-273ºc,
Friday, 2nd June, 2023 9:19 pm
নিজস্ব প্রতিনিধি: ১৫ ফেব্রুয়ারি। এই দিনেই ঠিক ১২ বছর আগে তৎকালীন পশ্চিম মেদিনীপুর জেলার ঝাড়গ্রাম মহকুমার শিলদায় ইএফআর ক্যাম্পে হামলা চালিয়েছিল মাওবাদীরা। সেই হামলার ঘটনায় মারা গিয়েছিলেন ২৪ জন জওয়ান। এই দিনটি ইএফআর বাহিনীতে শহিদ দিবস হিসেবে পালন করা হয়। এদিনও সেটাই করা হয়। গান স্যালুটে শহিদদের প্রতি শ্রদ্ধা জানান জওয়ানরা। পাশাপাশি, এলাকার বেশকিছু মানুষের মধ্য়ে শাড়ি-কম্বল বিতরণ করা হয়। আর এই দিনেই সেই শিলদার বুকেই কিনা মিলল মাও পোস্টার। স্বাভাবিক ভাবেই এই পোস্টার কাণ্ডে কিছুটা হলেও চাঞ্চল্য ছড়িয়েছে জঙ্গলমহলের বুকে। যদিও এই পোস্টার মাওবাদীরাই দিয়েছে কিনা তা নিয়ে সন্দেহ প্রকাশ করেছেন পুলিশের আধিকারিকেরা।
এদিন শিলদায় যে সব পোস্টার মিলেছে তার কোনওটিই মাওবাদীদের মতো লাল কালিতে হাতে লেখা পোস্টার নয়। পরিবর্তে তা ছাপানো লিফলেট আকারে দোকানে বা বাড়ির দেওয়ালে লাগিয়ে দেওয়া হয়েছে। ওই পোস্টারে আদিবাসীদের ফের সংগঠিত হওয়ার ডাক যেমন দেওয়া হয়েছে তেমনি দাবি মানা না হলে রাজ্য সরকারকে ‘খেলা হবে’ বলে হুঁশিয়ারিও দেওয়া হয়েছে। রাজ্য পুলিশের এডিজি পশ্চিমাঞ্চল সঞ্জয় সিং অবশ্য জানিয়েছেন, জঙ্গলমহল এখন অনেকটাই শান্তিপূর্ণ। ছোটখাটো যে সব ঘটনা ঘটছে তা জানার সঙ্গে সঙ্গেই ব্যবস্থা নেওয়া হচ্ছে। যে পোস্টার শিলদায় পাওয়া গিয়েছে তা যে মাওবাদীরাই দিয়েছে এমন কোনও প্রমাণ মেলেনি। এখন জঙ্গলমহ্লে মাওবাদীদের গতিবিধি দেখতে পাওয়া যাচ্ছে না। তবে তাঁদের নামে ভয় দেখিয়ে কেউ কেউ টাকা আদায় করছে। আমরা কিছুদিন আগে এইরকম দুইজনকে গ্রেফতার করেছি। এই ঘটনাও খতিয়ে দেখা হচ্ছে। কে বা কারা এই পোস্টার দিল তা খুঁজে বার করা হবে।