33ºc, Clear
Saturday, 21st May, 2022 9:22 am
নিজস্ব প্রতিনিধি: বিষয়টা যেন অনেকটা গোদের ওপর বিষফোঁড়ার মতো হয়ে দাঁড়িয়েছে। এমনিতেই রান পাচ্ছিলেন না, তারওপর প্রথম বলে আউট। চলতি আইপিএলে এখনও পর্যন্ত মোট তিনবার ব্যাট করতে নেমে প্রথম বলেই আউট হয়ে গিয়েছেন। যার জেরে টিম ইন্ডিয়া এবং রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালোরের প্রাক্তন অধিনায়ক বিরাট কোহলিকে ঘিরে উঠেছে সমালোচনার ঝড়। রীতিমতো অসহায় অবস্থায় পড়ে যাওয়া বিশ্বের এই অন্যতম ক্রিকেটারের দাবি তাঁর ক্রিকেট জীবনে এর আগে এমন কিছু ঘটেছে বলে মনে হয় না।
সম্প্রতি আরসিবির সাইটে পোস্ট করা একটি সাক্ষাতকারে কোহলি বলেন, প্রথম বলে আউট, ‘সত্যি ভাবা যায় না। এবারের আইপিএলে দ্বিতীয়বার যখন শূন্য রানে আউট হয়ে যাই তখন নিজেকে খুবই অসহায় লাগছিল। নিজের ওপর নিজেই হেসে উঠেছিলাম। মনে হয়েছিল এটাও দেখা বাকি ছিল । আমার ক্রিকেটজীবনে আগে এমন কিছু ঘটেছে বলে মনে হয় না। খেলার সঙ্গে জড়িত সফলতা এবং ব্যর্থতা সবই আমার দেখা হয়ে গেল’।
এই নিয়ে আইপিএলের আসরে এই নিয়ে মোট ৬ বার প্রথম বলেই আউট হয়েছেন কোহলি। সেগুলি হল ২০০৮ সালে মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে নেহেরার হলে, ২০১৪ সালে পঞ্জাব কিংসের বিরুদ্ধে সন্দীপ শর্মার বলে, ২০১৭ সালে কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে নাথান কুল্টার নেইলের বলে, ২০২২ সালে লখনউ সুপার জায়ান্টসের বিরুদ্ধে দুশমন্ত চামিরার বলে, ২০২২ সালে সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে মার্কো জেনসেনের বলে, ২০২২ সালে সানরাইজার্স হায়দরাবাদের বিপক্ষে জগদীশ সুচিথের বলে আউট হন বিরাট।