এই মুহূর্তে

WEB Ad Valentine 3

WEB Ad_Valentine

‘কেন্দ্রের কাছে মাথা নিচু করব না’, ১০ গুণ উৎসাহ নিয়ে নবজোয়ার হবে: অভিষেক

নিজস্ব প্রতিনিধি: তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে (ABHISHEK BANERJEE) তলব করে সিবিআই নোটিশ পাঠিয়েছে। তার পরে বাঁকুড়ার সোনামুখীতে গাড়িতে উঠে বক্তব্য রাখলেন তিনি। বললেন, ‘যত চাপ আসুক কেন্দ্রের কাছে মাথা নিচু করব না’।

এদন তিনি বলেন, মাথা নোয়াতে হলে ভগবান-বাবা-মা-দলনেত্রী-গুরুজন এবং জনগণের কাছে তিনি নোয়াবেন। তাঁর দাবি, বিজেপি ভয় পেয়েছে বলেই কেন্দ্রীয় এজেন্সি দিয়ে হেনস্তা করতে চাইছে। অভিষেক বলেন, সোমবার থেকে ১০ গুণ উৎসাহ নিয়ে ফের শুরু হবে তৃণমূলে নবজোয়ার।

শুক্রবার সোনামুখী থেকে অভিষেক বলেন, প্রাকৃতিক দুর্যোগের মাঝেও স্বতঃস্ফূর্ত মানুষের জমায়েত হচ্ছে। শঙ্খধ্বনি-উলুধ্বনিতে ভরে উঠছে কর্মসূচি স্থল। তাতেই ভয় পেয়েছে বিজেপি। তিনি বলেন, বিজেপি কর্মকর্তা তাঁর দ্বারস্থ হচ্ছেন। এরপরেই তাঁর বার্তা, নিজের প্রার্থী নিজে বাছুন।

বলেন, বহিরাগত দিল্লি সরকারের কাছে তিনি মাথা নত করবেন না। অভিষেকের দাবি, তাঁকে সারদা-নারদা-কয়লা পাচার-গরুপাচারে ফাঁসাতে চেয়ে না পেরে এখন এসএসসি নিয়ে পড়েছে। তারপরেই বলেন, মানুষের সামনে দু’টি মঞ্চ করা হোক। একদিকে জেরার মঞ্চ, অন্যদিকে ফাঁসির। দোষী প্রমাণিত হলে তিনি ফাঁসিতে চড়তে প্রস্তুত বলেও দাবি করেন। এদিন তিনি বলেন, তাঁর অনুপ্রেরণা ক্ষুদিরাম-নেতাজি-বিবেকানন্দ- রামমোহন। বলেন, ‘নরেন্দ্র মোদির ভাঁওতা অনুপ্রেরণা নয়। বিজেপির সরকারকে উন্মত্ত, অহংকারী এবং দাম্ভিক বলে কটাক্ষ করেন তিনি। বলেন, বিজেপি ধর্মের রাজনীতি করে।

১০০ দিনের টাকা, আবাস যোজনার টাকা আদায়ে ২ মাস পরে দিল্লি ঘেরাও করার কথা বলেন অভিষেক। এরপরেই সিবিআই নোটিশ প্রসঙ্গে বলেন, জনসংযোগ যাত্রা বন্ধ করতেই এই নোটিশ। বলেন, অন্তত ২ দিন সময় দিতে পারত। কটাক্ষ, আজকের জমায়ত দেখে ওদের রাতের ঘুম উড়ে যাবে। 

তাঁর দাবি, তৃণমূল পরিচালিত সরকার রাজনৈতিক রঙ না দেখে সকলকে পরিষেবা দেয়। বলেন, সবুজ শিবির মানে সমন্বয়। দল বিশ্বাস করে, ‘নানা ভাষা নানা মত নানা পরিধান’- এ। অভিষেকের বার্তা, তাঁর জন্য নয় কিন্তু মানুষ রাস্তায় নামুক নিজেদের জন্য।

তাঁর অভিযোগ, ৩ বছর ধরে ইডি- সিবিআই লাগিয়ে তাঁকে হেনস্তা করার চেষ্টা করা হচ্ছে। বেছে বেছে তাঁর ঘনিষ্ঠ বৃত্তের লোককে অপদস্থ করা হচ্ছে। এমনকী ছাড় পাচ্ছেন না তাঁর স্ত্রীও। সিবিআই কে কটাক্ষ করে তিনি বলেন, রবি ঠাকুরের নোবেল থেকে সারদা-নারদা তদন্তে সিবিআই অগ্রগতি নেই। বলেন, চোরেরা বিজেপিতে গেলেই সাধু হয়ে যায়। বলেন, অপরাধ প্রমাণ হলে তাঁকে গ্রেফতার করুক কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। এরপরেই তাঁর দাবি, ‘চোখে চোখ রেখে কথা বলি’।

উল্লেখ্য, সোনামুখীতে তাঁর সভা করার কথা ছিল। সেই সভা থেকে ভার্চুয়ালি বক্তব্য রাখবেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। ভার্চুয়ালি উপস্থিত থাকতে পারেন অভিষেকও।

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

মাধ্যমিকের ফলপ্রকাশ ২ মে, উচ্চমাধ্যমিকের ৮ তারিখ

বেনজির কাণ্ড, বীরভূমে বিজেপির হয়ে মনোনয়ন জমা দুই প্রার্থীর

ম্যাচ ফিক্সিংয়ের মতো বিজেপি ‘অর্ডার ফিক্সিং’ করছে, তোপ অভিষেকের

অভিজিৎকে নিশানা বানিয়ে দেবাংশুকে বড় দায়িত্ব দিলেন মমতা

তমলুকে মমতার নিশানায় অভিজিৎ, বাদ পড়লেন না বিকাশও

ফের দুয়ারে ভোট, শান্তিপুর-ফুলিয়ার তাঁত শিল্পীরা হতাশার অন্ধকারেই দিন কাটাচ্ছেন

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ

দার্জিলিং

কালিম্পং

জলপাইগুড়ি

আলিপুরদুয়ার

কোচবিহার

উত্তর দিনাজপুর

দক্ষিণ দিনাজপুর

মালদা

মুর্শিদাবাদ

নদিয়া

পূর্ব বর্ধমান

বীরভূম

পশ্চিম বর্ধমান

বাঁকুড়া

পুরুলিয়া

ঝাড়গ্রাম

পশ্চিম মেদিনীপুর

হুগলি

উত্তর চব্বিশ পরগনা

দক্ষিণ চব্বিশ পরগনা

হাওড়া

পূর্ব মেদিনীপুর