নিজস্ব প্রতিনিধি: দিন কয়েক আগেই নিজের বায়োপিক তৈরি হওয়ার কথা চূড়ান্ত করেছিলেন সৌরভ গঙ্গোপাধ্যায়। টুইট করে এই কথা সকলকে জানিয়ে ছিলেন ভারতীয় দলের প্রাক্তন অধিনায়ক। তারপর থেকেই সৌরভের ফ্যানদের মধ্যে উত্তেজনা তুঙ্গে উঠেছে। প্রিয় খেলোয়াড়ের জীবন সংগ্রামের গল্প বড়পর্দায় দেখার জন্য মুখিয়ে রয়েছেন ভক্তরা। শুরু ফ্যানরাই নন, বর্তমান বিসিসিআই প্রেসিডেন্ট নিজেও তাঁর বায়োপিক নিয়ে বিশেষভাবে আগ্রহী।
কিন্তু প্রশ্নটা ছিল যে, ‘দাদা’-র বায়োপিকে কে মূল চরিত্রে তথা সৌরভরে চরিত্রে অভিনয় করবেন? নাম উঠে এসেছিল হৃত্বিক রোশন এবং রণবীর কাপুরের। টিম ইন্ডিয়ার প্রাক্তন অধিনায়কের ভূমিকায় অভিনয় করার জন্য শোনা গিয়েছিল বাংলার অভিনেতা পরমব্রত চট্টোপাধ্যায়ের নামও। কারণ, তাঁর সঙ্গে নাকি বিসিসিআই সভাপতির আদলের মিল আছে।
তবে শোনা যাচ্ছে অন্য কেউ নয়, বাংলার মহারাজ নাকি নিজেই তাঁর বায়োপিকে অভিনয় করতে পারেন। এই খবর ছড়াতেই সৌরভের অনুরাগীদের আর আনন্দের সীমা নেই। তবে এই খবর এখনও চূড়ান্ত নয়। আর সৌরভ নিজেও এই নিয়ে কিছু জানাননি।
জানা গিয়েছে, বলিউড অভিনেতা রণবীর কাপুর নাকি সাফ জানিয়ে দিয়েছেন তিনি আর কারও বায়োপিকে অভিনয় করতে আগ্রহী নন। আর টলিউডের পরমব্রতকে নিয়ে প্রযোজক একদমই আগ্রহী নন। তবে সৌরভকে কি তাঁর নিজের চরিত্রে অভিনয় করার সুযোগ দেবেন প্রযোজক? এই প্রশ্নই এখন সর্বত্র ঘুরপাক খাচ্ছে।