-273ºc,
Sunday, 4th June, 2023 9:58 am
আন্তর্জাতিক ডেস্ক: লুকিয়ে আর্জেন্টিনার ড্রেসিংরুমে ঢুকে লিওনেল মেসির সঙ্গে নিজস্বী তুলতে গিয়ে গ্রেফতার হলেন এক অনুরাগী। নিরাপত্তায় বিঘ্ন ঘটানোর অপরাধে তাঁকে গ্রেফতার করেছে পুলিশ। ওই ভক্তের নাম ফার্নান্দো কার্লোস ফালিসিও। ৩০ বছর বয়সী যুবক বুয়েনস আয়ার্সের আজুলের বাসিন্দা। তবে পুলিশের হাতে গ্রেফতার হওয়ার আগে ওই ভক্ত মেসির সঙ্গে ছবি তুলতে সক্ষম হয়েছেন।
বিশ্বকাপ জয়ের তিন মাস বাদে বৃহস্পতিবার রাতে প্রথমবার দেশের জার্সি গায়ে মাঠে নেমেছিলেন লোইনেল মেসি-ডি মারিয়া-মার্তিনেসরা। বুয়েনস আইয়ার্সের মনুমেন্তাল স্টেডিয়ামে প্রীতি ম্যাচে পানামার মুখোমুখি হয়েছিলেন বিশ্বকাপ জয়ীরা। ম্যাচে ২-০ গোলে প্রতিপক্ষকে উড়িয়ে দিয়েছে নীল জার্সিধারীরা। শুধু তাই নয় একটি গোল করে ক্লাব ও দেশের হয়ে ৮০০ গোল করার মতো মাইলফলকও স্পর্শ করেছেন আর্জেন্টিনার প্রাণভোমরা লিওনেল মেসি।
কিন্তু ম্যাচের আগেই অবাঞ্ছিত ঘটনা ঘটেছিল। স্প্যানিশ সংবাদমাধ্যম ‘এএস’ এর প্রতিবেদন অনুযায়ী, বিভিন্ন জিনিস পরিবহনের কাজে নিযুক্ত ট্রাকের ভেতর লুকিয়ে প্রথমে স্টেডিয়ামে ঢুকে পড়েন ফার্নান্দো কার্লোস ফালিসিও নামে ৩০ বছর বয়সী যুবক। তার পরে সুযোগ বুঝে ড্রেসিংরুমে ঢুকে পড়েন। তখন গা ঘামাচ্ছিলেন মেসি-ডি মারিয়ারা। ড্রসিংরুমে অপরিচিত এক যুবককে দেখে ঘাবড়ে যান তাঁরা। ওই ভক্ত জানান, ছবি তোলার জন্য তিনি ড্রেসিংরুমে ঢুকেছেন। এর পরে তাঁর আবদার রেখে নিজস্বীও তোলেন মেসি। এর পরেই নিরাপত্তা রক্ষীরা গ্রেফতার করে ওই যুবককে ড্রেসিংরুমে থেকে নিয়ে যান।