নিজস্ব প্রতিনিধি: ফের বজ্রপাতের জেরে মৃত্যুর ঘটনা ঘটল রাজ্যে। তবে এবার মৃত্যু হল একটি গবাদিপশুর। কিন্তু ঘটনাস্থলের কাছাকাছি থেকেও অল্পের জন্য প্রাণে বাঁচলেন এক গৃহবধূ। এই ঘটনার জেরে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে ময়নাগুড়ির হেলাপাকরি আমেরশাড়ি এলাকায়।
স্থানীয় সূত্রে খবর, শনিবার সকাল থেকেই জলপাইগুড়ির বিভিন্ন প্রান্তে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত শুরু হয়েছে। সেই সঙ্গে পাল্লা দিয়ে পড়ছে বাজ। এই পরিস্থিতিতে বাড়ির বাইরে বাঁধা দুটি গরু আনতে যান ময়নাগুড়ির হেলাপাকরি আমেরশাড়ি এলাকার বাসিন্দা পাপড়ি রায় নামে এক গৃহবধূ। ঠিক সেই সময়ই পড়ে বাজ। যদিও বিষয়টি বুঝতে বেশ কিছুটা সময় লাগে তাঁর। কিছুটা দূরে থাকায় তিনি কোনওমতে এই যাত্রায় রক্ষা পেলেও বাজের আঘাতে প্রাণ হারিয়েছে তাঁর গরুটি।
পাপড়ি দেবী জানালেন, একটি গরু বাড়িতে রেখে অপর গরুটি আনতে যাবেন ঠিক সেই সময় বজ্রপাত হয়। সাথেসাথে তাঁর হাতে ও পায়ে আগুনের হলকা লাগার মতো অনুভূতি হয়। এরপর তিনি লক্ষ করেন বাইরে থাকা গরুটি মারা গেছে। সামান্য আহত হলেও তিনি প্রাণে বেঁচে গেছেন। কিন্তু তার গা হাত, পা ঝিমঝিম করছে। বিষয়টি তিনি স্থানীয় পঞ্চায়েতকে জানাবেন বলেও জানিয়েছেন।