এই মুহূর্তে




হতে পারে একটি বদল, বিশ্বকাপ ফাইনালে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ভারতের মহিলা বাহিনীর সম্ভাব্য একাদশ

নিজস্ব প্রতিনিধি:  হরমনপ্রীত কৌরের টিম ইন্ডিয়া ইতিহাস লেখা থেকে মাত্র আর কয়েক হাত দূরে। রবিবার বিকেলে নভি মুম্বইয়ের ডিওয়াই পাতিল স্টেডিয়ামে আইসিসি মহিলা বিশ্বকাপ ২০২৫ ফাইনালে দক্ষিণ আফ্রিকার মুখোমুখি হবে ভারতের মহিলা বাহিনী। যেভাবে দুটি দল ফাইনালে উঠেছে তাতে এই ম্যাচটিই নতুন বিশ্ব চ্যাম্পিয়নের পরিচয় দেবে। বলার অপেক্ষা রাখেনা যে, এই লড়াইটি উত্তেজনাপূর্ণ হতে চলেছে।  দু’দলের কাছেই রয়েছে প্রথম বার ট্রফি জেতার সুযোগ। সেটা স্বাভাবিকভাবেই কেউ হাতছাড়া করতে চাইবেন না। ভারতের জন্য, এটি  আরেকটি শিরোপা জয়ের চেয়েও বেশি কিছু।  এটি বিশ্ব মঞ্চে বছরের পর বছর ধরে প্রায় মিস করা এবং হৃদয়বিদারক অভিজ্ঞতার অবসান ঘটানোর একটি সুযোগ।

জানা যাচ্ছে, ভারত প্রথম একাদশে একটি ছোট বদল করতে পারে। সূত্রের খবর, এক অলরাউন্ডারকে দলে আনা হতে পারে ব্যাটিং আরও শক্তিশালী করতে। দেখে নিন সম্ভাব্য একাদশ…

স্মৃতি মন্ধানা:  তিনি দলের সহ-অধিনায়ক।  রান করা হোক বা রান তাড়া করা, দুই  ক্ষেত্রে স্মৃতি সমান পারদর্শী । সেমিফাইনালে  বেশি রান করতে না পারলেও ফাইনালে  বড় ইনিংসের দিকে তাকিয়ে রয়েছে দল।

শেফালি বর্মা: প্রতিকা রাওয়াল চোট পাওয়ায়  বিশ্বকাপে তিনি ডাক পান। শেফালি ভার্মা এবং স্মৃতি মান্ধানা এক অসাধারণ ওপেনিং জুটি তৈরি করেছেন।

জেমাইমা রদ্রিগেজ: ভারতকে ফাইনালে পৌঁছে দেওয়ার নেপথ্যে রয়েছেন তিনি। সেমিফাইনালে তাঁর শতরান  ভারতকে এই জায়গায় পৌঁছে দিয়েছে। ফাইনালেও জেমাইমা নজরকাড়া খেলা খেলতে চাইবেন। গোটা দেশ তাঁর দিকে তাকিয়ে

হরমনপ্রীত কৌর: তিনি অধিনায়ক। জেমাইমার শতরানে পাশাপাশি ভারতকে সেমিতে তুলেছে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে হরমনপ্রীত অর্ধশতরান ।

দীপ্তি শর্মা: ব্যাট এবং বল, দু’ভাবেই দলের শক্ত ঘুঁটি।  ফাইনালে দলের সাফল্য অনেকটাই তাঁর নির্ভর করবে।

রিচা ঘোষ: চোট পেলেও ফের ফিরেছেন দলে। চালিয়ে খেলতে পারেন  ক্যাচ ধরার দিকে বেশি মনোযোগী হতে হবে।

আমনজ্যোৎ কৌর:  অস্ট্রেলিয়া ম্যাচে জয়ের রান এসেছে তাঁর ব্যাটে। ফাইনালে সুযোগ  রয়েছে ভালো খেলার।

স্নেহ রানা: সেমিফাইনালে না খেললেও রাধা যাদবের জায়গায় ফাইনালে তাঁকে খেলানো হতে পারে । এই একটিই বদল করতে পারে ভারত।   রানার বোলিংও  ভালো।  নবি মুম্বইয়ের পিচে বল ঘোরাতে পারলে সুবিধা ভারতের।

ক্রান্তি গৌড়: ধীরে ধীরে ফর্ম ফিরেছেন।  তাঁর বলের নিয়ন্ত্রণ দরকারি।

শ্রী চরণী: অস্ট্রেলিয়াকে সেমিফাইনালে ওভারপ্রতি পাঁচের কম রান দিয়েছিলেন চরণী। ফাইনালেও এই ফর্ম চাইছে দল।

রেণুকা সিংহ:  সেমিফাইনালে তিনিও চরণীর মত অস্ট্রেলিয়াকে পাঁচের কম রান দিয়েছেন। প্রথম স্পেলে   দু’-একটি উইকেট নিয়ে নিতে পারলে ভারতের জয়ের সম্ভাবনা বাড়বে।

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

ইডেনের টেস্টে বাদ পড়ছেন এক ভারতীয় খেলোয়াড়, ইঙ্গিত সহকারী কোচের

ফুটবল থেকে অবসরের সময় জানিয়ে দিলেন রোনান্ডো

ইডেনে বড় ম্যচের আগে কালীঘাটের মন্দিরে গম্ভীর, দিলেন পুজো

ক্রিকেটার শুভমন গিলের আত্মীয় কি শেহনাজ, নীরবতা ভাঙলেন অভিনেত্রী

দ্বিতীয়বার বিয়ে করলেন আফগান ক্রিকেটার, তিন মাস বাদে জানালেন সুখবর

বিশ্ব রেকর্ড, জুয়াখেলার অভিযোগে তুরস্কে নিষিদ্ধ ১,০২৪ ফুটবলার

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ