এই মুহূর্তে

বিশ্বকাপ বয়কটের সিদ্ধান্ত ইউনূস সরকারের, ক্ষোভে ফুঁসছেন বাংলাদেশের ক্রিকেটাররা

নিজস্ব প্রতিনিধি: যাবতীয় জল্পনার অবসান ঘটিয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ড জানিয়ে দিয়েছে দুশমন ভারতে খেলতে আসবে না তাঁদের দেশের ক্রিকেটাররা। বৃহস্পতিবার (২২ জানুয়ারি) বাংলাদেশ ক্রিকেট বোর্ড, বিশ্বকাপের স্কোয়াডে থাকা ক্রিকেটার ও টেস্ট ও একদিনের দলের অধিনায়কের সঙ্গে বৈঠক শেষে একথা জানিয়েছেন তদারকি সরকারের ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল। এই সিদ্ধান্ত জানানোর পরেই ক্ষোভে ফুঁসছেন বাংলাদেশের ক্রিকেটাররা। সূত্রের খবর, নাম প্রকাশে অনিচ্ছুক বহু ক্রিকেটার বলছেন, বাংলাদেশের মোল্লা ইউনূসের সরকার ভারত বিদ্বেষের কারণে তাঁদের এই সিদ্ধান্ত খেলোয়াড়দের উপর জোর করে চাপিয়ে দিয়েছে। 

একাধিক সূত্রে জানা গিয়েছে বৈঠকের পরেই বাংলাদেশের ক্রিকেটারা ক্ষোভ উগড়ে বলছেন দুই দেশের রাজনৈতিক জটিলতায় তাঁদের ভবিষ্যৎ অন্ধকারে ফেলে দিয়েছে সরকার। চূড়ান্ত সিদ্ধান্ত জানানোর আগে শান্ত, মেহেদী হাসান সহ একাধিক ক্রিকেটার জানিয়েছেন বিশ্বকাপ খেলার ইচ্ছার কথা। তাঁদের বক্তব্য ছিল বাংলাদেশের ক্রিকেটাররা অবশ্যই বিশ্বকাপ খেলতে চায় কিন্তু সরকার যা বলবে সেই সিদ্ধান্ত মানা হবে। এমনকি বৈঠক শেষে অনেক খেলোয়াড় ক্ষোভ উগড়ে বলছেন যদি সরকার নিজেদের সিদ্ধান্তই ঘোষণা করবনে তাহলে তাঁদের এই বৈঠকে লোকদেখাতে ডাকা হল কেন? ইউনূসের সরকারের এই একটা সিদ্ধান্তে বাংলাদেশের ক্রিকেট মহলে বিরাট ক্ষতি করল তা হাড়ে হাড়ে বুঝতে পারছেন অনেকেই। তাই নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক  বাংলাদেশি ক্রিকেটার জানিয়েছেন সরকার ও বোর্ডের বিশ্বকাপ খেলতে না দেওয়ার সিদ্ধান্ত একেবারেই যুক্তি সঙ্গত নয়। আইসিসি সাফ জানিয়ে দেয় ভারতে নিরাপত্তা নিয়ে কোনও সমস্যা  নেই কিন্তু নিজেদের স্বার্থ চরিতার্থ করতে মোল্লা মুহাম্মদ ইউনূসের সরকার নিজেদের দেশের ক্রিকেটারদের কেরিয়ারকে বলি দিয়েছে।  

আরও পড়ুন: ‘দুশমন’ ‘ভারতে খেলতে আসছে না বাংলাদেশ, বিশ্বকাপ বয়কটের সিদ্ধান্ত

আইপিএল থেকে মুস্তাফিজুর রহমানকে বাদ দেওয়াকে হাতিয়ার করে ভারতের বিরুদ্ধে জেহাদ ঘোষণা করে পাকিস্তানের পোষ্যভৃত্য মোল্লা মুহাম্মদ ইউনূসের সরকার। বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে ডেকে নির্দেশ দেওয়া হয়, বিশ্বকাপ খেলতে যেন ভারতে দল না পাঠানো হয়। সরকারের কাছ থেকে ওই নির্দেশ পাওয়ার পরেই বিসিবির তরফে বিশ্ব ক্রিকেটের নিয়ামক সংস্থা আইসিসিকে জানানো হয়, নিরাপত্তার কারণে ভারতের মাটিতে বিশ্বকাপ খেলা সম্ভব নয়। প্রতিযোগিতার অন্য আয়োজক শ্রীলঙ্কার মাটিতে বাংলাদেশের ম্যাচের আয়োজন করা হোক। প্রয়োজনে গ্রুপ বদল করা হোক। আয়ারল্যান্ডকে সরিয়ে বাংলাদেশকে ওই গ্রুপে দেওয়া হোক। যদিও আয়ারল্যান্ডের তরফে আইসিসিকে স্পষ্ট জানানো হয়, গ্রুপ বদলানো যাবে না। ভারতের বিরুদ্ধে জেহাদে একমাত্র মোল্লার দেশ পাকিস্তান বাদে আর কাউকে পায়নি বাংলাদেশ ক্রিকেট বোর্ড।

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

সূর্যকুমার যাদবের বিরুদ্ধে ৫০০ কোটির মানহানি মামলা দায়েরের হুঁশিয়ারি বাঙালি অভিনেত্রীর

টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরুর আগেই ফাইনালিস্টদের নাম জানিয়ে দিলেন মাইকেল ক্লার্ক

‘শত্রু’ ভারতের সঙ্গে সমস্ত ক্রীড়া সম্পর্ক ছেদ করার দাবি বাংলাদেশ বোর্ড সভাপতির

‘দুশমন’ ‘ভারতে খেলতে আসছে না বাংলাদেশ, বিশ্বকাপ বয়কটের সিদ্ধান্ত

‘সবাই চাইবে বিশ্বকাপ খেলতে তবে বিসিবি-সরকার যা বলবে সেটাই করা উচিত’, বললেন মেহেদী হাসান

বাংলাদেশ ভারতে টি টোয়েন্টি বিশ্বকাপ না খেললে পাকিস্তানও বয়কট করতে পারে ম্যাচ

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ