এই মুহূর্তে

WEB Ad Valentine 3

WEB Ad_Valentine

ফের তাজা বোমা উদ্ধার বীরভূমে, চাঞ্চল্য

নিজস্ব প্রতিনিধি:  ঝালদা কাণ্ডের পর রাজ্য জুড়ে বেআইনি অস্ত্র ও বিস্ফোরক উদ্ধারের নির্দেশ দিয়েছিলেন খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। উদ্ধার হয়েছিল ব্যাপক আগ্নেয়াস্ত্র ও বোমা। বীরভূম (Birbhum) থেকেও উদ্ধার হয়েছিল একাধিক তাজা বোমা। ফের বোমা উদ্ধারকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়াল বীরভূমে। তৎপর পুলিশ- প্রশাসন। বীরভূমের নানুরের এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকা জুড়ে। উল্লেখ্য, এর আগে ১০ এপ্রিল ফের বোমাবাজির অভিযোগ উঠছিল বীরভূমে। শুধু তাই নয়, প্রতিবাদ করায় দুষ্কৃতীরা বন্দুকের বাঁট দিয়ে মাথায় মেরেছিল বলেও অভিযোগ। মুরারইয়ের বাড়শার কাশিমনগরের এই ঘটনার পর ফের তাজা বোমা উদ্ধার করা হলো নানুরে।

স্থানীয় সূত্রে খবর, নানুর থানার থুপসড়া গ্রামের এক জায়গা থেকে উদ্ধার করা হয়েছে তিন বালতি বোমা। প্রায় ৫০ টি বোমা (Bomb) উদ্ধার করা হয়েছে ওই গ্রামের একটি বাঁশ বাগান থেকে। এই ঘটনায় এলাকা জুড়ে ছড়িয়েছে চাঞ্চল্য। পুরো জায়গা ঘিরে রেখেছে পুলিশ। খবর পাঠানো হয়েছে বম্ব স্কোয়াডকে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, সোমবার গোপন সূত্রে খবর পেয়েই চালানো হয়েছিল এই অভিযান। তাতেই মিলেছে সাফল্য। এই কাণ্ডের সঙ্গে কে বা কারা জড়িত তা জানার চেষ্টা করা হচ্ছে। আরও বলা হয়, এই ধরণের অভিযান অব্যাহত থাকবে। প্রসঙ্গত, গত শনিবার গুলি, মাস্কেট, ওয়ান শার্টার ও বাইক সহ দুষ্কৃতীরা ধরা পড়ে পুলিশের জালে। অনুমান, বীরভূমে যত বোমা সম্প্রতি উদ্ধার করা হয়েছে তাতে জড়িত একটি বিশেষ চক্র। তাদের খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ। সোমবারের বোমা উদ্ধারের পর পুলিশ তদন্তে নেমে খতিয়ে দেখছে, কোন নাশকতার ছক ছিল কি না।

মুখ্যমন্ত্রী (CM) মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্য জুড়ে বেআইনি বোমা ও অস্ত্র উদ্ধারের নির্দেশ দেওয়ার পরেই বিশেষ সক্রিয় হয়ে অভিযান চালাচ্ছে পুলিশ। আর তাতেই মিলছে সাফল্য। বীরভূমের একাধিক জায়গায় পর পর উদ্ধার হয়েছে বোমা, বিস্ফোরক, আগ্নেয়াস্ত্র। রাজ্য জুড়েও উদ্ধার করা হয়েছে একাধিক বেআইনি আগ্নেয়াস্ত্র, বোমা, বিস্ফোরক ও অস্ত্র। পুলিশ (Police) সূত্রে জানানো হয়েছে, এই অভিযান কোনও বিশেষদিন বা কিছুদিনের জন্য নয়। রাজ্যে শান্তির পরিবেশ ব্জায় রাখার লক্ষ্যে অভিযান চলবে।

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

ডায়মন্ড হারবার ও আনন্দপুর থানার ওসিকে সরিয়ে দিল নির্বাচন কমিশন

উত্তরপাড়ার মাখলাতে দৃষ্টিহীনদের মাধ্যমিক পরীক্ষায় নজর কাড়া ফলাফল

রাস্তা পার হতে গিয়ে প্রখর রৌদ্রে মাথা ঘুরে লরির তলায় পড়ে মৃত্যু বৃদ্ধের

রাজভবনের অন্দরে ওঠা অভিযোগ প্রসঙ্গে রাজ্যপালের বিরুদ্ধে সরব সায়নী ও লাভলী মৈত্র

কৃত্রিম বৃষ্টি রামনগরের স্কুলে! গরম থেকে মুক্তি পেতে আনন্দ নিকেতন স্কুলে অবাক করা কান্ড

গরমের মধ্যে কিছুটা স্বস্তি দিতে উদ্যোগী হল রাজগঞ্জ থানার পুলিশ

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ

দার্জিলিং

কালিম্পং

জলপাইগুড়ি

আলিপুরদুয়ার

কোচবিহার

উত্তর দিনাজপুর

দক্ষিণ দিনাজপুর

মালদা

মুর্শিদাবাদ

নদিয়া

পূর্ব বর্ধমান

বীরভূম

পশ্চিম বর্ধমান

বাঁকুড়া

পুরুলিয়া

ঝাড়গ্রাম

পশ্চিম মেদিনীপুর

হুগলি

উত্তর চব্বিশ পরগনা

দক্ষিণ চব্বিশ পরগনা

হাওড়া

পূর্ব মেদিনীপুর