23ºc, Haze
Wednesday, 1st February, 2023 1:32 am
নিজস্ব প্রতিনিধি: এমনিতেই হার তারওপর আবার কড়া শাস্তি। না, আইপিএলের শেষটা একদমই ভালো হল না দীনেশ কার্তিকের। অথচ এই আইপিএল থেকেই ফের এই অভিজ্ঞ উইকেটরক্ষক ব্যাটসম্যানকে জাতীয় দলে ফেরার রাস্তা করে দিয়েছে। গত শুক্রবার রাতে রাজস্থান রয়্যালসের কাছে হেরে টুর্নামেন্ট থেকে ছিটকে গিয়েছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। আর পিঙ্ক আর্মির বিরুদ্ধে এই ম্যাচে ব্যাট হাতে বিশেষ কিছু করতে পারেননি দীনেশ কার্তিক। ম্যাচ শেষে যথেষ্ট হতাশ ছিলেন তিনি। তারই মধ্যে এল শাস্তির খবর। লখনউ সুপার জায়ান্টসের বিরুদ্ধে আইপিএলের নিয়মভঙ্গের কারণে কড়া শাস্তিই পেতে হচ্ছে তাঁকে।
আইপিএলের পক্ষ থেকে বি়জ্ঞপ্তি জারি করে জানানো হয়েছে যে, আইপিএলের কোড অব কন্ডাক্টের ২.৩ নম্বর ধারা অনুসারে দীনেশ কার্তির লেভেব-১ দোষ করেছেন। আর তিনি সেটা স্বীকারও করেছেন। ম্যাচ রেফারির রিপোর্টের ওপর ভিত্তি করে তাঁকে শাস্তি দেওয়া হয়েছে।
অন্যদিকে, দ্বিতীয় কোয়ালিফায়ারে রাজস্থান রয়্যালসের কাছে ৭ উইকেটে পরাজিত হতে হয়েছে আরসিবিকে। বাটলার ঝড়ে থামতে পারল না বেঙ্গালুরুর বোলাররা। ৬০ বলে ১০৬ রানের অপরাজিত একটি ইনিংস খেলে প্রতিপক্ষকে একাই শেষ করে দিলেন এই ইংরেজ ব্যাটসম্যান। যদিও বেঙ্গালুরুর খাতায় এদিন খুব বেশি রান ছিল না। প্রথমে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে ১৫৭ রান তুলতে সক্ষম হয়েছিল তারা। কিন্তু রাজস্থানকে আটকানোর জন্য এটা যথেষ্ঠ ছিল না।