এই মুহূর্তে

২টি নামী টেস্ট খেলা দেশের দেখা মিলবে না ২৩’র বিশ্বকাপ ক্রিকেটে

নিজস্ব প্রতিনিধি: ঘোষণাটা অনেক আগেই করে দেওয়া হয়েছিল। তাই কেউ সরাসরি আঙুল তুলতে পারছেন না বিশ্বকাপ ক্রিকেটের(World Cup Cricket) নিয়ন্ত্রক আইসিসি’র দিকে। যদিও প্রথম দিকে প্রশ্ন উঠেছিল, যেভাবে ১০টি দেশকে নিয়ে ২০২৩ সালের একদিনের বিশ্বকাপ ক্রিকেটের আসর বসতে চলেছে ভারতে(India) তাতে খেলোয়াড় দেশ বাছাইয়ের পদ্ধতি ঠিক কিনা। সেই প্রশ্ন যে অমূলক ছিল না তার নমুণা এখন প্রকট হয়ে উঠছে। যা অবস্থা তাতে দেখা যাচ্ছে আন্তর্জাতিক একদিনের ক্রিকেটের জগতে ৪টি বড় দেশের মধ্যে ২টি দেশকে দেখাই যাবে না আগামী বছরের ক্রিকেট বিশ্বকাপে। আবার এমনও হতে পারে যে এই ৪টি দেশের মধ্যে ১টিকেও দেখা যাবে না। এই ৪টি দেশ হল ওয়েস্ট ইন্ডিজ়, শ্রীলঙ্কা, দক্ষিণ আফ্রিকা এবং জ়িম্বাবোয়ে। আর এখানেই প্রশ্নের মুখে পড়েছে আইসিসি(ICC) এবং তাঁদের ২০২৩ সালের বিশ্বকাপ ক্রিকেটের জন্য দল বাছাইয়ের পদ্ধতি।

ঠিক কী হয়েছে? আগামী বছর অক্টোবর ও নভেম্বর মাসে ভারতে বসতে চলেছে ত্রয়োদশ একদিনের ক্রিকেটের বিশ্বকাপের আসর। আইসিসি অনেক আগেই জানিয়েছিল সেই প্রতিযোগিতা হবে ১০টি দেশকে নিয়ে। তার মধ্যে আয়োজক দেশ হিসাবে ভারত সরাসরি প্রতিয়োগিতায় খেলার সুযোগ পাবে। এছাড়াও ২০১৯ সালের ক্রিকেট বিশ্বকাপের জয়ী দল হিসাবে ইংল্যান্ডও সরাসরি খেলার সুযোগ পাবে। আরও ৬টি দেশ সরাসরি সেখানে খালার সুযোগ পাবে। বাকি ৬টি দেশের মধ্যে পয়েন্টের বিচারে অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, বাংলাদেশ, পাকিস্তান ও আফগানিস্তান তাঁদের জায়গা পাকা করে ফেলেছে। শেষ জায়গাটির জন্য লড়াই চলছে ওয়েস্ট ইন্ডিজ়, আয়ারল্যান্ড, শ্রীলঙ্কা, দক্ষিণ আফ্রিকা, জ়িম্বাবোয়ে এবং নেদারল্যান্ডসের মধ্যে। এখান থেকে আর মাত্র ১টি দেশ সরাসরি খেলার সুযোগ পাবে বিশ্বকাপে। বাকি ৫টি দেশকে খেলতে হবে আইসিসির পাঁচটি অ্যাসোসিয়েট দেশের বিরুদ্ধে। সেখান থেকে আবার দু’টি দল উঠে আসবে মূল পর্বে।

এখন দেখা যাচ্ছে যা অবস্থা তাতে ২০২৩ এর বিশ্বকাপে ওয়েস্ট ইন্ডিজ, শ্রীলঙ্কা, দক্ষিণ আফ্রিকা ও জিম্বাবোয়ে এই ৪টি দেশের মধ্যে যে কোনও ২টি দেশকে নাও দেখা যেতে পারে। যদিও বিশেষজ্ঞদের দাবি, ২টি নয় ১টি দেশকে দেখা যাবে না বিশ্বকাপে। কেননা তাঁদের বিশ্বাস এই ৪টি দেশের মধ্যে যে কোনও ১টি দেশ সরাসরি খেলার সুযোগ পেয়ে যাবে এবং বাকি ২টি দেশ আইসিসির পাঁচটি অ্যাসোসিয়েট দেশকে হারিয়ে ঠিকই মূল পর্বে খেলার যোগ্যতা অর্জন করে নেবে। যদিও এই হিসাব এত সহজে মেনে নিতে পারছেন না অধিকাংশ ক্রিকেট বিশেষজ্ঞরা। কেননা তাঁরা সাফ জানাচ্ছেন, এই ৪টি দল বাংলাদেশ ও আফগানিস্তানের থেকে অনেক ভাল দল। সেই হিসাবে তো বাংলাদেশ ও আফগানিস্তানের জায়গায় ওই ৪টি দেশের মধ্যে যে কোনও ২টি দেশ ইতিমধ্যেই সরাসরি খেলার যোগ্যতা অর্জন করে নিতে পারত। কিন্তু সেটা তো হয়নি। ওয়েস্ট ইন্ডিজ, শ্রীলঙ্কা, দক্ষিণ আফ্রিকা ও জিম্বাবোয়েকে কার্যত কঠিন পরিস্থিতির মধ্যে ফেলে দিয়ে বাংলাদেশ ও আফগানিস্তান মূল পর্বে খেলার যোগ্যতা অর্জন করে নিয়েছে। সেক্ষেত্রে চোখ বুজে বলে দেওয়া যাবে না এই ৪টি দেশের মধ্যে ৩টি দেশ মূল পর্বে খেলার সুযোগ এখনও খুব সহজেই পেয়ে যাবে। ক্রিকেটপ্রেমীরা সম্ভবত ওই ৪টি দেশের মধ্যে অন্তত ২টি দেশকে ২০২৩ এর বিশ্বকাপে দেখতেই পাবেন না। অঘটনের মাত্রা বাড়লে ৪টি দলের কাউকেই নয়। আর এখানেই প্রশ্নের মুখে পড়েছে আইসিসি’র এবারের ১০টি দেশকে নিয়ে বিশ্বকাপ আয়োজনের বিষয়টি। প্রশ্নের মুখে দল বাছাইয়ের পদ্ধতি।

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

মুম্বইকে ৩১ রানে হারিয়ে জয়ী কামিংসের হায়দরাবাদ

হেড-অভিষেক-ক্লাসেনের তাণ্ডব, মুম্বইয়ের বিরুদ্ধে রেকর্ড রান তুলল হায়দরাবাদ

বুধবার প্রথম জয়ের লক্ষ্যে মাঠে নামছে মুম্বই-হায়দরাবাদ

ফের বাবর কি পাক অধিনায়কের দায়িত্বে, জল্পনা তুঙ্গে

অন্য অধিনায়কের অধীনে খেলে মর্যাদা ক্ষুন্ন হয় না, রোহিতের পাশে দাঁড়িয়ে বার্তা সিধুর

মেসিকে ছাড়াই কোস্টারিকাকে হারাল আর্জেন্টিনা, গোল করলেন ডি মারিয়া

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ

দার্জিলিং

কালিম্পং

জলপাইগুড়ি

আলিপুরদুয়ার

কোচবিহার

উত্তর দিনাজপুর

দক্ষিণ দিনাজপুর

মালদা

মুর্শিদাবাদ

নদিয়া

পূর্ব বর্ধমান

বীরভূম

পশ্চিম বর্ধমান

বাঁকুড়া

পুরুলিয়া

ঝাড়গ্রাম

পশ্চিম মেদিনীপুর

হুগলি

উত্তর চব্বিশ পরগনা

দক্ষিণ চব্বিশ পরগনা

হাওড়া

পূর্ব মেদিনীপুর