এই মুহূর্তে




হায়দরাবাদে প্যাট কামিন্সদের হোটেলে ভয়াবহ আগুন, কেমন আছেন শামি’রা?




নিজস্ব প্রতিনিধিঃ বড় দুর্ঘটনার সম্মুখীন আইপিএলের সানরাইজার্স হায়দরাবাদ (Sunrisers Hyderabad) দলের খেলোয়াড়রা। বাইশ গজের বাইরে বড় বিপদের মুখে SRH টিম। তেলেঙ্গানার রাজধানী হায়দরাবাদের জনপ্রিয় পাঁচতারা হোটেল পার্ক হায়াতে ভয়াবহ অগ্নিকাণ্ড। সোমবার (১৪ এপ্রিল) সকালে এই জনপ্রিয় হোটেলে এই অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটেছে। ওই হোটেলেই ছিলেন প্যাট কামিন্সের পুরো টিম। আগুন লাগার পরপরেই তড়িঘড়ি হোটেল রুম থেকে বের করে আনা হয় গোটা টিমকে। এবং তাঁদের অন্যত্র সরিয়ে নেওয়া হয়। বর্তমানে ক্রিকেটাররা সুরক্ষিত রয়েছেন। হোটেলে আগুন লাগার সঙ্গে সঙ্গে কর্মীরা তাৎক্ষণিক ভাবে দমকল বাহিনীকে খবর দেন। এবং দমকলের কয়েকটি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন।

সূত্রের খবর, হোটেলের প্রথম তলায় আগুন লেগেছিল। আগুন দ্রুত ছড়িয়ে পড়ার কারণে পুরো এলাকা কালো ধোঁয়ায় মুড়ে যায়। হোটেলের একজন কর্মকর্তা জানিয়েছেন যে, আইপিএলের সানরাইজার্স হায়দরাবাদের পুরো টিমকে হায়াত হোটেল থেকে অন্যত্র সরিয়ে নেওয়া হয়েছে। তবে আগুন লাগার কারণ এখনও জানা যায়নি। পুলিশ বিষয়টি তদন্ত করছে। এই ঘটনায় গোটা হোটেলে আতঙ্কের সৃষ্টি হয়।অন্যসব গ্রাহকরা চিৎকার চেঁচামেচি শুরু করেন। সবাই হোটেল থেকে বেরিয়ে এলোপাথাড়ি ছোটাছুটি করেন। তবে প্রাথমিক অনুমান, হোটেলের প্রথম তলায় বৈদ্যুতিক তারের কিছু ত্রুটি থাকার কারণে আগুন লেগেছে।

তবে সময়মতো আগুন নিয়ন্ত্রণে আসায় হোটেলের কোনও সম্পত্তি ক্ষয়ক্ষতি হয়নি এবং হতাহতের কোনও খবর পাওয়া যায়নি। হায়দরাবাদ জেলা দমকল বিভাগের কর্মকর্তারা জানিয়েছেন, SRH টিমকে নির্ধারিত সময় অনুযায়ি নিরাপদে হোটেল থেকে বেরিয়ে আসেন। এরপর খেলোয়াড়দের গোটা টিমকে বসে করে হোটেল চত্বর থেকে বের করা হয়। ফায়ার অ্যালার্ম বাজতেই তাঁদেরকে বের করে নিয়ে আসা হয়। সুরক্ষিত ভাবে উদ্ধার করা হয় তাঁদের ক্রিকেট কিট ও জিনিসপত্রও। উল্লেখ্য, গত চার ম্যাচে হারের পর শনিবার প্রথম জয়ের মুখ দেখেছে সানরাইজার্স হায়দরাবাদ। এদিকে আজ সকালে গুজরাতের একটি বেসরকারি সংস্থায়ও আগুন লাগার খবর পাওয়া গিয়েছে। তবে এতে কোনও ক্ষয়ক্ষতি হয়নি।




Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

ব্যাটে-বলে দাপট দেখিয়ে দিল্লিকে হারিয়ে শীর্ষে পৌঁছল বেঙ্গালুরু

আর্থিক দুরাবস্থাই মূল অন্তরায় স্নেহার, প্রতিযোগিতায় অংশ নিতে সাহায্যের আর্জি

নতুন করে শাস্তির কবলে হৃদয়, ৪ ম্যাচে নির্বাসিত

প্লে-অফে পৌঁছনোর লড়াইয়ে ওয়াংখেড়েতে মুম্বইয়ের মুখোমুখি  লখনউ

বৃষ্টিতে ভেস্তে গেল কলকাতা-পঞ্জাব ম্যাচ, প্লেঅফে যাওয়ার আশা জিইয়ে রইল রাহানেদের

প্রিয়াংশ-প্রভসিমরানের দুরন্ত ব্যাটিংয়ের দৌলতে ২০১ তুলল পঞ্জাব

Advertisement




এক ঝলকে
Advertisement




জেলা ভিত্তিক সংবাদ

দার্জিলিং

কালিম্পং

জলপাইগুড়ি

আলিপুরদুয়ার

কোচবিহার

উত্তর দিনাজপুর

দক্ষিণ দিনাজপুর

মালদা

মুর্শিদাবাদ

নদিয়া

পূর্ব বর্ধমান

বীরভূম

পশ্চিম বর্ধমান

বাঁকুড়া

পুরুলিয়া

ঝাড়গ্রাম

পশ্চিম মেদিনীপুর

হুগলি

উত্তর চব্বিশ পরগনা

দক্ষিণ চব্বিশ পরগনা

হাওড়া

পূর্ব মেদিনীপুর