27ºc, Haze
Friday, 24th March, 2023 9:59 pm
নিজস্ব প্রতিনিধি, আমদাবাদ: একদিনের পরে টি টুয়েন্টি সিরিজেও টিম ইন্ডিয়ার কাছে অসহায় আত্মসমর্পণ করল নিউজিল্যান্ড। বুধবার আমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে সিরিজ নিষ্পত্তির ম্যাচে ভারত অধিনায়ক হার্দিক পাণ্ড্যর বিধ্বংসী বোলিংয়ে তাসের ঘরের মতো ভেঙে পড়ল কিউই ব্যাটিং লাইন আপ। ১২.১ ওভারে ৬৬ রানে গুটিয়ে গেল মিচেল সান্তনার বাহিনী। ১৬৮ রানে জিতে সিরিজ কব্জা করল ব্লু ব্রিগেড।
জয়ের জন্য ২৩৫ রানের বিশাল লক্ষ্যমাত্রা তাড়া করতে নেমে শুরুতেই ধাক্কা খায় নিউজিল্যান্ড। প্রথম ওভারেই কিউই ওপেনার ফিন অ্যালেনকে প্যাভিলিয়নে ফিরিয়ে দেন ভারত অধিনায়ক হার্দিক পাণ্ড্য। সূর্যকুমার যাদবের হাতে ক্যাচ দিয়ে ব্যক্তিগত তিন রানে ফিরে যান কিউই ব্যাটিংয়ের অন্যতম কাণ্ডারী। সেই ধাক্কা সামলানোর আগে মাত্র ২ বলের মাথায় ডেভন কনওয়েকে সাজঘরে পাঠিয়ে দেন অর্শদীপ সিং। ওই ওভারের শেষ বলে অর্শদীপের বলে খোঁচা দিয়ে উইকেট রক্ষক ঈশান কিষাণের হাতে ক্যাচ তুলে শূন্য রানে ফেরেন মার্ক চাপম্যান। পরের ওভারে বল করতে এসেই বিধ্বংসী হওয়ার আগে গ্লেন ফিল্লিপসকে ফেরান হার্দিক পাণ্ড্য। সাত রানে প্রথম সারির চার ব্যাটসম্যান আউট হওয়ায় চরম বিপাকে পড়ে নিউজিল্যান্ড। পঞ্চম উইকেটে ড্যারিল মিচেল ও মার্ক ব্রেসওয়েল ভারতীয় বোলিং আক্রমণ সামলানোর চেষ্টা চালান। কিন্তু ওই জুটি ভাঙেন উমরান মালিক। ব্রেসওয়েল ৮ বলে আট রান করে সাজঘরে ফেরেন। সাড়ে চার ওভারে পাঁচ উইকেট হারিয়ে কিউইদের রান দাঁড়ায় মাত্র ২১।
পরাজয় নিশ্চিত বুঝতে পেরে ষষ্ঠ উইকেটে জুটি বেঁধে শুধু হারের ব্যবধান কমানোর চেষ্টা চালাতে থাকেন ড্যারিল মিচেল ও মিচেল সান্তনার। দুজনে মিলে ৩২ রান সংগ্রহ করেন। ১৩ বলে ১৩ রান করা সান্তনারকে প্যাভিলিয়নের পথ ধরান শিবম মাভি। খাতা খোলার আগে ঈশ সোধিকেও প্যাভিলিয়নে পাঠিয়ে দেন মাভি। ইনিংসের দশম ওভারে বল করতে এসে কিউই বোলার লকি ফার্গুসনকে শূন্য রানে প্যাভিলিয়নে ফেরত পাঠান টিম ইন্ডিয়া অধিনায়ক হার্দিক পাণ্ড্য। ব্লেয়ার টিকনারকেও ফিরিয়ে দেন তিনি। ১৩তম ওভারে বল করতে এসে ড্যারিল মিচেলকে ফিরিয়ে নিউজিল্যান্ডের ইনিংসের কফিনে শেষ পেরেক পোঁতেন উমরান মালিক।