28ºc, Haze
Friday, 24th March, 2023 8:39 pm
নিজস্ব প্রতিনিধি, বেঙ্গালুরু: হায়দরাবাদের পরে টাইব্রেকারে বেঙ্গালুরু এফসিকে হারিয়ে ইন্ডিয়ান সুপার লিগে (আইএসএল) চ্যাম্পিয়ান হলো মোহনবাগান। আর চ্যাম্পিয়ান হওয়ার পরেই বড় ঘোষণা করলেন এটিকে মোহনবাগানের অন্যতম কর্ণধার সঞ্জীব গোয়েঙ্কা। জানিয়ে দিলেন, সদস্য সমর্থকদের দাবি মেনে শতাব্দী প্রাচীন ক্লাবের নামের আগে থেকে ছেঁটে ফেলা হচ্ছে এটিকে। নয়া নাম হবে মোহনবাগান সুপার জায়ান্টস। আগামী বছর নয়া নাম নিয়েই খেলবে সবুজ-মেরুন।
শনিবার রাতে গোয়ার ফতোদারা স্টেডিয়ামে আইএসএল ফাইনালে শিরোপা লড়াইয়ে মুখোমুখি হয়েছিল বেঙ্গালুরু এফসি ও এটিকে মোহনবাগান। প্রথমার্দের ১৩ মিনিটে কর্নার থেকে উড়ে আসা বল বাঁচাতে গিয়ে হাত লাগিয়ে ফেলেন রয় কৃষ্ণা। পেনাল্টি থেকে গোল করে সবুজ-মেরুনকে এগিয়ে দেন পেত্রাতোস। প্রথমার্ধের ইনজুরি টাইমে রয় কৃষ্ণাকে বক্সের মধ্যে ফাউল করায় পেনাল্টি পায় বেঙ্গালুরু। গোল করে সমতা ফেরান সুনীল ছেত্রী। দ্বিতীয়ার্ধে আক্রমণ-প্রতি আক্রমণে জমে ওঠে ম্যাচ। ৭৭ মিনিটে কর্নার থেকে ভেসে আসা মোহনবাগানের জালে জড়ান রয় কৃষ্ণা। ৮৫ মিনিটে পেনাল্টি থেকে গোল করে ফের সবুজ-মেরুণ সমর্থকদের হতাশা কাটিয়ে দেন পেত্রাতোস। নির্ধারিত সময়ে ২-২ গোলে শেষ হয় ম্যাচ।
ফলস্বরূপ অতিরিক্ত সময়ে গড়ায় ফাইনাল। বেঙ্গালুরু ও মোহনবাগান বেশ কয়েকটি সুযোগ পেলেও কোনও দলই গোল করতে পারেনি। ফলে ম্যাচের ফলাফল নির্দারণ করতে টাইব্রেকারের সাহায্য নিতে হয়। টাইব্রেকারে মোহনবাগানের হয়ে গোল করেন দিমিত্রি পেত্রাতোস, কোলাসো, কিয়ান নাসিরি, মনবীর সিং। বেঙ্গালুরুর হয়ে গোল করেন রয় কৃষ্ণা, সুনীল ছেত্রী ও অ্যালান কোস্টা। ব্রুনোর শট রুখে দেন বাগান গোলরক্ষক বিশাল কায়েথ। শেষ শট নিতে গিয়ে বাইরে মারেন পেরেজ। ফলে দ্বিতীয়বার ফাইনালে উঠে ভারত সেরার ট্রফি ঘরে তোলে সবুজ মেরুন।