এই মুহূর্তে




মহিলাদের বিশ্বকাপ ফাইনালে জাতীয় সঙ্গীত গাইবেন সুনিধি, থাকছে আরও বিশেষ অনুষ্ঠান

নিজস্ব প্রতিনিধি: আর মাত্র কয়েক ঘণ্টা, রবিবার (২ নভেম্বর) বিকেল ৩ টে থেকে শুরু হবে মহিলাদের একদিনের বিশ্বকাপ ফাইনাল। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে লড়বেন দেশের মহিলা ক্রিকেটাররা। সুতরাং টানটান উত্তেজনা দেশ জুড়ে বহাল। কেননা বিশ্বকাপের ১২ তম মরসুমের কোনও পর্বেই জয় হয়নি ভারতের। দু’বার ফাইনাল পর্যন্ত পৌঁছেও অস্ট্রেলিয়ার কাছে হারতে হয় ভারত কে। তাই আজকের ম্যাচের অপেক্ষায় গোটা দেশ বাসী। যাই হোক, বিশ্বকাপের ফাইনালে টানটান লড়াই তো থাকছেই, সঙ্গে থাকছে বিনোদনের ব্যবস্থাও। হ্যাঁ, রবিবার (২ নভেম্বর) ফাইনালের দু ইনিংসের বিরতিতে দর্শকদের জন্যে বাড়তি মনোরঞ্জনের ব্যবস্থা করেছে ভারতীয় ক্রিকেট বোর্ডের (BCCI) কর্তারা।

ফাইনালের বিরতিতে নাভি মুম্বইয়ের স্টেডিয়ামে আতশবাজি, লেজার শোয়ের ব্যবস্থা করা হয়েছে। সঙ্গে নাচ-গানের অনুষ্ঠানের ব্যবস্থাও করা হয়েছে। গান গাইবেন বলিউডের জনপ্রিয় গায়িকা সুনিধি চৌহান। তাঁর সঙ্গে থাকবেন ৬০ জন নৃত্যশিল্পী। এছাড়া আতশবাজির প্রদর্শনীর পরিকল্পনা সঞ্জয় শেট্টির। ড্রোন শোয়েরও ব্যবস্থা থাকবে। সব মিলিয়ে ৩৫০ জন শিল্পী অংশ নেবেন দু’ইনিংসের বিরতির অনুষ্ঠানে। তবে জানা গিয়েছে, খেলা শুরুর আগে দেশের জাতীয় সঙ্গীত গাইবেন সুনিধি। এরপরেই শুরু হবে ম্যাচ। পাশাপাশি ফাইনালের আগে দক্ষিণ আফ্রিকার জাতীয় সঙ্গীত গাইবেন ট্যারিন ব্যাংক। আর বিশ্বকাপ ফাইনালে গান গাওয়ার সুযোগ পেয়ে খুবই উত্তেজিত সুনিধি চৌহান। তাঁর কথায়, মহিলাদের বিশ্বকাপ ফাইনালে গান গাওয়ার সুযোগ পাওয়া তাঁর কাছে অত্যন্ত সম্মানের। এই অনুষ্ঠানের জন্য অপেক্ষায়। ভারত ফাইনাল খেলবে। গ্যালারি ভর্তি দর্শক থাকবে। সেখানে গাওয়ার সুযোগ করে দেওয়ার জন্যে BCCI কে ধন্যবাদ। এই দিনটা চিরজীবন মনে রাখবেন তিনি।

রবিবার দুপুর ৩টে থেকে শুরু হচ্ছে ভারত-দক্ষিণ আফ্রিকার ফাইনাল ম্যাচ। আগে দু’বার ফাইনালে উঠেও চ্যাম্পিয়ন হতে পারেনি ভারত। ২০০৫ এবং ২০১৭ সালে বিশ্বকাপের ফাইনাল পর্যন্ত পৌঁছেও ট্রফি হাতে ফিরতে পারেনি ভারত। পাশাপাশি ২০২৩ সালেও অস্ট্রেলিয়ার বিরুদ্ধে হেরেছে ভারতের পুরুষ ক্রিকেট দল। তাই এবার বদলা নেওয়ার পালা।অন্যদিকে একবারও বিশ্বকাপ জিততে পারেনি দক্ষিণ আফ্রিকাও। তাই আজ মাঠে লড়াই যে টানটান হবে, তা বলাই বাহুল্য! কেউ এক চুলও জায়গা ছাড়বে না!

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

ফর্মে ফিরল ‘পরশুরাম’, টিআরপিতে মুখ পুড়ল ‘পরিণীতা’-র, শীর্ষাসন দখলে কার?

বিরাট পদক্ষেপ! দুবাইয়ে ‘আল্ট্রা-লাক্সারি’ প্রাইভেট আইল্যান্ড তৈরি করতে চলেছেন রণবীর-আলিয়া

চোট সারিয়ে ২২ গজে ফিরছেন পন্থ, কীভাবে প্রত্যাবর্তন জানালেন ঋষভ

‘আপনাদের লজ্জা নেই?’ ধর্মেন্দ্রর জুহুর বাড়ির সামনে পাপারাজ্জিদের ভিড় দেখে চটলেন সানি দেওল

ইয়ামালের চিকিৎসা নিয়ে বাক বিতণ্ডা, সম্মুখ সমরে বার্সা-ফেডারেশন

জনসমক্ষে রশ্মিকার হাতে আদরের চুম্বন, তবে কী সম্পর্কে সিলমোহর দিয়েই দিলেন বিজয়?

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ