউ নামক বিলাসবহুল হোটেলটি নিরাপত্তা ব্যবস্থা খুব একটা খারাপ নয়। যার দৈনিক খরচ ভারতীয় মুদ্রায় প্রায় ১৪ লক্ষ ৬০ হাজার টাকা। জানা গিয়েছে, ছাদ দিয়ে হোটেলের ভেতরে প্রবেশ করেছিল ডাকাতরা। ঢুকেই বন্দুক বার করে সকলকে আতঙ্কিত করে তোলে তারা। বহু জিনিস ভাঙজুর করে। তবে হোটেল কর্তৃপক্ষের দাবি মেসি আসার পর নিরাপত্তা ব্যবস্থা অনেকাংশে বাড়ানো হয়েছে। কিন্তু তা সত্ত্বেও কী করে হল এই ঘটনা? প্রশ্নটা থেকেই যাচ্ছে।