এই মুহূর্তে




দেবদূতের ভূমিকায় SI পদের পরীক্ষার্থীর পাশে চুঁচুড়ার পুলিশ অফিসার, পৌঁছে দিলেন সঠিক কেন্দ্রে

নিজস্ব প্রতিনিধি: হবু পুলিশ হওয়ার স্বপ্ন নিয়ে আসা পরীক্ষার্থীর পাশে দাঁড়ালেন পুলিশকর্মী! রবিবার ছিল পুলিশের সাব ইন্সপেক্টর পদে পরীক্ষা। রাজ্যজুড়ে একাধিক জায়গায় পড়েছে পরীক্ষার কেন্দ্র। পরীক্ষার্থীরা তাঁদের কেন্দ্র অনুযায়ী নিজের জেলা ছেড়ে এসেছেন অন্য জেলায়। এক ভিন জেলার পরীক্ষার্থী ভুল করে অন্য জায়গায় চলে যাওয়ার সময়েই দেবতা হয়ে এলেন এক পুলিশ অফিসার। তিনিই সমস্য নষ্ট না করে পরীক্ষার্থীকে যথা সময়ে পৌঁছে দিলেন পরীক্ষা কেন্দ্রে।

ঘটনাটি হুগলির চুঁচুড়া থানা এলাকার। জানা গিয়েছে পূর্ব বর্ধমানের সুরজকুমার সাউ-এর পুলিশের সাব ইন্সপেক্টর পদে পরীক্ষার জন্য সিট পরেছিল ব্যান্ডেলের সাহাগঞ্জ শ্যামাপ্রসাদ জাতীয় বিদ্যালয়। কিন্তু তিনি ভুলবশত চুঁচুড়া স্টেশনে নেমে পরেন। ভুল করেছেন এবং হাতে সময় কম বুঝতে পেরেই সুরজকুমার পুলিশ ভ্যানের কাছে গিয়ে সাহায্য প্রার্থনা করেন। সেই মুহূর্তে পুলিশ তাঁকে ব্যান্ডেলে পরীক্ষাকেন্দ্রে যাওয়ার জন্য একটি টোটোর ব্যবস্থা করে দেয়। কিন্তু টোটোর ভাড়া দেওয়ার মত সামর্থ ছিল না সুরজকুমার সাউ-এর। এই মুহূর্তে আর অপেক্ষা না করে দেবদূত হয়ে এগিয়ে আসেন কর্তব্যরত পুলিশ আধিকারীক সমীর কর্মকার। তিনি সিদ্ধান্ত নেন পুলিশের গাড়ি করে সুরজকে পরীক্ষাকেন্দ্রে পৌঁছে দেওয়ার।

সমীর কর্মকার পুলিশের গাড়ি করে সুরজকে পৌঁছে দেন নির্দিষ্ট পরীক্ষাকেন্দ্রে। বিপদের সময়ে পাশে এসে দাঁড়ানোর জন্য পূর্ব বর্ধমানের পরীক্ষার্থী ধন্যবাদ জানিয়েছেন। পুলিশের সাহায্যে পরীক্ষাকেন্দ্রে পৌঁছান বলেই জানিয়েছেন সুরজকুমার সাউ। সূত্রে জানা গিয়েছে, এসআই পরীক্ষার কেন্দ্র করা হয়েছে চুঁচুড়া শহরের বেশ কয়েকটি স্কুলকে। ভিন জেলায় পরীক্ষার্থীরা এলে যাতে কোনও সমস্যা না হয় সেই দিকে পুলিশ আগে থেকেই নজর রাখছি। সেই সময়েই ঘটে এই ঘটনা। পুলিশের মানবিক দিকের প্রশংসা করেছেন অনেকেই।

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

স্ত্রী পুত্রের নথিতে গোলমাল, দেশছাড়া হতে হবে, SIR আতঙ্কে আত্মঘাতী প্রৌঢ়

BLO দের সহায়তার জন্য দেওয়া হচ্ছে সহকারী, ফর্ম ডিজিটাইজেশন নিয়ে ক্ষুব্ধ নির্বাচন কমিশন

কথা দিয়েও বেহালা পশ্চিমের জনতা দরবারে গেলেন না, জেলমুক্তির এক সপ্তাহ পরেও গৃহবন্দি পার্থ

শিবপুরে শুট আউট, আবাসনে ঢুকে মহিলাকে গুলি

বাড়ির উঠোন থেকে উদ্ধার BLO’র দেহ, চাঞ্চল্য এলাকায়

সপ্তাহের মাঝেই শিয়ালদহ ডিভিশনে একগুচ্ছ ট্রেন বাতিল, রইল তালিকা

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ