আন্তর্জাতিক ডেস্ক: কাতার বিশ্বকাপের যোগ্যতা অর্জন ম্যাচগুলির জন্য স্কোয়াড ঘোষণা করেছিল আর্জেন্টিনার কোচ লিওনেল স্কালোনি। আসন্ন তিনটি ম্যাচের কথা মাথায় রেখেই ফুটবলার বাছাই করেছিলেন তিনি। কিন্তু সেই দলে আরও এক ফুটবলারকে যুক্ত করা হল। তাঁর নাম হল ফাকুন্দো মেডিনা।
জানা গিয়েছে, চোটের আশঙ্কার জন্যই এই সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছেন স্কালোনি। সম্প্রতি সেভিয়ার হয়ে খেলতে নেমে গোড়ালিতে চোট পেয়েছেন আর্জেন্টিনার জাতীয় দলের মিডিও মার্কোস আকুনা। তাই বিশ্বকাপের বাছাই পর্বের ম্যাচগুলিতে তাঁর খেলা নিয়ে দেখা দিয়েছে ধোঁয়াশা।
বৃহস্পতিবার দলে ডাক পাওযাক খবর টুইট করে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের তরফ থেকে জানানো হয় মেডিনাকে। বর্তমানে ফ্রান্সের ক্লাব লেন্সের হয়ে খেলেন ২২ বছরের এই ফুটবলারটি। দ্রুতই জাতীয় দলের সঙ্গে যোগ দেবেন তিনি।