এই মুহূর্তে




এক বছর বাদে ওয়েস্ট ইন্ডিজ দলে ফিরলেন শামার স্প্রিঙ্গার, বাদ পড়লেন গুড়াকেশ মোতি

নিজস্ব প্রতিনিধি: বাংলাদেশকে তিন ম্যান ম্যাচের সিরিজে চুনকাম করার পর নিউজিল্যান্ডের মুখোমুখি হচ্ছে আত্মবিশ্বাসী ওয়েস্ট ইন্ডিজ। আর কিউইদের বিরুদ্ধে সিরিজের জন্য ঘোষিত দলে বেশ কয়েকটি পরিবর্তন এনেছেন ক্যারিবীয় নির্বাচকরা। দীর্ঘ এক বছর পর জাতীয় দলে ডাক পেয়েছেন পেসার শামার স্প্রিঙ্গার। রের। চোট কাটিয়ে তিন মাস পর দলে ফিরেছেন ম্যাথু ফোর্ড। বাংলাদেশের বিপক্ষে খেলা সবশেষ টি-টোয়েন্টি সিরিজের দল থেকে বাদ পড়েছেন বাঁহাতি স্পিনার গুড়াকেশ মোতি ও র‍্যামন সিমন্ডস। যদিও চোটের কারণে বাংলাদেশের বিপক্ষে খেলতে পারেননি তিনি।

আগামী ৫ নভেম্বর থেকে ১৩ নভেম্বর পর্যন্ত কিউইদের বিরুদ্ধে মোট পাঁচটি টি টোয়েন্টি ম্যাচ খেলবে ওয়েস্ট ইন্ডিজ। অকল্যান্ডে পরপর দুই দিনে অর্থা‍ৎ ৫ ও ৬ নভেম্বর হবে নিউজিল্যান্ড-ওয়েস্ট ইন্ডিজের টি-টোয়েন্টি সিরিজের প্রথম দুই ম্যাচ। পরের দুটি নেলসনে, ৯ ও ১০ নভেম্বর। শেষ টি-টোয়েন্টি ডানেডিনে আগামী ১৩ নভেম্বর। ওই সিরিজের জন্য সোমবার (৩ নভেম্বর) ১৫ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ড। দলে রয়েছেন শাই হোপ (অধিনায়ক), আলিক অ্যাথানেজ, আকিম ওগিস, রোস্টন চেইজ, ম্যাথু ফোর্ড, জেসন হোল্ডার, আকিল হোসেন, আমির জাঙ্গু, ব্র্যান্ডন কিং, খ্যারি পিয়ের, রভম্যান পাওয়েল, শেরফেন রাদারফোর্ড, জেডেন সিলস, রোমারিও শেফার্ড, শামার স্প্রিঙ্গার।

এক বছর বাদে দলে ফেরা পেসার শামার স্প্রিঙ্গার ২০২৪ সালের অক্টোবরে টি-টোয়েন্টি দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে পা রাখেন। ওই মাসেই আরেকটি টি-টোয়েন্টি খেলার পর আর দলে সুযোগ পাননি তিনি। পেস বোলিংয়ে শক্তি বাড়াতে এবার তাকে ফেরাল ওয়েস্ট ইন্ডিজ। অন্যদিকে ওয়েস্ট ইন্ডিজের হয়ে গত জুলাইয়ে শেষ বারের খেলেছিলেন ফোর্ড। কাঁধে চোট পাওয়ায় এরপর আর কোনও ক্রিকেট খেলতে পারেননি তিনি। পুনর্বাসন প্রক্রিয়া শেষে আবার দলে ফিরলেন আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ১৭ উইকেট নেওয়া এই পেসার।

 

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

অত্যন্ত খারাপ পিচ, ১২৪ তুলতেই ছুটল ভারতের কালঘাম, ইডেনে জয়ীর মুকুট প্রোটিয়াদের মাথায়

শুরুতেই প্যাভিলিয়নে যশস্বী ও রাহুল, চাপের মুখে ভারত, প্রায় জয়ের চৌকাঠে দাঁড়িয়ে দক্ষিণ আফ্রিকা

খেলতে পারবেন না শুভমন, জানিয়ে দিল বিসিসিআই

উডল্যান্ডসে ভর্তি শুভমন গিল, ইডেন টেস্টে খেলার সম্ভাবনা নেই টিম ইন্ডিয়ার অধিনায়কের

কোহলি-রোহিতকে ধরে রাখল বেঙ্গালুরু-মুম্বই, চেন্নাইয়ের হয়ে খেলবেন ধোনি

KKR News: আন্দ্রে রাসেল ও ভেঙ্কটেশ আইয়ারকে তাড়িয়ে দিলেন শাহরুখ খান

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ