এই মুহূর্তে

WEB Ad Valentine 3

WEB Ad_Valentine

আন্তর্জাতিক অস্ত্র পাচার চক্রের সঙ্গে যুক্ত ছিলেন শাহজাহান?

নিজস্ব প্রতিনিধি,সন্দেশখালি: শুক্রবারের সিবিআই অভিযানে সরবেড়িয়ায় আবু তালেব মোল্লার বাড়িতে মিলেছে অস্ত্র ভাণ্ডারের খোঁজ। সূত্রের খবর, দেখা মিলেছে প্রচুর বিদেশি অস্ত্রের। তারপর থেকে অপারেশনে নেমেছে এনএসজি। এই বিদেশী অস্ত্র কী ৫ জানুয়ারি শাহজাহানের বাড়িতে ছিল? সেই কারণেই কী ইডিকে মরিয়া হয়ে আটকায় শাহজাহান বাহিনী? উঠলো প্রশ্ন। সূত্রের খবর, বিদেশি নাইন এমএম পিস্তলের খোঁজ মিলেছে। মিলেছে দেশি ৭ এম‌এম বিস্তল। দেশি-বিদেশি মিলিয়ে উদ্ধার হ‌ওয়া আগ্নেয়াস্ত্রের সংখ্যা অন্তত ৭। বোমা, কার্তুজও উদ্ধার হয়েছে। ওয়াকিবহাল মহলের ধারণা বিদেশী অস্ত্র থাকার অর্থ, আন্তর্জাতিক অস্ত্র পাচার চক্রের সঙ্গে যোগ সূত্র। সেই যোগ কী তাহলে শাহজাহানের? এই প্রশ্নও উঠছে। স্বভাবতই ভোটের মধ্যে প্রশ্নের মুখে জাতীয় নিরাপত্তা। এই অস্ত্র কোথা থেকে কেনা হয়েছিল? এই অস্ত্রপাচার চক্রের সঙ্গে কি আন্তর্জাতিক সন্ত্রাসবাদী সংগঠনের যোগ রয়েছে?

শাহজাহানই(Sahajahan) বা কীভাবে জড়িত, কীভাবে হয়েছে অস্ত্র পাচার? শাহজাহানের বাংলাদেশের রোহিঙ্গা ক্যাম্পে যাওয়ার সঙ্গে কী এর যোগ আছে? তাহলে কী রোহিঙ্গা অনুপ্রবেশ এবং আশ্রয় দেওয়ার ক্ষেত্রে শাহজাহান সরাসরি যুক্ত? এনএসজি-র অভিযানের পর থেকেই এই প্রশ্নগুলি ঘোরাফেরা করছে সন্দেশখালির আনাচে-কানাচে। এদিকে, সন্দেশখালিতে শেখ শাহজাহানের আত্মীয়ের বাড়ি থেকে অস্ত্র ভান্ডার উদ্ধার হয়েছে। এমনটাই দাবি সিবিআই- এর । শুক্রবার সন্ধ্যায় সিবিআই এর পক্ষ থেকে একটি প্রেস বিজ্ঞপ্তি জারি করে জানানো হয়েছে সন্দেশখালির মল্লিক পাড়ার শেখ শাহজাহানের আত্মীয়ের বাড়ির ঘরের মেজে খুঁড়ে মিলেছে তিনটি বিদেশি রিভলবার একটি দেশি রিভলভার, একটি পুলিশ রিভলভার ও একটি বিদেশী পিস্তল এবং একটি দেশি পিস্তল। এছাড়া পাওয়া গিয়েছে ৯এমএম বুলেট ১২০ টি ,৪৫ ক্যালিবার কার্তুজ ৫০ টা, ৯ এম এম কার্তুজ ১২০টা, ৩৮০ কার্তজ ৫০টি এবং ৩২ কার্তুজ ৮টি। এছাড়াও সেখান থেকে মিলেছে, কিছু দেশি বোমা। ওই বাড়িতে অভিযান চালিয়ে উদ্ধার হয়েছে ইডির অফিসারদের কাছ থেকে ছিনতাই করে নেওয়া ল্যাপটপ অন্যান্য জিনিসপত্র।

পাওয়া গিয়েছে শেখ শাহজাহানের বেশ কিছু আইডেন্টিটি প্রুফ অর্থাৎ আই কার্ড। শুক্রবার বিস্ফোরকের সন্ধানে নামানো হয় রোবট। এলাকা ঘিরে ফেলেছিলেন এনএসজির বম্ব স্কোয়াডের অফিসাররা। সন্দেশখালিতে পাঁচটি টিমে ভাগ হয়ে বাসন্তী রোডের পাশে ভেরি ঘেরা বাড়িতে দুপুর থেকে শুরু হয় তল্লাশি অভিযান। সন্দেশখালিতে ঘটনাস্থলে কন্ট্রোল রুম তৈরি করা হয়। সেখান থেকে রোবট দিয়ে তল্লাশি অভিযান শুরু করে এন এস জির টিম। তল্লাশির সময় ওই এলাকাটি ঘিরে ফেলে এনএসজি ও কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা। গ্রামের মানুষজন, সাংবাদিক এবং গাড়ির চালকদেরও সেখান থেকে সরিয়ে দেওয়া হয়। রাতে জোড়ালো আলো এনে অভিযান চালাতে থাকে কেন্দ্রীয় এজেন্সি। প্রসঙ্গত উল্লেখ করা যেতে পারে,সন্দেশখালি আগারহাটি গ্রামে শুক্রবার যায় এনএসজি(NSG) টিম। তৃণমূল নেতা শেখ শাহজাহানের ঘনিষ্ঠ আবু তালেব মোল্লার বাড়িতে সকাল থেকেই সিবিআই এর আধিকারিকরা তল্লাশি চালিয়ে বাড়ির মেজে ভেঙে মাটির নিচ থেকে অত্যাধুনিকমানের প্রচুর বিদেশী আগ্নেয়অস্ত্র উদ্ধার করে। এই তৃণমূল নেতা ঘনিষ্ঠর বাড়িতে অত্যাধুনিক মনের বোমা রয়েছে। এমনটাই খবর পাওয়ার পর ওই এলাকায় আসেন এনএসজি টিম। একেবারে রোবট নামিয়ে ও আল্টা ভায়োলেট রে চেক করার বিশেষ মেশিন নিয়ে আসা হয়েছে। বোম নিষ্ক্রিয় করার জন্য করার জন্য বিশেষ মেশিন নিয়ে আসা হয়েছে।

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

এসএসসি নিয়ে দেশের সর্বোচ্চ আদালতের রায়ে খুশি শিক্ষা মন্ত্রী ব্রাত্য বসু

হাবিবপুরে দিনভর ভোট বয়কটের ডাক ,সন্ধ্যায় ছড়ালো হিংসা, রক্তাক্ত পুলিশ

জীবনের সব প্রতিবন্ধকতাকে হার মানিয়ে মাধ্যমিকে উত্তীর্ণ দুই বিশেষ চাহিদা সম্পন্ন ছাত্রী

শিলিগুড়ির ডনবস্কো মোড়ে গাছ ভেঙে পড়ে আহত একজন মহিলা সহ দুই

জঙ্গলমহলে চোলাই মদের বিরুদ্ধে আবগারি দফতর ও পুলিশের ব্যাপক অভিযান

সুপ্রিম রায়ের পরে আবির খেললেন শিক্ষকরা, কলকাতায় ফলের জুস খেয়ে অনশন ভঙ্গ

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ

দার্জিলিং

কালিম্পং

জলপাইগুড়ি

আলিপুরদুয়ার

কোচবিহার

উত্তর দিনাজপুর

দক্ষিণ দিনাজপুর

মালদা

মুর্শিদাবাদ

নদিয়া

পূর্ব বর্ধমান

বীরভূম

পশ্চিম বর্ধমান

বাঁকুড়া

পুরুলিয়া

ঝাড়গ্রাম

পশ্চিম মেদিনীপুর

হুগলি

উত্তর চব্বিশ পরগনা

দক্ষিণ চব্বিশ পরগনা

হাওড়া

পূর্ব মেদিনীপুর