এই মুহূর্তে




চ্যাম্পিয়নস ট্রফির আগে জোর ধাক্কা,শৃঙ্খলাবিরোধী আচরণের দায়ে শাস্তি পেলেন ৩ পাক ক্রিকেটার




নিজস্ব প্রতিনিধি : দক্ষিণ আফ্রিকার বিপক্ষে মাঠে নেমেছিল বাবর আজমরা।খেলা চলাকালীন মেজাজ হারান পাকিস্তানের বেশ কয়েকজন ক্রিকেটার। এমনকী খেলোয়াড়দের দিকে তেড়েফুড়ে এসেছিলেন পাক ক্রিকেটাররা। যা নিয়ে সমালোচনার মুখে পড়েছিল দলটি। এবার আইসিসির পক্ষ থেকে শাস্তি পেলেন দেশটির ৩ ক্রিকেটার। তিন পাক ক্রিকেটারকেই শাস্তির সঙ্গে সঙ্গে একটি করে ডিমেরিট পয়েন্টও দিয়েছে আইসিসি।

বৃহস্পতিবার(১৩ ফেব্রুয়ারি)আইসিসির তরফে জানানো হয়, ‘আচরণবিধি লঙ্ঘনের দায়ে তিন পাকিস্তানি ক্রিকেটারকে শাস্তির ঘোষণা করা হয়েছে।এর মধ্যে শাহিন আফ্রিদির জরিমানা হয়েছে ম্যাচ ফি’র ২৫ শতাংশ। তিনি আচরণবিধির ২.১২ অনুচ্ছেদ লঙ্ঘন করেছেন। আন্তর্জাতিক ম্যাচ চলাকালে কোনো খেলোয়াড়, সহযোগী কোনো ব্যক্তি, আম্পায়ার, ম্যাচ রেফারি কিংবা অন্য কারও (দর্শক) সঙ্গে অযাচিত আচরণ করে বা শারিরীক বিকৃত অঙ্গভঙ্গি করে তবে তা অগ্রহণযোগ্য। এটি শাস্তিযোগ্য অপরাধ।’

অন্যদিকে অপর একটি ঘটনায় সৌদ শাকিল এবং বদলি ফিল্ডার হিসেবে মাঠে নামা কামরান ‍গুলামকে ম্যাচ ফি’র ১০ শতাংশ জরিমানা করা হয়েছে। শাকিল-কামরান উভয়ই আচরণবিধির ২.৫ অনুচ্ছেদ ভঙ্গ করেছেন বলে উল্লেখ করেছে আইসিসি। তারা প্রত্যেকেই আইসিসির দেওয়া শাস্তি মেনে নিয়েছে।

ঘটনার সূত্রপাত হয় যখন, দক্ষিণ আফ্রিকার ব্রিটজকের বিরুদ্ধে বল করছিলেন শাহিন। তাঁর একটি বল ডিফেন্স করে শাহিনের দিকে তাকিয়ে ব্যাট চালানোর ভঙ্গি করেন ব্রিটজকে। বিষয়টি ভাল ভাবে নেননি শাহিন। সেই ওভারের শেষ বলে দৌড়ে এক রান নিতে যান ব্রিটজকে। শাহিন হঠাৎ করে তাঁর সামনে চলে আসেন। ফলে দুই ক্রিকেটারেরা ধাক্কা লাগে। আর একটু হলে ব্রিটজকে পড়ে যেতেন। তিনিও বিষয়টি ভাল ভাবে নেননি। শাহিনের দিকে তাকিয়ে কিছু বলেন দক্ষিণ আফ্রিকার ব্যাটার। পাল্টা দেন শাহিনও। দু’জনে একে অপরের কাছে চলে আসেন। পরিস্থিতি সামলাতে হস্তক্ষেপ করতে হয় আম্পায়ারকে।

এখানেই শেষ নয়, আরও একটি বিবাদে জড়ান পাক ক্রিকেটারেরা। দক্ষিণ আফ্রিকার অধিনায়ক বাভুমা ভাল খেলছিলেন।একটি বল পয়েন্ট অঞ্চলে খেলে এক রান নিতে যান তিনি। কিন্তু অপর প্রান্তে থাকা ব্যাটার তাঁকে ফেরত পাঠান। বাভুমা ক্রিজে ফেরার আগেই সাউদ শাকিল সরাসরি থ্রোয়ে বাভুমাকে রান আউট করেন। এরপরই দেখা যায়, শাকিল, কামরান গুলাম ও বাবর আজম বাভুমার দিকে তেড়ে যাচ্ছেন। যা ভাল চোখে দেখেন নি বাভুমা। শুধু তাই নয়, বাভুমার দিকে তাকিয়ে উল্লাস করতে থাকেন তারা। এতেই সমালোচনার মুখে পড়েছেন পাক ক্রিকেটাররা।




Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

তীব্র তাপপ্রবাহে মাঠেই মৃত্যু পাক বংশোদ্ভূত ক্রিকেটারের

আচমকা বেঁচে উঠলেন মৃত ফুটবলার, তারপর যা হল…

আইপিএল শুরুর মুখেই নতুন মালিক পেলেন শুভমন গিলরা, কারা কিনলেন গুজরাত টাইটান্স?

বেঙ্গালুরুর নেটে তরুণ পেসারের আগুন বোলিংয়ে মুগ্ধ খোদ বিরাট! কে সেই বোলার?

চোটের কারণে ছিটকে গেলেন মেসি, ব্রাজিলের বিরুদ্ধে ম্যাচে নেই বিশ্বজয়ী অধিনায়ক

IPL 2025: মুম্বই ইন্ডিয়ান্সের চমক, থিম সংয়ে একই সঙ্গে রোহিত শর্মা-জ্যাকি শ্রফ

Advertisement




এক ঝলকে
Advertisement




জেলা ভিত্তিক সংবাদ

দার্জিলিং

কালিম্পং

জলপাইগুড়ি

আলিপুরদুয়ার

কোচবিহার

উত্তর দিনাজপুর

দক্ষিণ দিনাজপুর

মালদা

মুর্শিদাবাদ

নদিয়া

পূর্ব বর্ধমান

বীরভূম

পশ্চিম বর্ধমান

বাঁকুড়া

পুরুলিয়া

ঝাড়গ্রাম

পশ্চিম মেদিনীপুর

হুগলি

উত্তর চব্বিশ পরগনা

দক্ষিণ চব্বিশ পরগনা

হাওড়া

পূর্ব মেদিনীপুর