এই মুহূর্তে




Women WC: শুধু ট্রফি নয়, হবে টাকার বৃষ্টিও! বিশ্বকাপ জয়ী দলের জন্য অপেক্ষা করছে রেকর্ড অঙ্কের প্রাইজ মানি

নিজস্ব প্রতিনিধি: ২০২৩ সালে পুরুষদের বিশ্বকাপে ফাইনাল পর্যন্ত পৌঁছেও দেশকে জেতাতে পারেনি টিম ইন্ডিয়া। অস্ট্রেলিয়ার কাছে হারতে হয়েছিল রোহিত-বিরাট দের। রীতিমতো কাঁদতে কাঁদতে মাঠ ছাড়তে হয় ভারতীয় দলকে। এবার সিনিয়রদের সেই চোখের জলের প্রতিশোধ নেওয়ার পালা, ভারতের রানিদের। রবিবার (২ নভেম্বর) দেশকে জেতানোর বিশ্বাস নিয়েই মাঠে নামবেন টিম ইন্ডিয়ার মহিলা ক্রিকেট টিম। দিন দুয়েক আগে নভি মুম্বইয়ের স্টেডিয়ামে অস্ট্রেলিয়াকে একেবারে দুরমুশ করে ODI বিশ্বকাপে র ফাইনালে উঠেছে ভারত। আর নিজের কাঁধে করে দেশকে ODI বিশ্বকাপের ফাইনালে উঠিয়েছেন জেমাইমা রদ্রিগেজরা। ১২৭ করে রীতিমতো রেকর্ড করেছেন বছর ২৫-এর এই তরুণ ক্রিকেট রানি। অন্যদিকে ৮৭ করে আউট হয়ে গেলেও দেশকে জেতানোর অনেকটা কৃতিত্ব রয়েছে অধিনায়ক হরমনপ্রীতেরও।

যাই হোক, দেশের মাটিতে দক্ষিণ আফ্রিকার সঙ্গে ক্রিকেট যুদ্ধে নামবে ভারত। ইতি মধ্যেই দেশের মহিলা ক্রিকেটারদের নিয়ে উত্তেজিত সকল দেশবাসী। তাদের হাত ধরে আবারও বিশ্বকাপ জেতার স্বপ্ন দেখছে ভারত। বর্তমানে দেশের পুরুষ ক্রিকেটারদের সমান সমান বেতন পেয়ে থাকেন মহিলা মহল। কিন্তু জানেন কী ODI বিশ্বকাপের দেশে উইনার টিম কী কী পুরষ্কার পাবেন, রানার্স আপরাই বা কী কী উপহার পাবেন? না জানলে চটপট এই প্রতিবেদনে চোখ বুলিয়ে নিন। ICC মহিলা ক্রিকেট বিশ্বকাপ ২০২৫-এর ফাইনাল ম্যাচটি ভারত এবং দক্ষিণ আফ্রিকার মধ্যে ২ নভেম্বর, রবিবার বিকাল ৩টে থেকে নবি মুম্বাইয়ের ডিওয়াই পাতিল স্পোর্টস একাডেমিতে অনুষ্ঠিত হবে। আর ভারত বা দক্ষিণ আফ্রিকা কেউই এখনও পর্যন্ত মহিলা বিশ্বকাপ জেতেনি। সুতরাং যেই জিতুক না কেন, এ বছর ICC মহিলা বিশ্বকাপ জেতার মূহুর্তটি বিজয়ী দলের জন্য ঐতিহাসিক হবে। পাশাপাশি বিশ্বকাপ চ্যাম্পিয়নদের উপর অর্থবৃষ্টিও হবে। ওম্যান বিশ্বকাপের ১৩তম মরসুমের জয়ী দল ৪.৪৮ মিলিয়ন ডলার অর্থাৎ ভারতীয় মূল্যে প্রায় ৪০ কোটি টাকা পাবে। এই পরিমাণ অস্ট্রেলিয়ার ২০২২ সালের পুরস্কারমূল্যের (১.৩২ মিলিয়ন ডলার) থেকে ২৩৯ শতাংশ বেশি।

রানার-আপ (দ্বিতীয় স্থান অধিকারী দল) পাবে ২.২৪ মিলিয়ন ডলার তথা প্রায় ২০ কোটি টাকা। এই পরিমাণ ২০২২ সালে ইংল্যান্ড যে ৬০০,০০০ ডলার পেয়েছিল তার চেয়ে ২৭৩ শতাংশ বেশি। এছাড়া দুই পরাজিত সেমিফাইনালিস্ট অস্ট্রেলিয়া এবং ইংল্যান্ড সমান পরিমাণ ১.১২ মিলিয়ন ডলার তথা প্রায় ৯.৩ কোটি টাকা পেয়েছে। আগের সংস্করণে এই পরিমাণ ছিল মাত্র ৩০০,০০০ ডলার। পয়েন্ট টেবিলে পঞ্চম এবং ষষ্ঠ স্থানে থাকা দলগুলি তথা শ্রীলঙ্কা এবং নিউজিল্যান্ড সমান পরিমাণ ৭০০,০০০ ডলার অর্থাৎ ৫.৮ কোটি টাকা পেয়েছে। এছাড়াও, সপ্তম এবং অষ্টম স্থান অধিকারী দলগুলি অর্থাৎ বাংলাদেশ এবং পাকিস্তান পেয়েছে ২৮০,০০০ ডলার তথা ২.৩ কোটি টাকা। এছাড়া এই টুর্নামেন্টে অংশগ্রহণের জন্য প্রতিটি দল নিশ্চিতভাবে ২৫০,০০০ ডলার তথা ২ কোটি টাকা করে পাবে। এছাড়াও, গ্রুপ পর্বে প্রতিটি ম্যাচ জেতার জন্য দলগুলি ৩৪,৩১৪ ডলার তথা প্রায় ২.৮ মিলিয়ন টাকা করে পাবে।

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

‘ইডেনের পিচ খারাপ ছিল না, আমরা পারিনি’, পরাজয়ের দায়ভার দলের কাঁধেই চাপালেন কোচ গম্ভীর

বিলাসবহুল হোটেলের ম্যানেজারকে নগ্ন করে ধাতব পাইপ দিয়ে মারধর, ভিডিও ভাইরাল হতেই গ্রেফতার মালিক

বিস্ফোরণের কয়েক ঘন্টা আগে টাকা তুলেছিল উমর, গার্ডকে দিয়েছিল ঘুষ, সিসিটিভি ফুটেজ প্রকাশ্যে

২২ জন দরিদ্র যুবক-যুবতীকে বিবাহ বন্ধনে আবদ্ধ করল গণবিবাহের ছাদনাতলা

অত্যন্ত খারাপ পিচ, ১২৪ তুলতেই ছুটল ভারতের কালঘাম, ইডেনে জয়ীর মুকুট প্রোটিয়াদের মাথায়

শুরুতেই প্যাভিলিয়নে যশস্বী ও রাহুল, চাপের মুখে ভারত, প্রায় জয়ের চৌকাঠে দাঁড়িয়ে দক্ষিণ আফ্রিকা

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ