24ºc, Haze
Thursday, 23rd March, 2023 4:29 am
নিজস্ব প্রতিনিধি: দ্রাবিড়ের গুরু মন্ত্রনায় জ্বলে উঠল ভারতীয় ক্রিকেট টিম। মরুশহরে টি-২০ বিশ্বকাপে যে দল পদে পদে হোঁচট খাচ্ছিল সেই দলই ভারতের মাটিতে নিউজিল্যান্ডকে ক্রিকেটের সীমিত অভারের ফরম্যাটে নাকানি চবানি খাইয়ে হোয়াইট ওয়াশ করে দিল। ৩-০ সিরিজে দাদার শহর কলকাতাতে টি-২০ টুর্নামেন্ট জিতল রোহিতের ভারত। শিশির ভেজা ইডেনের মাঠে বড় জয় পেল ভারত। রবিবারের ছুটির দিনে ইডেনের নন্দন-কাননে টসে জিতেই ব্যাটিং-এর সিদ্ধান্ত নেন রোহিত শর্মা। যা কিছুটা চমকই বলা যায়। কারণ রাত বাড়লেই গঙ্গার পাড়ের হাওয়া ও শিশিরের দাপটে মাঠে দ্বিতীয়ার্ধে বল করতে চাপে পড়তে হচ্ছে বোলারদের। কিন্তু সেই বিষয়েই নিজের বোলারদের দক্ষতা ঝালিয়ে নিতেই টসে জিতেই ব্যাট করতে নেমে শুরুটা ভালো করে ভারত। অধিনায়ক রোহিত শর্মা ও ইশান কিশানের জুটি নিউজিল্যান্ডের বোলিং শিবিরের কোমড় ভেঙে দেয়।
প্রথম বল থেকেই বিধ্বংসী মেজাজে ছিলেন তিনি। তবে স্পিন ফিরতেই পরপর ধাক্কা খায় নিউজিল্যান্ড। অধিনায়ক মিচেল স্যান্টনারের ঘূর্ণিতে ঝড়ের গতিতে মিডল অর্ডারে উইকেট হারায় ভারত। ২৯ রানে ইশান কিশান, শূন্য রানে সূর্যকুমার যাদব ও হতাশ হন ঋষভ পন্থ। ৫৬ রান করার পরে ইশ সোধির অসাধারণ ক্যাচে আউট হয়ে যান রোহিত। তার পরে শ্রেয়স আইয়ার ও বেঙ্কটেশ আইয়ার পার্টনারশিপ গড়তে চাইলেও ব্যর্থ হন। শেষে ব্যাট হাতে ঝড় তোলেন দীপল চাহার ও হর্ষল প্যাটেল। নিউজিল্যান্ডের সামনে টার্গেট দাঁড়ায় ১৮৪ রানের। জবাবে ব্যাট করতে নেমেই হুড়মুড়িয়ে পড়ে যায় নিউজিল্যান্ডের ব্যাটিং শিবির। শুধুমাত্র মার্টিন গুপ্টিলের ব্যাটে অর্ধশতরান আসে।
বাকি কেউ সেভাবে ব্যাট করতে পারেনি কিউয়িদের মধ্যে। যার জেরে ১৭.২ ওভারে ১১১ রানে শেষ হয়ে যায় নিউজিল্যান্ডের ইনিংস। ভারতের হয়ে দুর্দান্ত বোলিং করে তিন উইকেট নেন অক্ষর প্যাটেল।