24ºc, Haze
Thursday, 23rd March, 2023 4:19 am
আন্তর্জাতিক ডেস্ক: ধরাবাঁধা একদিনের ম্যাচ বা টি-টোয়েন্টির থেকেও আইপিএলের জনপ্রিয়তা যে তুঙ্গে তা নিয়ে কোনও সন্দেহ নেই। এক আইপিএল শেষ হতে না হতে পরবর্তী আইপিএল ঘিরে উত্তেজনার পারদ ইতোমধ্যে চড়তে শুরু করেছে। নিলামে কোটি কোটি টাকা কিনে নেওয়া হয় বিভিন্ন দেশের ক্রিকেটারদের। ফলে, ম্যাচপিছু তাদের রোজগার অনেকটাই বেশি।
এই পরিস্থিতিতে নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ড ব্যতক্রমী রাস্তায় হাঁটল। স্কোয়াড পাকিস্তান সফরে যাবে, না পরবর্তী আইপিএলে অংশ নেবে, সে ব্যাপারে সিদ্ধান্ত নেওয়ার দায়িত্ব ক্রিকেটারদের ওপরেই ছেড়ে দিল বোর্ড । ক্রিকেট বোর্ডের সিইও ডেভিড হোয়াইট নিজেই জানিয়েছেন এই সিদ্ধান্তের কথা।
পাকিস্তানের বিরুদ্ধে নিউজিল্যান্ড খেলবে কয়েকটি টেস্ট ম্যাচ, একদিনের ম্যাচ। সেই সঙ্গে রয়েছে টি-টোয়েন্টি। খেলা হবে করাচি, লাহোর, মুলতান এবং রাওয়ালপিন্ডিতে। কয়েকদিন আগে বোর্ডের তরফ থেকে এই সফরসূচি ঘোষণা করা হয়েছে। সিরিজ দুই দফায়। এই দুই দফায় পাকিস্তানের বিরুদ্ধে নিউজিল্যান্ড খেলবে দুটি টেস্ট ম্যাচ, আটটি একদিনের ম্যাচ, পাঁচটি টি-টোয়েন্টি।
সফরের প্রথম দফা নিয়ে কোনও সমস্যা নেই। দ্বিতীয় দফা যখন শুরু হবে, সেই সময় শুরু হবে ২০২৩-য়ের আইপিএল। নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ড সূত্রে পাওয়া খবরে জানা গিয়েছে, প্রথম দফার শুরু ২৭ ডিসেম্বর থেকে, চলবে পরবর্তী বছরের ১৫ জানুয়ারি পর্যন্ত। প্রথম দফা শেষ হওয়ার পর নিউজিল্যান্ড শিবির দেশে ফিরে আসবে। খেলবে ইংল্যান্ড ও শ্রীলঙ্কার বিরুদ্ধে। শ্রীলঙ্কার বিরুদ্ধে সিরিজ শেষ হওয়ার পর তাদের আবার পাকিস্তান যাওয়ার কথা। একই সময়ে শুরু হবে পরবর্তী আইপিএল। সমস্যা সেখানেই। তাই, বোর্ড সিদ্ধান্ত নেওয়ার দায়িত্ব ক্রিকেটারদের ওপরেই ছেড়ে দিল।