26ºc, Rain
Sunday, 14th August, 2022 12:18 pm
নিজস্ব প্রতিনিধি, মুম্বই: ২২ গজে অভিষেকের দিন থেকে জীবনের শেষ আন্তর্জাতিক ম্যাচে (international match) তাকে দেখা গিয়েছিল ডান হাতে। দেখা গেছিল বললে একটু খাটো করা হবে। বিশ্ব দেখেছিল তাঁর ব্যাটের জাদু (magic)। ব্যাট (bat) থেকে বেরিয়েছে চার-ছয়ের ফুলঝুড়ি।
এবার সেই ডানহাতি ক্রিকেটার শচিন (Sachin)বাঁ হাতে গলফের (golf) স্টিক ধরে দর্শকদের চমকে দিলেন। তিনি নিজের টুইটার হ্যান্ডেলে খেলার একটি মুহূর্ত পোস্ট করেন। সেই ভিডিয়োতে (video) তিনি ছোট একটি ক্যাপশানও জুড়ে দেন। যা দেখে নেটিজেনরা মুগ্ধ।
শচিন সম্প্রতি জানান, তিনি ডানহাতি ব্যাটসম্যান (right handed batsman) হলেও লেখালেখি বাঁহাতে। আর টুইটার ( twitter) হ্যান্ডেলে আপলোড করা ভিডিয়োতে (video )তিনি লেখেন, ‘আমি অধিকাংশ কাজ করি বাঁ হাত দিয়ে। খাওয়া-দাওয়া তো আছে। সেই সঙ্গে লেখালেখি। আর ডান হাত দিয়ে ধরি কাঠের লাঠি (wooden sticks)।’ কাঠের লাঠি বলতে শুধু গলফ স্টিক বোঝাতেই চাননি, ক্রিকেট ব্যাটও বোঝাতে চেয়েছেন।
আসল গল্প তো বলাই হল না।
যে ছবি সোশ্যাল মিডিয়ায় (Social) আপলোড হয়েছে সেটাকে মিরর ভিউ। আয়নায় প্রতিফলিত কোনও ছবি। ডান হাত আয়নায় বাঁ হাত হয়ে যায়। আর শচিনের (Sachin)ডান হাতে ধরে থাকা গলফস্টিক আয়নায় প্রতিফলনের ফলে বাঁহাত (left hand) হয়ে গেল। তবে আয়নায় ডান হাত বাঁ হাত হয়ে গেলও শচিন যে ক্রিকেটের মতো ভালো গলফ খেলতে পারেন, সেটা জানা গেল তাঁর টুইটার হ্যান্ডেলে আপলোড করা ভিডিয়ো দেখে।