এই মুহূর্তে

WEB Ad Valentine 3

WEB Ad_Valentine

৯জন বিধায়ক পেয়ে গেলেন লোকসভার নির্বাচনে তৃণমূলের টিকিট

Courtesy - Twitter

নিজস্ব প্রতিনিধি: কলকাতার ব্রিগেড প্যারেড গ্রাউন্ডের সভা থেকে এদিন ঘোষণা করে দেওয়া হয়েছে রাজ্যের ৪২টি লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থীদের(TMC Candidates) নাম। সেই তালিকায় যেমন পূর্বতন ৭জন তৃণমূল সাংসদের নাম বাদ গিয়েছে তেমনি ২৭জন নতুন মুখও রয়েছেন। এদের মধ্যে আবার ৯জন এখন বিধায়ক(MLA)। কেউ তৃণমূলের তো কেউ বিজেপির। এরা যদি ২৪’র ভোটে(General Election 2024) জয়ী হন তাহলে তাঁদের বিধানসভা কেন্দ্রে উপনির্বাচন অবশ্যম্ভাবী হয়ে পড়বে। আবার বিজেপি প্রথম দফার যে প্রার্থী তালিকা প্রকাশ করেছে সেখানে আবার ২জন বিধায়ক রয়েছেন। সব মিলিয়ে এখনও পর্যন্ত রাজ্যের ১১জন বিধায়ক নেমে পড়েছেন ২৪’র ভোট যুদ্ধে। একই সঙ্গে বিধানসভার ৩টি আসনও ফাঁকা আছে। এর মধ্যে ১টি কেন্দ্রে নির্বাচন আটকে আছে আইনি জটিলতার জেরে। কিন্তু বাকি ২টি কেন্দ্রে সেই রকমের কোনও সমস্যা নেই। তাই অনেকেই মনে করছেন, লোকসভা নির্বাচনের সময় বা পরে রাজ্যে ২ দফায় খুব কম করেও ১১ থেকে ১৩টি বিধানসভা কেন্দ্রে উপনির্বাচন(Bye Election) অনুষ্ঠিত হতে পারে। আর সেক্ষেত্রে যে বিজেপির(BJP) ধাক্কা খাওয়ার সম্ভাবনা সব থেকে বেশি সেটা আর বলার অপেক্ষা রাখে না। 

তৃণমূল এদিন যে ৯জন বিধায়ককে লোকসভা নির্বাচনের টিকিট দিয়েছে তাঁদের মধ্যে ৩জন একুশের নির্বাচনে জেতা বিজেপি বিধায়ক। এরা হলে মুকুটমণি অধিকারী, বিশ্বজিৎ দাস এবং কৃষ্ণ কল্যানী। মুকুট রানাঘাট দক্ষিণ বিধানসভা কেন্দ্রের বিধায়ক। তিনি টিকিট পেয়েছেন রানাঘাট লোকসভা কেন্দ্র থেকে। বিশ্বজিৎ বাগদা বিধানসভা কেন্দ্রের বিধায়ক। ২৪’র ভোটে লড়াই করার টিকিট পেয়েছেন বনগাঁ থেকে এবং কৃষ্ণ কল্যাণী রায়গঞ্জের বিধায়ক, লোকসভায় লড়াই করার টিকিট পেয়েছেন রায়গঞ্জ থেকেই। ধূপগুড়ি উপনির্বাচনে জেতা তৃণমূল বিধায়ক নির্মলচন্দ্র রায় দলের টিকিট পেয়েছেন জলপাইগুড়ি লোকসভা কেন্দ্র থেকে। এর বাইরে কোচবিহার জেলার সিতায়ের তৃণমূল বিধায়ক জগদীশ চন্দ্র বাসুনিয়া টিকিট পেয়েছেন কোচবিহার থেকে। দক্ষিণ দিনাজপুর জেলার হরিরামপুর বিধানসভা কেন্দ্রের তৃণমূল বিধায়ক তথা রাজ্যের মন্ত্রী বিপ্লব মিত্র বালুরঘাট লোকসভা কেন্দ্র থেকে জোড়াফুলের প্রার্থী হচ্ছেন। উত্তর ২৪ পরগনা জেলার নৈহাটি বিধানসভা কেন্দ্রের বিধায়ক তথা রাজ্যের মন্ত্রী পার্থ ভৌমিক টিকিট পেয়েছেন ব্যারাকপুর লোকসভা কেন্দ্র থেকে। মেদিনীপুর বিধানসভা কেন্দ্রের তৃণমূল বিধায়ক জুন মালিয়া মেদিনীপুর লোকসভা কেন্দ্র থেকেই দলের টিকিট পেয়েছেন। বাঁকুড়া জেলার তালডাংরার তৃণমূল বিধায়ক অরূপ চক্রবর্তী বাঁকুড়া লোকসভা কেন্দ্র থেকে দলের টিকিটে প্রার্থী হচ্ছেন।

এদের বাইরে মুর্শিদাবাদ জেলার ভগবানগোলার তৃণমূল বিধায়ক ইদ্রিস আলি সম্প্রতি মারা গিয়েছেন। সেই আসনেও উপনির্বাচন হবে। আবার উত্তর ২৪ পরগনা জেলার বরানগর বিধানসভা কেন্দ্রের তৃণমূল বিধায়কের পদ থেকে ইস্তফা দিয়ে বিজেপিতে যোগ দিয়েছেন তাপস রায়। তাই সেই কেন্দ্রেও উপনির্বাচন হবে। একই সঙ্গে বিজেপির টিকিটে আলিপুরদুয়ার কেন্দ্র প্রার্থী হয়েছে মাদারিহাট কেন্দ্রের বিজেপি বিধায়ক মনোজ টিগগা। মালদা দক্ষিণ লোকসভা কেন্দ্রে বিজেপির প্রার্থী হয়েছেন মালদা জেলারই ইংরেজবাজার বিধানসভা কেন্দ্র থেকে নির্বাচিত বিজেপি বিধায়িকা শ্রীরূপা মিত্র চৌধুরী। এই দুইজন জিতলে এদের কেন্দ্রেও উপনির্বাচন হবে। অর্থাৎ সব মিলিয়ে ১৩টি বিধানসভা কেন্দ্রে উপনির্বাচনের সম্ভাবনা থাকছে। তবে কলকাতার মানিকতলা বিধানসভা কেন্দ্রে আইনি জটিলতার কারণে সম্ভবত এখনই উপনির্বাচন অনুষ্ঠিত হচ্ছে না। তবে বাকি ১৩টি বিধানসভা কেন্দ্রে উপনির্বাচন যখনই হোক না কেন, বিজেপির ধাক্কা বাঁধা। কেননা, এখনকার রাজ্য রাজনৈতিক পরিস্থিতিতে রায়গঞ্জ, রানাঘাট দক্ষিণ এবং বাগদায় বিজেপির পক্ষে আসন ধরে রাখা সম্ভব নয়। আবার মনোজ টিগগা এবং শ্রীরূপা মিত্র চৌধুরী ভোটে জিতে সাংসদ হলেও তাঁদের ছেড়ে যাওয়া আসন যে বিজেপিই জিতবে সেটাও চোখ বুজে বলে দেওয়া যায় না।

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

ডায়মন্ড হারবার ও আনন্দপুর থানার ওসিকে সরিয়ে দিল নির্বাচন কমিশন

উত্তরপাড়ার মাখলাতে দৃষ্টিহীনদের মাধ্যমিক পরীক্ষায় নজর কাড়া ফলাফল

রাস্তা পার হতে গিয়ে প্রখর রৌদ্রে মাথা ঘুরে লরির তলায় পড়ে মৃত্যু বৃদ্ধের

রাজভবনের অন্দরে ওঠা অভিযোগ প্রসঙ্গে রাজ্যপালের বিরুদ্ধে সরব সায়নী ও লাভলী মৈত্র

কৃত্রিম বৃষ্টি রামনগরের স্কুলে! গরম থেকে মুক্তি পেতে আনন্দ নিকেতন স্কুলে অবাক করা কান্ড

গরমের মধ্যে কিছুটা স্বস্তি দিতে উদ্যোগী হল রাজগঞ্জ থানার পুলিশ

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ

দার্জিলিং

কালিম্পং

জলপাইগুড়ি

আলিপুরদুয়ার

কোচবিহার

উত্তর দিনাজপুর

দক্ষিণ দিনাজপুর

মালদা

মুর্শিদাবাদ

নদিয়া

পূর্ব বর্ধমান

বীরভূম

পশ্চিম বর্ধমান

বাঁকুড়া

পুরুলিয়া

ঝাড়গ্রাম

পশ্চিম মেদিনীপুর

হুগলি

উত্তর চব্বিশ পরগনা

দক্ষিণ চব্বিশ পরগনা

হাওড়া

পূর্ব মেদিনীপুর