27ºc, Haze
Wednesday, 29th March, 2023 12:30 am
নিজস্ব প্রতিনিধি: কলকাতা বিমানবন্দরে গ্রুপ ডি’- এর চাকরি দেওয়ার নাম করে লক্ষাধিক টাকার প্রতারণা। বিধাননগর দক্ষিণ থানায়(Bidhannagar South P.S.) অভিযোগ দায়ের করেন প্রতারিত যুবক। ঘটনার তদন্তে নেমে দুজনকে গ্রেফতার করে পুলিশ। আজ ধৃতদের বিধাননগর মহকুমা আদালতে তোলা হয়। ধৃতদের নিজেদের হেফাজতে নিয়ে এই চক্রের বাকিদের খোঁজ শুরু করেছে বিধাননগর দক্ষিণ থানার পুলিশ।
সূত্রের খবর, সোশ্যাল মিডিয়ায়(Social Media) বিজ্ঞাপন দেখে নদীয়ার বাসিন্দা এক যুবক যোগাযোগ করে ভুয়ো কনসেলটেন্সিতে। তাকে কলকাতা বিমানবন্দরে(Kolkata Airport) গ্রুপ ডি’এর চাকরি দেওয়ার নাম করে লক্ষাধিক টাকা প্রতারণার অভিযোগ। টাকা নেওয়া পর চাকরি প্রার্থী যুবকের সাথে যোগাযোগ বন্ধ করে দেওয়া হয় বলে অভিযোগ। বিধাননগর দক্ষিণ থানায় অভিযোগ দায়ের করেন প্রতারিত যুবক।
ঘটনার তদন্তে নেমে গতকাল বাগুইআটি(Baguiati) থেকে এই প্রতারণা চক্রের দুই প্রতারক কুনাল সাহা ও কৌস্তভ সাহাকে গ্রেফতার করে বিধাননগর দক্ষিণ থানার পুলিশ। আজ ধৃতদের বিধাননগর মহকুমা আদালতে(Bidhannagar Court) তোলা হয়। ধৃতদের নিজেদের হেফাজতে নিয়ে এই চক্রে আর কারা জড়িত আছে তা তদন্তে করবে পুলিশ।বিধাননগর কমিশনারেট এলাকায় একের পর এক প্রতারণা চক্রের সন্ধান মিলছে। বিভিন্ন ভুয়ো কল সেন্টার (Fake Call Center) তৈরি করে সেখান থেকে নানা অছিলায় প্রলোভন দেখিয়ে সাধারণ মানুষকে প্রতি মুহূর্তে প্রতারিত করা হচ্ছে। এই ঘটনা বন্ধ করতে লাগাতার অভিযান চলছে বিধান নগর কমিশনারেটের।